Bankura TMC Leader: ‘তৃণমূল হাতে চুড়ি পরে নেই’, বলেই শুভেন্দুকে ‘চরম হুঁশিয়ারি’ দিলেন শাসক দলের নেতা

TV9 Bangla Digital | Edited By: সঞ্জয় পাইকার

Jan 15, 2023 | 5:02 PM

Bankura TMC Leader: তৃণমূল নেতার এই মন্তব্যে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে এলাকায়।

Bankura TMC Leader: তৃণমূল হাতে চুড়ি পরে নেই, বলেই শুভেন্দুকে চরম হুঁশিয়ারি দিলেন শাসক দলের নেতা
বাঁকুড়ায় বিতর্কিত মন্তব্য তৃণমূল নেতার

Follow Us

বাঁকুড়া: প্রকাশ্য সভামঞ্চে বিজেপি নেতাদের উদ্দেশে ফের বেলাগাম মন্তব্য করলেন তৃনমূল নেতা। বাঁকুড়ার বিষ্ণুপুর সাংগঠনিক জেলার আই এন টি টি ইউ সি সভাপতি সোমনাথ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগ উঠল। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সোমনাথ মঞ্চে দাঁড়িয়ে বলেন, “উস্কানিমূলক কথা বললে, বড়জোড়ার মানুষ পিঠের চামড়া তুলে নেবে।” তৃণমূল নেতার এই মন্তব্যে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। শুক্রবার বিকালে বাঁকুড়ার বড়জোড়ায় সভা করে বিজেপি। শনিবার সেই একই জায়গায় পালটা সভা করে তৃণমূল। সেই সভাতেই ভরা মঞ্চে সোমনাথ মুখোপাধ্যায় বলেন, “শুভেন্দু অধিকারী বলেছেন, পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল নাকি তাদের বাধা দেবে। আমি শুভেন্দু অধিকারীকে বলছি, তোদের প্রার্থী দেওয়ার ক্ষমতা আছে? বিজেপি বলে এখানে কিছু নেই। তাদের প্রার্থী দেওয়ার ক্ষমতা নেই। শান্ত বাঁকুড়াকে আজ যদি অশান্ত করার চেষ্টা করে ওই সৌমিত্র খাঁ, শুভেন্দু অধিকারীকে বলে রাখছি আমরা তৃণমূল হাতে চুড়ি পরে বসে নেই। যদি পরবর্তীতে এমন উস্কানিমূলক কথা বলেন, তাহলে বড়জোড়ার মানুষ শুভেন্দুকে চাবকে পিঠের চামড়া তুলে দেবে।”

এ প্রসঙ্গে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য অবশ্য বলেছেন, “চুড়ি সবসময়ে শক্তি ধরে। ওঁ হয়তো দুর্বল ক্ষেত্রে এই শব্দ ব্যবহার করেছেন। সেটা আমি বলতে পারব না। আমাদের লোকেরা কখনও কুকথা বলেন না। এটা হয়তো সেই হিসাবে বলতে পারেন। এই ধরনের কথা হয়ে থাকে। একটা চলতি কথা। চুড়ির না প্রবল জোর।”

বাঁকুড়ার বিজেপি বিধায়ক নিলাদ্রীশেখর দানা বলেন, “তৃণমূল বরাবরই হিটলার রাজ চালাচ্ছে। তৃণমূল এ রাজ্যে আসায় রাজ্যের মানুষ ভেবেছিল সিপিএম-এর অপশাসন থেকে মুক্তি পাবে। কিন্তু চোর তাড়াতে গিয়ে ডাকাতকে এ রাজ্যের ক্ষমতায় বসানো হয়েছে। তৃণমূল আপাদমস্তক চুরি দুর্নীতিতে ডুবে যাওয়ায় মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। পঞ্চায়েত নির্বাচনের আগে সেই সত্যটা বুঝতে পেরে এই সমস্ত কথা বলে তৃণমূল পাগলের প্রলাপ বকছে”।

Next Article