বাঁকুড়া: উচ্চস্বরে ডিজে বক্স বাজিয়ে অনুষ্ঠানে বাধা দিতে গিয়ে আক্রান্ত হল পুলিশ। সোমবার রাতে ঘটনাটি ঘটে বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের ক্ষুদিরামপল্লি এলাকায়। ঘটনায় এক সাব ইন্সপেক্টর ও দুজন সিভিক কর্মী জখম হয়েছেন। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ৬ জনকে। ধৃতদের আজ বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে বিষ্ণুপুর শহর লাগোয়া ক্ষুদিরামপল্লি এলাকায় উচ্চস্বরে ডিজে বক্স বাজিয়ে অনুষ্ঠান করছিলেন স্থানীয় কয়েকজন যুবক। স্থানীয় সূত্রে অভিযোগ পেয়ে সাব ইন্সপেক্টর অরিন্দম সেনাপতির নেতৃত্বে বিষ্ণুপুর থানার পুলিশ অনুষ্ঠানস্থলে যায়। অভিযোগ, এই সময় স্থানীয় কিছু যুবকের সঙ্গে প্রথমে বচসা হয়। অভিযোগ, তাঁরা পুলিশের উপর চড়াও হয়ে মারধর করতে শুরু করেন।
ওই অনুষ্ঠান স্থলে দু’পক্ষের মধ্যে কার্যত ধস্তাধস্তি হয়ে যায়। পরে বিশাল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানিয়েছে স্থানীয় যুবকদের মারে সাব ইন্সপেক্টর অরিন্দম সেনাপতি ও দুজন সিভিক কর্মী আহত হন। আহতদের বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অনুষ্ঠানস্থল থেকে ডিজে বক্স-সহ সাউন্ড সিস্টেম বাজেয়াপ্ত করে পুলিশ। পাশাপাশি পুলিশকে নিগ্রহের ঘটনায় মোট ৬ জনকে গ্রেফতার করে বিষ্ণুপুর থানার পুলিশ। ধৃতদের বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হয়। এই ঘটনায় যুক্ত অন্যান্য অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে বিষ্ণুপুর থানার পুলিশ। পুলিশকে মারধরের অভিযোগ অস্বীকার করেছে ধৃতরা।