ISL 2021-22: দু’বার এগিয়ে গিয়েও ফের পয়েন্ট নষ্ট সবুজ-মেরুনের

ডেড বল সিচুয়েশন থেকে গোল হজমের রোগ আর সারল না সবুজ-মেরুনের। দু'বার এগিয়ে গিয়েও সেই লিড ধরে রাখতে পারল না এটিকে মোহনবাগান। দুই দলই এরপর আক্রমণ শানালেও খেলার ফলাফলের আর কোনও পরিবর্তন হয়নি। ৬ ম্যাচে এটিকে মোহনবাগানের ঝুলিতে ৮ পয়েন্ট। লিগ টেবিলের ৬ নম্বরে রয় কৃষ্ণা, হুগো বোমাসরা।

ISL 2021-22: দু'বার এগিয়ে গিয়েও ফের পয়েন্ট নষ্ট সবুজ-মেরুনের
এটিকে মোহনবাগানের পয়েন্ট নষ্ট। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Dec 16, 2021 | 9:32 PM

এটিকে মোহনবাগান ৩ : বেঙ্গালুরু এফসি ৩

(শুভাশিস ১৩, বোমাস ৩৮, কৃষ্ণা ৫৮)    (ক্লেইটন ১৮, ফারুখ ২৬, প্রিন্স ৭২)

কৌস্তভ গঙ্গোপাধ্যায়

অনেক দিন বাদে আইএসএলে (ISL) একটা উপভোগ্য ম্যাচ দেখলেন ফুটবলপ্রেমীরা। এটিকে মোহনবগান (ATK Mohun Bagan) বনাম বেঙ্গালুরু এফসি (Bengaluru FC) ম্যাচের রেজাল্ট ৩-৩ । জমজমাট ম্যাচের ভাগ্য পেন্ডুলামের মতো দুলল। টানা ৪ ম্যাচে জয়ের মুখ দেখল না সবুজ-মেরুন। শেষ কবে এমনটা ঘটেছে বাগান শিবিরের সঙ্গে, তা দেখতে হলে ইতিহাসের পাতা ঘাঁটতে হবে। বড় ম্যাচের পর চারটে ম্যাচ গড়িয়ে গেলেও জয়ের সরণিতে ফিরতে পারল না সবুজ-মেরুন ব্রিগেড।

সুনীল ছেত্রীকে বাইরে রেখেই এ দিন দল সাজান বেঙ্গালুরুর জার্মান কোচ মার্কো পেজ্জাইউলি। অন্যদিকে আগের ম্যাচের দলই মাঠে নামান হাবাস। জমজমাট প্রথমার্ধ। খেলার প্রথমার্ধেই সব মিলিয়ে ৪ গোল। আর দ্বিতীয়ার্ধে আরও ২ গোল।

খেলার ১৩ মিনিটে এগিয়ে যায় এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। হুগো বোমাসের (Hugo Boumous) কর্নার থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন শুভাশিস বসু (১-০)। সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেননি হাবাসের ছেলেরা। ৫ মিনিটের মধ্যেই সমতায় ফেরে বেঙ্গালুরু এফসি। ক্লেইটন সিলভাকে নিজেদের বক্সে ফাউল করেন লিস্টন কোলাসো। পেনাল্টি থেকে গোল করে বিএফসিকে সমতায় ফেরান ক্লেইটন (১-১)। ২৬ মিনিটে ফের এগিয়ে যায় বেঙ্গালুরু এফসি। ক্লেইটন সিলভার কর্নার থেকে হেডে গোল করে বেঙ্গালুরুকে এগিয়ে দেন দানিশ ফারুখ (২-১)। গোল পরিশোধে আক্রমণে জোড় বাড়ায় সবুজ-মেরুন। ৩৮ মিনিটেই কাউন্টার অ্যাটাকে তার সুফল পেল এটিকে মোহনবাগান। রয় কৃষ্ণা-হুগো বোমাসের দারুণ বোঝাপড়ায় স্কোরলাইন ২-২। রয় কৃষ্ণার সাজানো বল থেকে গোল করে দলকে সমতায় ফেরান বোমাস।

প্রথমার্ধের দ্বিতীয় গোলটাই উজ্জীবিত করে দেয় রয় কৃষ্ণাদের। দ্বিতীয়ার্ধে শুরু থেকেই বেঙ্গালুরুর বক্সে একের পর এক আক্রমণ শনান বোমাস-মনবীররা। খেলার ৫৭ মিনিটে এটিকে মোহনবাগানের কর্নার ক্লিয়ার করতে গিয়ে বক্সে ফাউল করেন বেঙ্গালুরুর ফুটবলার। পেনাল্টি থেকে সবুজ-মেরুনের হয়ে জয়সূচক গোল করেন রয় কৃষ্ণা (৩-২)। তবে সেই লিডও আর বেশিক্ষণ ধরে রাখতে পারল না এটিকে মোহনবাগান। ৭২ মিনিটে কর্নার থেকে হেডে গোল করে বিএফসিকে সমতায় ফেরান প্রিন্স ইবারা (৩-৩)। ডেড বল সিচুয়েশন থেকে গোল হজমের রোগ আর সারল না সবুজ-মেরুনের। দু’বার এগিয়ে গিয়েও সেই লিড ধরে রাখতে পারল না এটিকে মোহনবাগান। দুই দলই এরপর আক্রমণ শানালেও খেলার ফলাফলের আর কোনও পরিবর্তন হয়নি। ৬ ম্যাচে এটিকে মোহনবাগানের ঝুলিতে ৮ পয়েন্ট। লিগ টেবিলের ৬ নম্বরে রয় কৃষ্ণা, হুগো বোমাসরা।

এটিকে মোহনবাগান: অমরিন্দর, আশুতোষ (প্রবীর), প্রীতম, তিরি, শুভাশিস, জনি কাউকো, দীপক টাঙরি, লিস্টন, বোমাস (ডেভিড উইলিয়ামস), কৃষ্ণা।

আরও পড়ুন: BWF World Championships: তাই জুর বিরুদ্ধে নামার আগে কী বলছেন সিন্ধু?