BWF World Championships: তাই জুর বিরুদ্ধে নামার আগে কী বলছেন সিন্ধু?
তাই জু-র কাছেই অলিম্পিকের সেমিফাইনালে হেরে গিয়েছিলেন সিন্ধু। বিশ্ব চ্যাম্পিয়নশিপের মঞ্চে তাই জু-কে হারিয়ে বদলা নেওয়ার সুবর্ণ সুযোগ ভারতীয় শাটলারের সামনে।
হুয়েলভা: বিশ্ব মিটের (BWF World Championships) সেমিফাইনালে ওঠার পথে পিভি সিন্ধুর (PV Sindhu) সব চেয়ে বড় কাঁটা হলেন তাই জু ইং (Tai Tzu Ying)। তাঁর কাছেই অলিম্পিকের সেমিফাইনালে হেরে গিয়েছিলেন সিন্ধু। বিশ্ব চ্যাম্পিয়নশিপের মঞ্চে তাই জু-কে হারিয়ে বদলা নেওয়ার সুবর্ণ সুযোগ ভারতীয় শাটলারের সামনে। ব়্যাঙ্কিংয়ের দিক থেকে বিশ্বের এক নম্বর শাটলার তাই জু-র বিরুদ্ধে সেই লক্ষ্য নিয়ে কোর্টে নামবেন সিন্ধু। প্রি কোয়ার্টারে পর্নপাউয়ি চোচুওংয়ের (Pornpawee Chochuwong) বিরুদ্ধে যে পরিকল্পনা করেছিলেন সিন্ধু, তা কাজে লেগেছে। কোয়ার্টার ফাইনালে পৌঁছে এমনটাই বলছেন তিনি। এই মরসুমেই দু’বার চোচুওংয়ের কাছে হেরেছিলেন সিন্ধু। কিন্তু বিশ্ব চ্যাম্পিয়নশিপের মঞ্চে আর সেই হারের পুনরাবৃত্তি ঘটাতে দিলেন না ভারতীয় শাটলার। মাত্র ৪৮ মিনিট ২১-১৪, ২১-১৮ গেমে তাইল্যান্ডের প্রতিপক্ষকে হারিয়ে শেষ আটে উঠলেন সিন্ধু।
প্রি কোয়ার্টারে জেতার পর সিন্ধু বলেন, “এই জয়টা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। এর আগে দু’বার আমি ওর বিরুদ্ধে হেরেছিলাম। আমার জন্য গুরুত্বপূর্ণ ছিল প্রথম পয়েন্ট থেকেই প্রতিটা পয়েন্টে ফোকাস করা এবং আমার সেরাটা দেওয়া। প্রথম গেমটা কিছুটা সহজ ছিল। দ্বিতীয় গেমে যদিও আমি এগিয়েছিলাম, ও ঘুরে দাঁড়িয়েছিল। পরবর্তী পয়েন্টে ফোকাস করা আমার জন্য তখন গুরুত্বপূর্ণ ছিল। আমি খুশি যে আমি দুই সেটে জিতেছি।”
এর আগের দুই সাক্ষাৎে তাইল্যান্ডের পর্নপাউয়ি চোচুওংয়ের বিরুদ্ধে হারার পর এক পরিকল্পনা করেছিলেন সিন্ধু। সে ব্যাপারে তিনি বলেন, “ওর বিরুদ্ধে হারার পর আমি এবং আমার কোচ খুঁটিয়ে দেখেছি কোথায় আমার ভুল হচ্ছিল। সে গুলো নিয়ে আলোচনা করেছি। কীভাবে খেলতে হবে তার একটা পরিকল্পনা কষে নিয়েছিলাম। সেটাই কাজে লেগেছে এবং আমি যার জন্য খুশি।”
আগামীকাল, শুক্রবার তাই জু-র বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল ম্যাচে নামবেন সিন্ধু। তার আগে তিনি বললেন, “কাল তাই-য়ের বিরুদ্ধে খেলা। আমরা অলিম্পিকের পর আবার খেলতে চলেছি। যাই হোক না কেন আমি শুধু আমার সেরাটা দিতে চাই। বেশ টের পাচ্ছি এটা সহজ ম্যাচ হবে না। আমাকে বড় ম্যাচের জন্য তৈরি থাকতে হবে। আমি আমার ১০০ শতাংশ দেব।”
বিশ্বের এক নম্বর তাই জু-র ব্যাপারে সিন্ধু বলেন, “ওর কৌশল বেশ ভালো এবং ও ভীষণ দক্ষ প্লেয়ার। তাই ম্যাচটা কোনও মতেই সহজ হবে না। মাঝে মাঝে ওর শটগুলো বোঝা যায় না। নিজেকে স্থির রেখে নিশ্চিত করতে হবে যে আমি ম্যাচেই রয়েছি। ধৈর্য ধরে আমাকে এগিয়ে যেতে হবে। লিড পেলে সেটা ধরে রাখার চেষ্টা করতে হবে।”
বিশ্ব মিটে খেতাব ধরে রাখার জন্য নেমেছেন সিন্ধু। তবে আগামী কয়েকদিনের পরিকল্পনাও এখনও সেরে ফেলেছেন দু’বারের অলিম্পিকজয়ী শাটলার। তাঁর কথায়, “আমি এ বার কিছুদিন বিশ্রাম নেওয়ার পরিকল্পনা করেছি। আমি এক সপ্তাহ, দশ দিন ব়্যাকেট স্পর্শ করব না। আসলে আমি বুধবার স্কোয়াডের সঙ্গে সিক্রেট সান্তা এবং কিছু নিয়ে মজার গেম খেলব। এবং তারপর জানুয়ারিতে আমাদের ভালো প্রশিক্ষণ শিবির রয়েছে।”