Bratya Basu: ‘মমতার কথার পর তো আর কোনও কথা থাকে না…’, প্রাইমারিতে সেমিস্টার নিয়ে সাফ কথা ব্রাত্যর
Bratya Basu: বৃহস্পতিবার নবান্ন সভাঘরে ব্রাত্য বসুর উদ্দেশ্যে মমতা বলেন, "কাগজে দেখলাম, প্রাথমিক স্তরে সেমিস্টার চালু হচ্ছে। আমি জানতাম না। মুখ্য সচিবও জানতেন না। পলিসি তৈরি করার আগে কেন জানানো হল না?"
কলকাতা: প্রাথমিকে সেমিস্টার চালু নিয়ে সকালেই ‘বকা’ খেয়েছিলেন। বিকাল হতে না হতেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাফ জানিয়ে দিলেন, ‘মুখ্যমন্ত্রী চূড়ান্ত অনুমোদন দিচ্ছেন না আপাতত। তাই সেটা এখন হবে না।’ প্রসঙ্গত, কয়েকদিন থেকেই প্রাইমারিতে সেমিস্টার চালু নিয়ে জোরদার চাপানউতোর চলছে। কিছুদিন আগেই প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল সাংবাদিক বৈঠক করে নতুন সিদ্ধান্তের কথা জানান। স্পষ্ট জানানো হয়। প্রাথমিক স্কুলে এবার চালু হবে সেমিস্টার পদ্ধতি। প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বছরে ২ বার পরীক্ষা নেওয়া হবে। চালু হবে ক্রেডিট সিস্টেম। কিন্তু, কিছুই নাকি জানতেন না মমতা। এদিন তা নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় তাঁকে।
বৃহস্পতিবার নবান্ন সভাঘরে ব্রাত্য বসুর উদ্দেশ্যে মমতা বলেন, “কাগজে দেখলাম, প্রাথমিক স্তরে সেমিস্টার চালু হচ্ছে। আমি জানতাম না। মুখ্য সচিবও জানতেন না। পলিসি তৈরি করার আগে কেন জানানো হল না?” এরপরই বলেন, “ওটা হবে না। আমি চাইছি শিশুদের ভার কমাতে। কাঁধের ব্যাগ কমাতে। ওইটুকু বাচ্চারা টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার বলতে পারে না, সেমিস্টার বলবে!” মমতার এ মন্তব্যের পরই তা নিয়ে জোরদার চাপানউতোর শুরু হয়ে যায়। তাঁর মধ্যেই সাংবাদিক বৈঠক করে ব্রাত্য বলেন, “এটা নিয়ে তো এখনও কোনও সরকারি নোটিফিকেশন দেওয়া হয়নি। পর্ষদ শিক্ষা দফতরের কাছে পাঠিয়েছিল। যেহেতু এটা পলিসি সিদ্ধান্ত, তাই শিক্ষা দফতর মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পাঠায়। মুখ্যমন্ত্রীর বলে দিয়েছেন তিনি এটা নিয়ে চূড়ান্ত অনুমোদন দিচ্ছেন না আপাতত। তাই সেটা এখন হবে না। এরপর তো আর কোনও কথা থাকে না। তাই এটা নিয়ে কোনও বিতর্কের দরকার আছে বলে আমি মনে করি না।”
এই খবরটিও পড়ুন
কিন্তু, পর্ষদ কী শিক্ষা দফতরের সঙ্গে আলোচনা করে ঘোষণা করেছিল? উত্তরে ব্রাত্য বলেন, “এটা পর্ষদ বলতে পারবে। আমার কাছে যখন পলিসিটা পাঠায় আমি বলেছিলাম মুখ্যমন্ত্রীর অনুমতি নেব। এখন উনি না করেছেন।” তবে একাদশ-দ্বাদশের সেমিস্টার নিয়ে কোনও সমস্যা নেই বলেও এদিন সাফ জানিয়েছেন। স্পষ্টই বলেন, “কোনও সমস্যাই নেই। অনুমোদন তো নেওয়াই আছে।”