BWF World Championship: বিশ্ব মিটে সেই তাই জুর মুখে সিন্ধু

সেমিফাইনালে ওঠার পথে সিন্ধুর সবচেয়ে বড় বাধা তাই জু ইং (Tai Tzu Ying)। যাঁর কাছে অলিম্পিকের সেমিফাইনালে হেরে গিয়েছিলেন ভারতীয় মেয়ে। বিশ্ব মিটে সিন্ধু যদি জিততে পারেন, তা হলে বদলা নিতে পারবেন তিনি। তাই জু-র বিরুদ্ধে সেই লক্ষ্য নিয়ে কোর্টে নামবেন সিন্ধু।

BWF World Championship: বিশ্ব মিটে সেই তাই জুর মুখে সিন্ধু
BWF World Championship: বিশ্ব মিটে সেই তাই জুর মুখে সিন্ধু
Follow Us:
| Updated on: Dec 16, 2021 | 4:56 PM

হুয়েলভা: যে ম্যাচটা অত্যন্ত কঠিন বলে ধরা হচ্ছিল, যাঁর কাছে এই মরসুমেই দু’বার হেরেছেন, সেই পর্নপাউয়ি চোচুওংকে (Pornpawee Chochuwong) বিশ্ব চ্যাম্পিয়নশিপের (BWF World Championship) মঞ্চে উড়িয়ে দিলেন পিভি সিন্ধু (PV Sindhu)। ২১-১৪, ২১-১৮ গেমে তাইল্যান্ডের প্রতিপক্ষকে হারাতে ভারতীয় শাটলার সময় নিয়েছেন মাত্র ৪৮ মিনিট। শেষ আটে উঠলেন তিনি।

শেষ বিশ্ব মিটে চ্যাম্পিয়ন হয়েছিলেন সিন্ধু। এ বার খেতাব ধরে রাখার জন্য কোর্টে নেমেছেন। তার থেকেও বড় কথা হল, গত কয়েক বছরে ওপেন টুর্নামেন্টে একেবারেই ধারাবাহিক নন। টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পেয়েছেন ঠিকই, কিন্তু বিশ্ব মিটে খেতাব জিততে পারলে অনেক প্রশ্নের উত্তর দিতে পারবেন। সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছেন। প্রথম ম্যাচে কার্যত লড়াইয়ের মুখেই পড়তে হয়নি তাঁকে। কিন্তু প্রি কোয়ার্টারে যে চোচুওং কঠিন প্রতিপক্ষ হতে পারেন, তা খুব ভালো করে জানতেন। সেই মতোই প্রস্তুতি নিয়েছিলেন।

প্রথম গেমের প্রথম পর্বটা যথেষ্ট লড়াই চালিয়েছিলেন তাইল্যান্ডের শাটলার। একটা সময় গায়ে গায়ে এগোচ্ছিলেন দু’জন। কিন্তু ১০-৯ থেকে খেলা মুঠোয় নিয়েছিলেন। তারপর আর ফিরে তাকাননি। ২১-১৪ জিতে নেন। দ্বিতীয় গেমে অবশ্য় দারুণ ফিরে আসার চেষ্টা করেছিলেন। ১৮-২০ করেছিলেন চোচুওং। কিন্তু সিন্ধু ফোকাস হারাননি। ২১-১৮ জেতেন।

সেমিফাইনালে ওঠার পথে সিন্ধুর সবচেয়ে বড় বাধা তাই জু ইং (Tai Tzu Ying)। যাঁর কাছে অলিম্পিকের সেমিফাইনালে হেরে গিয়েছিলেন ভারতীয় মেয়ে। বিশ্ব মিটে সিন্ধু যদি জিততে পারেন, তা হলে বদলা নিতে পারবেন তিনি। তাই জু-র বিরুদ্ধে সেই লক্ষ্য নিয়ে কোর্টে নামবেন সিন্ধু।

আরও পড়ুন: BWF World Championships: বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের প্রি কোয়ার্টারে প্রণয়