Men’s Asian Champions Trophy 2021: বাংলাদেশ ৯ গোল দিয়ে পাক ম্যাচের প্রস্তুতি মনপ্রীতদের
চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Men's Asian Champions Trophy 2021) মনপ্রীত সিংদের পরের ম্যাচ আবার পাকিস্তানের সঙ্গে। আগের মতো দুরন্ত টিম না হলেও ভারত-পাক ম্যাচ মানে প্রচুর চাপ যে থাকবে, খুব ভালো করেই জানেন হকি প্লেয়াররা।
ঢাকা: দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ২-০ এগিয়ে থেকেও ২-২ ড্র হয়েছিল। পরের ম্যাচে বাংলাদেশকে ৯-০ হারাল ভারতীয় হকি টিম। চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Men’s Asian Champions Trophy 2021) মনপ্রীত সিংদের পরের ম্যাচ আবার পাকিস্তানের সঙ্গে। আগের মতো দুরন্ত টিম না হলেও ভারত-পাক ম্যাচ মানে প্রচুর চাপ যে থাকবে, খুব ভালো করেই জানেন হকি প্লেয়াররা।
বাংলাদেশের বিরুদ্ধে দুরন্ত ফর্মে ছিলেন দিলপ্রীত সিং। হ্যাটট্রিক করেছেন তিনি। ১২ মিনিটে দিলপ্রীতের গোল দিয়েই খাতা খোলা শুরু ভারতের। ২২ ও ৪৪ মিনিটে বাকি দু’গোল তাঁর। জোড়া গোল জার্মানপ্রীত সিংয়ের। ললিত উপাধ্যায়, আকাশদীপ সিং, মনদীপ মোর, হরমনপ্রীত সিং বাকি গোল করেছেন। ভারতীয় টিমের যা শক্তি, তার ধারেকাছে নেই বাংলাদেশ। ম্যাচের ফলাফল যে এই রকম হতে পারে, তার একটা আশঙ্কা ছিলই। সে রকমই হয়েছে।
Simply Flawless! ?
India net 9 goals and sweep past the hosts with ease.
?? 9-0 ?? #IndiaKaGame #HeroACT2021 pic.twitter.com/KC7N8bo6TF
— Hockey India (@TheHockeyIndia) December 15, 2021
ম্যাচের পর ক্যাপ্টেন মনপ্রীত বলেছেন, ‘খুব ভালো টিমগেম। আমরা অন্য ভাবে ম্যাচটা খেলার চেষ্টা করেছিলাম। আগ্রাসী হকি খেলেছে টিম। শুরুর দিকে কিন্তু বাংলাদেশ আমাদের পেনাল্টি কর্নারগুলো আটকে দিচ্ছিল। বিরতিতে কোচ গ্রাহাম রিড কিছু পরামর্শ দিয়েছিলেন। সেটা কাজে লাগিয়েই সাফল্য পেয়েছি।’
সব ভুলে আপাতত সামনে তাকাতে চাইছেন মনপ্রীত। ভারতীয় টিমের অধিনায়ক স্পষ্ট বলছেন, ‘বাংলাদেশ ম্যাচ নিয়ে আমরা আবার কাটাছেঁড়া করব। কোরিয়া ম্যাচ নিয়েও কথা হবে। কারণ, পরের ম্যাচটাই পাকিস্তানের সঙ্গে। ওই ম্যাচে সেরাটা দিতে হলে আমাদের সব রকম ভাবে তৈরি থাকতে হবে।’