Prime Volleyball League Auction: প্রাইম ভলিবল লিগের নিলামে রেকর্ড অর্থে কলকাতা থান্ডারবোল্টসে অশওয়াল রাই
পিভিএলের নিলামে প্ল্যাটিনাম, গোল্ড, অনূর্ধ্ব-২১, রুপো ও ব্রোঞ্জ ক্যাটাগরিতে চারশোর বেশি প্লেয়ারদের মধ্যে থেকে দু’জন আন্তর্জাতিক ভলিবলারকে তুলে নিয়েছে থান্ডারবোল্টস।
কোচি: ৪০০-র বেশি প্লেয়ারদের নিয়ে কোচিতে হয়ে গেল প্রাইম ভলিবল লিগের (Prime Volleyball League) নিলাম। তাতে রেকর্ড অর্থে (১৫ লাখ) কলকাতা থান্ডারবোল্টসে যোগ দিলেন অশওয়াল রাই (Ashwal Rai)। তাঁর পাশাপাশি নিলামে সর্বোচ্চ দাম উঠেছে কার্তিক এ (Karthik A) এবং জেরোম বিনীতের (Jerome Vinith)। কার্তিককে ১৫ লক্ষ টাকায় নিয়েছে কোচি ব্লু স্পাইকার্স (Kochi Blue Spikers) ও বিনীতকে একই অর্থে নিয়েছে কালিকট হিরোস (Calicut Heroes)।
পিভিএলের নিলামে প্ল্যাটিনাম, গোল্ড, অনূর্ধ্ব-২১, রুপো ও ব্রোঞ্জ ক্যাটাগরিতে চারশোর বেশি প্লেয়ারদের মধ্যে থেকে দু’জন আন্তর্জাতিক ভলিবলারকে তুলে নিয়েছে থান্ডারবোল্টস। দল সম্পর্কে তাঁর মতামত জানাতে গিয়ে কলকাতার মালিক পবন কুমার পাতোদিয়া বলেছেন, ‘‘এই খেলায় প্রথম বার অংশ নিচ্ছি আমরা। কিন্তু নিলামের আগে খোঁজখবর নিয়ে জানতে পেরেছিলাম অশওয়াল দুর্দান্ত খেলোয়াড়। তাই ওর জন্য শেষ পর্যন্ত গিয়ে দলে অশওয়াল রাইকে নেওয়া হয়েছে। কোচ ও মেন্টরদের সঙ্গে আলোচনা করে ভারসাম্যযুক্ত দলই গঠন করা হয়েছে। নিলামে আমাদের ভাগ্যও আজ সাহায্য করেছে। তাই অশওয়ালের মতো খেলোয়াড়কে নিতে পেরেছি আমরা। আমার মতে, একটা ভাল দল গঠন করা গিয়েছে। নিলামে আমাদের নজরে যাঁরা ছিলেন, তাঁদের সকলকেই প্রায় নেওয়া সম্ভব হয়েছে।’’
পিভিএলের ক্রীড়াসূচি এখনও প্রকাশ করা হয়নি। তবে প্রাইম ভলিবল লিগে ৭টি দলের মধ্যে হবে ২৪টি ম্যাচ। এই টুর্নামেন্টের ৭টি দল হল- কালিকট হিরোস, কোচি ব্লু স্পাইকার্স, কলকাতা থান্ডারবোল্টস, আমদাবাদ ডিফেন্ডার, হায়দরাবাদ ব্ল্যাক হকস, চেন্নাই বিল্টজ ও বেঙ্গালুরু টর্পেডোস। প্রাইম ভলিবল লিগ দেখা যাবে সোনি টেন ওয়ান, সোনি টেন টু, সোনি টেন থ্রি, সোনি টেন ফোর ও সোনি লাইভে। এ ছাড়াও আঞ্চলিক ভাষাতে ধারাভাষ্য ও সম্প্রচারিত হবে এই প্রতিযোগিতা।
এক নজরে কলকাতা থান্ডারবোল্টস দল –
অনু জেমস (অ্যাটাকার) (নিলামে যে দামে কেনা হয়েছে-২৫০০০০)। তরুণ গৌড়া কে (অ্যাটাকার) (নিলামে যে দামে কেনা হয়েছে-২৩০০০০)। মহম্মদ রিয়াজুদ্দিন (অ্যাটাকার) (নিলামে যে দামে কেনা হয়েছে-১৭০০০০)। রাহুল কে (অ্যাটাকার) (নিলামে যে দামে কেনা হয়েছে-৩০০০০০)। ম্যাথু অগাস্ট (ব্লকার) (নিলামে যে দামে কেনা হয়েছে-২৭০০০০০)। হরি প্রসাদ বি এস (লিবেরো) (নিলামে যে দামে কেনা হয়েছে-৫৭৫০০০)। মহম্মদ শফিক (মিডল ব্লকার) (নিলামে যে দামে কেনা হয়েছে-১৫০০০০)। অশওয়াল রাই (মিডল ব্লকার) (নিলামে যে দামে কেনা হয়েছে-১৫০০০০০)। অরবিন্দন এস (সেটার) (নিলামে যে দামে কেনা হয়েছে-১৫০০০০)। জনশদ ইউ (সেটার) (নিলামে যে দামে কেনা হয়েছে-১৫০০০০)। ইয়ান স্যাটারফিল্ড (ইউনিভার্সাল) (নিলামে যে দামে কেনা হয়েছে-২৭০০০০০)। বিনীত কুমার (ইউনিভার্সাল) (নিলামে যে দামে কেনা হয়েছে-৮৭৫০০০)।