BWF World Championships: বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের প্রি কোয়ার্টারে প্রণয়

মালেশিয়ান প্রতিপক্ষ ড্যারেন লিউকে (Daren Liew) দ্বিতীয় ম্যাচে স্ট্রেট গেমে হারিয়ে টুর্নামেন্টের প্রিকোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন প্রণয়।

BWF World Championships: বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের প্রি কোয়ার্টারে প্রণয়
BWF World Championships: বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের প্রিকোয়ার্টারে এইচএস প্রণয় (ছবি-টুইটার)
Follow Us:
| Edited By: | Updated on: Dec 15, 2021 | 5:35 PM

হুয়েলভা: বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের (BWF World Championships) শুরুটা ভালোই হয়েছে ভারতের তারকা শাটলার এইচএস প্রণয়ের (HS Prannoy)। প্রথম ম্যাচে হংকংয়ের প্রতিপক্ষ এনজি কা লং আনগুসকে (Ng Ka Long Angus) হারানোর পর দ্বিতীয় ম্যাচেও জিতলেন তিনি। মালেশিয়ান প্রতিপক্ষ ড্যারেন লিউকে (Daren Liew) দ্বিতীয় ম্যাচে স্ট্রেট গেমে হারিয়ে টুর্নামেন্টের প্রি কোয়ার্টারে পৌঁছে গেলেন প্রণয়।

৪২ মিনিটের লড়াইয়ে ম্যাচের ফল (২১-৭, ২১-১৭) প্রণয়ের পক্ষে। প্রথম গেমে লিউকে কোনও প্রতিরোধই গড়ে তুলতে দেননি প্রণয়। তবে দ্বিতীয় গেমে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন মালেশিয়ান শাটলার। দ্বিতীয় গেমে একটা সময় ৬-৬ পয়েন্ট থেকে এগিয়ে গিয়ে, বাজিমাত করেন ভারতীয় শাটলার। টুর্নামেন্টে পরপর দুটো ম্যাচে জয় প্রণয়কে বেশ খানিকটা আত্মবিশ্বাস জাগাবে পরের ম্যাচগুলোর জন্য। তিনি শেষ ষোলোয় স্পেনের লুইস এনরিকে পেনালভার (Luis Enrique Penalver) এবং ডেনমার্কের রাসমুস গেমকের মধ্যে যে জয়ী, তাঁর (Rasmus Gemke) বিরুদ্ধে খেলবেন।

প্রণয় ছাড়াও এই টুর্নামেন্টের প্রি কোয়ার্টারে পৌঁছেছেন আরও দুই তারকা শাটলার কিদাম্বি শ্রীকান্ত ও লক্ষ্য সেন। এ ছাড়াও ভারতীয় তারকা শাটলার পিভি সিন্ধু স্লোভাকিয়ার মার্টিনা রেপিস্কাকে হারিয়ে পৌঁছে গিয়েছেন প্রি কোয়ার্টারে। মেয়েদের সিঙ্গলসে সিন্ধুর পাশাপাশি ভারতের মেয়েদের ডাবলস জুটি অশ্বিনি পোনাপ্পা (Ashwini Ponnappa) ও এন সিকি রেড্ডি (N Sikki Reddy) চিনা প্রতিপক্ষকে হারিয়ে বিশ্ব মিটের প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছেন। লিউ জুয়ান জুয়ান (Liu Xuan Xuan) এবং জিয়া ইউ টিংয়ের (Xia Yu Ting) বিরুদ্ধে ৫১ মিনিটের লড়াইয়ের পর হাসি ফুটেছে ভারতীয় শাটলার জুটির মুখে। হাড্ডাহাড্ডি ম্যাচের ফল ২১-১১, ৯-২১, ২১-১৩। তবে অন্যদিকে পুরুষদের ডাবলসে হতাশ করলেন এমআর অর্জুন (MR Arjun) ও ধ্রুব কপিলা (Dhruv Kapila)। রাশিয়ান জুটি ভ্লাদিমির ইভানভ (Vladimir Ivanov) ও ইভান সোজোনভের (Ivan Sozonov) কাছে ১১-২১, ১৬-২১ ব্যবধানে হেরে গেলেন ভারতীয় শাটলার জুটি।

আরও পড়ুন: PV Sindhu: জয় দিয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপ শুরু সিন্ধু-লক্ষ্যর

আরও পড়ুন: বিরাট-রোহিত বিতর্ক, ‘কেউই টিমের উর্ধ্বে নয়’, বলছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী

আরও পড়ুন: Virat Kohli Press Conference: প্রোটিয়া সফরের আগে কী বললেন কোহলি?