Cabinet Meeting: নতুন মন্ত্রিসভায় কে কে আসতে পারেন ? রইল তালিকা

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 03, 2022 | 2:13 PM

Cabinet Meeting: মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছেন, দায়িত্বে আসছেন ৫-৬ জন নতুন মুখ। বাদ যাবেন ৪-৫ জন।

1 / 7
আর কিছুক্ষণের অপেক্ষা। তারপরই স্পষ্ট হবে, নতুন মন্ত্রিসভায় কে কে নতুন আসতে চলেছেন? মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছেন, দায়িত্বে আসছেন ৫-৬ জন নতুন মুখ। বাদ যাবেন ৪-৫ জন। বাবুল সুপ্রিয় নাম শোনা যাচ্ছে। মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুর পর তাঁর কেন্দ্র থেকে উপনির্বাচনে জয়ী হন তৃণমূল নেতা বাবুল সুপ্রিয়। বিজেপি থেকে তৃণমূলে তাঁর আকস্মিক আগমন রাজনৈতিক বিশেষজ্ঞদের চমকে দিয়েছিল। এবারে মমতার মন্ত্রিসভায় তিনি থাকবেন বলে মনে করা হচ্ছে।

আর কিছুক্ষণের অপেক্ষা। তারপরই স্পষ্ট হবে, নতুন মন্ত্রিসভায় কে কে নতুন আসতে চলেছেন? মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছেন, দায়িত্বে আসছেন ৫-৬ জন নতুন মুখ। বাদ যাবেন ৪-৫ জন। বাবুল সুপ্রিয় নাম শোনা যাচ্ছে। মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুর পর তাঁর কেন্দ্র থেকে উপনির্বাচনে জয়ী হন তৃণমূল নেতা বাবুল সুপ্রিয়। বিজেপি থেকে তৃণমূলে তাঁর আকস্মিক আগমন রাজনৈতিক বিশেষজ্ঞদের চমকে দিয়েছিল। এবারে মমতার মন্ত্রিসভায় তিনি থাকবেন বলে মনে করা হচ্ছে।

2 / 7
পূর্ব পাঁশকুড়ার তৃণমূল বিধায়ক বিপ্লব রায় চৌধুরী। শোনা যাচ্ছে, তাঁকে মুখ্যমন্ত্রী ডেকে পাঠিয়েছেন। তাতেই রাজনৈতিক মহলে চাউর হয়েছে, মমতা-মন্ত্রিসভায় ঠাঁই পেতে চলেছেন তিনি। চার বারের বিধায়ক তিনি। ১৯৯৬ সালে কংগ্রেসের টিকিটে প্রথম জিতেছিলেন। তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই তৃণমূলে। ২০০১ এবং ২০১১ সালে তৃণমূলের টিকিটে বিধায়ক হন বিপ্লব রায় চৌধুরী। ২০২১ সালের নির্বাচনেও জয় অব্যাহত তাঁর।

পূর্ব পাঁশকুড়ার তৃণমূল বিধায়ক বিপ্লব রায় চৌধুরী। শোনা যাচ্ছে, তাঁকে মুখ্যমন্ত্রী ডেকে পাঠিয়েছেন। তাতেই রাজনৈতিক মহলে চাউর হয়েছে, মমতা-মন্ত্রিসভায় ঠাঁই পেতে চলেছেন তিনি। চার বারের বিধায়ক তিনি। ১৯৯৬ সালে কংগ্রেসের টিকিটে প্রথম জিতেছিলেন। তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই তৃণমূলে। ২০০১ এবং ২০১১ সালে তৃণমূলের টিকিটে বিধায়ক হন বিপ্লব রায় চৌধুরী। ২০২১ সালের নির্বাচনেও জয় অব্যাহত তাঁর।

3 / 7
মন্ত্রী হতে পারেন পার্থ ভৌমিক। তৃণমূলের ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি পদ থেকে সরানো হয়েছে নৈহাটির বিধায়ক। তারপর থেকেই তাঁর নাম নিয়ে জল্পনা তৈরি হয়েছে। অভিষেক ঘনিষ্ঠ এই নেতার মন্ত্রী হওয়ার সম্ভাবনা প্রবল।

মন্ত্রী হতে পারেন পার্থ ভৌমিক। তৃণমূলের ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি পদ থেকে সরানো হয়েছে নৈহাটির বিধায়ক। তারপর থেকেই তাঁর নাম নিয়ে জল্পনা তৈরি হয়েছে। অভিষেক ঘনিষ্ঠ এই নেতার মন্ত্রী হওয়ার সম্ভাবনা প্রবল।

4 / 7
কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদারের নামও রয়েছে এই সম্ভাব্য মন্ত্রীদের তালিকায়। কৃষি মন্ত্রী কিংবা পঞ্চায়েত মন্ত্রীর দায়িত্ব পেতে পারেন তিনি। কারণ গ্রাম বাংলার প্রত্যেক জেলার ভৌগোলিক অবস্থান তাঁর নখদর্পণে।  কৃষিক্ষেত্রে বাংলার উন্নয়নের জন্য প্রচুর কাজ করেছেন তিনি। তাই তাঁকে এই দফতরের কোনও একটির দায়িত্ব দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। জল্পনা তেমনটাই।

কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদারের নামও রয়েছে এই সম্ভাব্য মন্ত্রীদের তালিকায়। কৃষি মন্ত্রী কিংবা পঞ্চায়েত মন্ত্রীর দায়িত্ব পেতে পারেন তিনি। কারণ গ্রাম বাংলার প্রত্যেক জেলার ভৌগোলিক অবস্থান তাঁর নখদর্পণে। কৃষিক্ষেত্রে বাংলার উন্নয়নের জন্য প্রচুর কাজ করেছেন তিনি। তাই তাঁকে এই দফতরের কোনও একটির দায়িত্ব দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। জল্পনা তেমনটাই।

5 / 7
হেমতাবাদের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বর্মন জেলা তৃণমূলের চেয়ারম্যান পদে ছিলেন। সদ্য তাঁকে সেই পদ থেকে অপসারণ করেছে দল। আর তারপর থেকেই এই জল্পনা ছড়িয়ে পড়েছে।  এমনকি নাম ঘোষণার আগেই তাঁকে শুভেচ্ছাবার্তা জানিয়ে ফেসবুকে অনুগামী পোস্ট ছেয়ে গিয়েছে।

হেমতাবাদের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বর্মন জেলা তৃণমূলের চেয়ারম্যান পদে ছিলেন। সদ্য তাঁকে সেই পদ থেকে অপসারণ করেছে দল। আর তারপর থেকেই এই জল্পনা ছড়িয়ে পড়েছে। এমনকি নাম ঘোষণার আগেই তাঁকে শুভেচ্ছাবার্তা জানিয়ে ফেসবুকে অনুগামী পোস্ট ছেয়ে গিয়েছে।

6 / 7
হুগলির জাঙ্গিপাড়ার বিধায়ক স্নেহাশিস চক্রবর্তীর জায়গায় জেলা সভাপতি পদে আনা হয়েছে অরিন্দম গুঁইকে। তারপর থেকেই তাঁর মন্ত্রীত্ব নিয়ে জল্পনা তৈরি হয়েছে।

হুগলির জাঙ্গিপাড়ার বিধায়ক স্নেহাশিস চক্রবর্তীর জায়গায় জেলা সভাপতি পদে আনা হয়েছে অরিন্দম গুঁইকে। তারপর থেকেই তাঁর মন্ত্রীত্ব নিয়ে জল্পনা তৈরি হয়েছে।

7 / 7
হরিশ্চন্দ্রপুরের তাজমুল হোসেন এবারে মমতার মন্ত্রী হতে পারেন। রাজনৈতিক মহলে তাঁর নাম নিয়েও তৈরি হয়েছে গুঞ্জন।

হরিশ্চন্দ্রপুরের তাজমুল হোসেন এবারে মমতার মন্ত্রী হতে পারেন। রাজনৈতিক মহলে তাঁর নাম নিয়েও তৈরি হয়েছে গুঞ্জন।

Next Photo Gallery