Calcutta High Court: এক সপ্তাহ বন্ধ ফোন, বন্ধ ফ্ল্যাটের তালা ভাঙতেই হাইকোর্টের আইনজীবীর অবস্থা দেখে চোখ কপালে উঠল পুলিশের

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Jul 28, 2022 | 6:08 PM

Calcutta High Court: আবসাদের কারণেই আত্মহত্যা নাকি খুন তা নিয়েও ঘনিয়েছে রহস্য। ইতিমধ্যেই ঘটনার জোরদার তদন্ত শুরু করেছে পুলিশ।

Calcutta High Court: এক সপ্তাহ বন্ধ ফোন, বন্ধ ফ্ল্যাটের তালা ভাঙতেই হাইকোর্টের আইনজীবীর অবস্থা দেখে চোখ কপালে উঠল পুলিশের

Follow Us

কলকাতা: ফের কলকাতায়(Kolkata) বন্ধ ফ্ল্যাট থেকে মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। এবার হরিদেবপুর(Haridebpur) থানার অন্তর্গত কালিতলা হাউসিং ফেস ওয়ানে কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) আইনজীবী কৌশিক দে-র পচা গলা দেহ উদ্ধার হল। সূত্রের খবর, ফ্ল্যাটে তিনি একাই থাকতেন। পরিবারের কেউই ওই ফ্ল্যাটে থাকতেন না। পুলিশ সূত্রে খবর, প্রায় ১২ দিন দেখতে পাওয়া যায়নি ওই আইনজীবীকে। শুরুতে তাঁর বন্ধুরাও তাঁকে ফোন করলে তিনি ফোন ধরেননি বলে জানা গিয়েছে। যদিও শেষ সাতদিন তাঁকে আর ফোনে পাওয়া যায়নি। ফোন করলে শোনা গিয়েছে বন্ধ রয়েছে ফোন।

এরপরেই খবর যায় হরিদেবপুর থানায়। শেষ পর্যন্ত হরিদেবপুর থানার পুলিশ আসে কালিতলা হাউসিংয়ে। ফ্ল্যাটের দরজা ভাঙতেই দেখা যায় বিছানার উপর পড়ে রয়েছে আইনজীবীর পচাগলা দেহ। তবে কীভাবে তাঁর মৃত্যু হল তা নিয়ে বেড়েছে ধোঁয়াশা। আবসাদের কারণেই আত্মহত্যা নাকি খুন তা নিয়েও ঘনিয়েছে রহস্য। ইতিমধ্যেই ঘটনার জোরদার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রতিবেশীদের সঙ্গেও কথা বলছেন পুলিশ কর্মীরা। যোগযোগ করার চেষ্টা চলছে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে। এদিকে এ ঘটনায় স্বভাবতই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হরিদেবপুরে।

প্রসঙ্গত মে মাসে বেহালার রাজা রামমোহন রোডে অভিজাত আবাসন থেকে মহিলার পচগলা মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। সূত্রের খবর, বাবার মৃত্যুর পর ওই ফ্ল্যাটে একাই থাকতেন ওই মহিলা। কিন্তু, মৃত্যুর আগে বেশ কয়েকদিন কোনও সাড়াশব্দ না পেয়ে সন্দেহ হয় প্রতিবেশীদের। পরবর্তীতে দুর্গন্ধ ছড়াতেই আরও ঘনায় রহস্য। খবর যায় পুলিশে। এবার যেন কার্যত একই ঘটনার প্রতিচ্ছবি দেখতে পাওয়া গেল বেহালায়। 

 

Next Article