Congress leader: প্রধানমন্ত্রী মোদীর ভূয়সী প্রশংসা কংগ্রেস নেতার

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Sep 16, 2023 | 7:12 PM

Chattisgarh: চলতি বছরই ছত্তীসগঢ়ে বিধানসভা নির্বাচন। তার আগে বৃহস্পতিবার ওই রাজ্যে একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যার মধ্যে রয়েছে, ছত্তীসগঢ়ের ৯টি জেলায় ক্রিটিক্যাল কেয়ার ব্লক, ৬৪০০ কোটি টাকার রেলপ্রকল্প।

Congress leader: প্রধানমন্ত্রী মোদীর ভূয়সী প্রশংসা কংগ্রেস নেতার
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও টি.এস দেও সিং।
Image Credit source: TV9 Bharatvarsh

Follow Us

রায়পুর: উলটপুরাণ! কেন্দ্র থেকে বিজেপি সরকারকে উৎখাত করতে জোট বেঁধেছেন বিরোধীরা। বিরোধী জোটের সেই শিবিরে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব থেকে রয়েছেন অবিজেপি শাসিত অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীও। অথচ সেই কংগ্রেস শাসিত ছত্তীসগঢ়ের উপ-মুখ্যমন্ত্রী তথা শাসকদলের নেতার (Congress leader) গলায় শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) ভূয়সী প্রশংসা।

চলতি বছরই ছত্তীসগঢ়ে বিধানসভা নির্বাচন। তার আগে বৃহস্পতিবার ওই রাজ্যে একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যার মধ্যে রয়েছে, ছত্তীসগঢ়ের ৯টি জেলায় ক্রিটিক্যাল কেয়ার ব্লক, ৬৪০০ কোটি টাকার রেলপ্রকল্প। প্রধানমন্ত্রীর এই সমস্ত শিলান্যাস অনুষ্ঠানের মধ্যে একটিতে উপস্থিত ছিলেন ছত্তীসগঢ়ের উপ-মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা টি.এ সিং দেও। সেই অনুষ্ঠান থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করেন তিনি। রাজ্যবাসীর জন্য একাধিক প্রকল্পের শিলান্যস করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে কেন্দ্রের সঙ্গে যৌথভাবে চলারও বার্তা দেন তিনি। যা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।

ঠিক কী বলেছেন কংগ্রেস নেতা?

প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানিয়ে ছত্তীসগঢ়ের উপ-মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা টি.এ সিং দেও বলেন, “আপনি এখানে কিছু দিতে এসেছেন। আপনি ছত্তীসগঢ়ের জন্য অনেক কিছু দিয়েছেন এবং আমি বিশ্বাস করি যে, ভবিষ্যতে আপনি আমাদের আরও অনেক কিছু দেবেন।” কংগ্রেস নেতা আরও বলেন, “আমরা কেন্দ্রের নেতৃত্বে কাজ করি এবং নিজের অভিজ্ঞতা থেকে বলছি, কোনও পক্ষপাতিত্ব অনুভব করিনি। এই রাজ্য যখনই কেন্দ্রের কাছে কিছু চেয়েছে তারা কখনও অস্বীকার করেনি। আমি বিশ্বাস করি, দেশ ও রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে রাজ্য ও কেন্দ্র একসঙ্গে কাজ করবে।”

টি.এস সিং দেওর এই মন্তব্যের পর প্রধানমন্ত্রীকে তাঁর সঙ্গে করমর্দন করতেও দেখা গিয়েছে। অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ছত্তীসগঢ়কে ‘দেশের পাওয়ার হাউস’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, “যদি পাওয়ার হাউস সম্পূর্ণ ক্ষমতাশীল না হয় তাহলে দেশ এগোবে না।” তাই ছত্তীসগঢ়ের বিভিন্ন ক্ষেত্রের উন্নয়নে একাধিক প্রকল্প কার্যকর করা হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।

Next Article