Darjeeling: বয়সের ভারে ভেঙেছিল কোমর, ব্রিটিশ আমলের স্মৃতি গায়ে মেখে ভেঙে পড়ল দার্জিলিংয়ের সবথেকে পুরনো বাড়ি

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Jul 14, 2022 | 6:26 PM

Darjeeling: যে এলাকায় বাড়িটি রয়েছে সেখানে এটি ভেঙে পড়ায় যেকোনও সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারত। বাড়ি ভেঙে পড়ার ঘটনায় স্বভাবতই প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়েও।

Darjeeling: বয়সের ভারে ভেঙেছিল কোমর, ব্রিটিশ আমলের স্মৃতি গায়ে মেখে ভেঙে পড়ল দার্জিলিংয়ের সবথেকে পুরনো বাড়ি

Follow Us

দার্জিলিং: বর্ষা এলেই কলকাতার একাধিক বিপজ্জনক বাড়ি (Dilapidated house) নিয়ে বাড়ে চিন্তা। সতর্কতামূলক প্রচারও চালানো হয় কলকাতা(Kolkata) পুরসভার তরফে। কিন্তু, এবার ভেঙে পড়ল দার্জিলিংয়ের(Darjeeling) সবথেকে পুরনো বাড়ি(Darjeeling’s oldest house)। যা নিয়েই জেলার প্রশাসনিক মহলে শুরু হয়েছে জোরদার চর্চা। সূত্রের খবর, মঙ্গলবার বিকাল সাড়ে ৪টা নাগাদ ভেঙে পড়ে বাড়িটি। রক্ষণাবেক্ষণের অভাবেই বাড়িটে ভেঙে পড়েছে বলে স্থানীয় সূত্রে খবর। তবে এ ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি। 

স্থানীয় সূত্রে খবর, ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল এ বাড়ি। বাড়িটির বয়স ১২৫ বছরের বেশি। বাড়িটিতে কিছুদিন আগে পর্যন্ত ১৯টি পরিবার থাকত। কিন্তু, বাড়িটির হাল দিনেদিনে খারাপ হওয়ায় প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার সতর্কও করা হয়েছিল। পরবর্তীতে সকল আবাসিকই অন্যত্র বাড়ি ভাড়া নিয়ে চলে গিয়েছেন। কেউ আবার নিজের বাড়ি করে ফেলেছেন। সূত্রের খবর, ভেঙে পড়া বাড়িটির মালিকের নাম অশোক গুপ্তা। বর্তমানে তিনি দার্জিলিংয়ের বাইরে রয়েছেন। তাঁর কাছেও পৌঁছেছে বাড়ি ভেঙে পড়ার খবর। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত তাঁর তরফ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি। 

অন্যদিকে বাড়ি ভেঙে পড়ার ঘটনায় স্বভাবতই প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়েও। যে এলাকায় বাড়িটি রয়েছে সেখানে এটি ভেঙে পড়ায় যেকোনও সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারত। কিন্তু, তা জানা সত্ত্বেও কেন কোনও ব্যবস্থা নেওয়া হয়নি সে প্রশ্নও উঠতে শুরু করেছে। তবে সূত্রের খবর, বেশকিছু দিন আগেই বাড়িটি ভেঙে ফেলার তোড়জোড় শুরু করেছিলেন বাড়ির মালিক। সে জায়গায় অন্য বাড়ি হওয়ার কথা ছিল। সে কারণেই বাড়ির ভাড়াটিয়াদের উঠে যেতেও বলা হয়। ৮-৯ মাস আগে মালিকের নির্দেশ মতো তাঁর উঠেও যান। এদিকে দার্জিলিং সদর থানায় ঘটা এ ঘটনায় স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

Next Article