‘একজন মায়ের তাঁর সন্তানের যত্ন নেওয়ার অধিকারের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই হতে পারে না’ – দিয়া মির্জা।
মাতৃদুগ্ধ পান করানোর ব্যাপারে বহু মা প্রচলিত ধ্যান ধারণার বাইরে বেরিয়ে তাঁদের বক্তব্য রেখেছেন। অভিনেত্রী দিয়া মির্জা তাঁদেরই একজন। সদ্য মা হয়েছেন দিয়া। আর ওয়ার্ল্ড ব্রেস্টফিডিং উইক নিয়ে তিনি তাঁর খোলাখুলি মতামত দিয়েছেন। জনসাধারণের মাঝে নিজের শিশুকে মাতৃদুগ্ধ পান করানো নিয়েও বিশেষ মন্তব্য করেছেন তিনি।
‘আমাদের বিশেষ কোন দিনের অপেক্ষা করা উচিত না। নিজের শিশুকে মাতৃদুগ্ধ পান করানো খুব সাধারণ একটা কাজ। এটা নিয়ে আমাদের মধ্যে অনেক রকমের ধারণা আছে। একজন নতুন মা হয়ে এই বিষয়টা আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একজন মায়ের পক্ষে খোলা রাস্তায় বা রাস্তার ধারে কোন দোকানে বসে নিজের শিশুকে বুকের দুধ খাওয়ানো সম্ভব হয়ে ওঠে না কেন আমি জানি না।’
জনসমক্ষে মাতৃদুগ্ধ পান করানো নিয়ে যে ধারণাগুলো তৈরি হয়েছে সেগুলো নিয়ে UN Goodwill-এর অ্যাম্বাসেডর একটি সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, ‘মুক্ত জায়গায় মাতৃদুগ্ধ পান করানো নিয়ে বেলজিয়ামের মত দেশগুলিতে বিশেষ কিছু আইন আছে। এই আইনগুলি এই ব্যাপারটিকে অনেক সাধারণ করে তুলেছে। ভারতের মত দেশেও এমনকিছু ব্যবস্থা নেওয়া খুব আবশ্যিক। জনসমক্ষে শিশুকে দুধ খাওয়ানো সব সময়ই একটা খুব পবিত্র বিষয়। এই বিষয়কে স্বাভাবিক ঘটনার নিরিখেই দেখা উচিত।’