Salt Lake: অন্য ড্রাইভারের ডাকে পিছন ফিরতেই পিল চমকাল চালকের, অল্পের জন্য বাঁচল প্রাণ

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Jul 15, 2022 | 10:27 PM

Salt Lake: সল্টেলেকে চলন্ত গাড়িতে ভয়াবহ আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচল চালক।

Salt Lake: অন্য ড্রাইভারের ডাকে পিছন ফিরতেই পিল চমকাল চালকের, অল্পের জন্য বাঁচল প্রাণ

Follow Us

সল্টলেক: কয়েকদিন আগেই অজয়নগরের কাছে বাইপাসের একটি এসি বাসে আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল গোটা এলাকায়। করুণাময়ী-যাদবপুর রুটের একটি সরকারি এসি বাসে যান্ত্রিক গোলযোগের জেরে ভয়াবহ আগুন(Fire) লেগে যায়। এবার কার্যত একই ঘটনার প্রতিচ্ছবি দেখতে পাওয়া গেল সল্টলেকের সেক্টর ফাইভে (Salt Lake Sector V)। তবে এবার বাস নয়, ভয়াবহ আগুন লাগল একটি প্রাইভেট গাড়িতে। খবর যায় দমকলে। ছুটে আসে দমকলের (Fire Brigade) একটি ইঞ্জিন। ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে আগুন। 

সূত্রের খবর, এদিন সল্টলেকের টেকনোপলিশ মোড়ের দিক থেকে নিউটাউনের দিকে আসার সময়  বক্স ব্রিজ সিগন্যালের আগে একটি প্রাইভেট গাড়িতে ধোঁয়া বেরোতে দেখেন ওই সময় ওই পথে আসা অন্যান্য গাড়ির চালকেরা। তৎক্ষণাৎ গাড়ি তাঁরা ধোঁয়া বেরোনোর কথা ওই গাড়ির চালককে জানান। পিছন ফিরতেই পিলে চমকে যায় চালকের। দেখেন কালো গাড়ি থেকে বেরোনো কালো ধোঁয়ার চাদড়ে ঢাকা পড়েছে ওই এলাকা। তৎক্ষণাৎ তিনি নেমে আসেন গাড়ির থেকে। অল্পের জন্য প্রাণে বাঁচেন চালক। নেমে আসতেই দাউদাউ করে জ্বলে ওঠে গোটা গাড়ি। 

তখনই খবর যায় দমকলে। শেষে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কী কারণে আগুন লাগল সে বিষয়ে ধোয়াশা রয়েছে। দমকলের অনুমান, গাড়ির ইঞ্জিনে শর্ট-সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। তবে গাড়িতে যাত্রীর সংখ্যা আরও বেশি থাকলে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত বলে জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা।     

Next Article