AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Haringhata Assembly Election Result 2021 Live Update in Bengali: হরিণঘাটা বিধানসভা কেন্দ্র: হরিণঘাটা আসনে দুই ফুলের জোর টক্কর, এগিয়ে বিজেপি, লাইভ আপডেটস

Haringhata Assembly Election Result 2021 Live Update in Bengali: হরিণঘাটা কার দখলে? বাম, রাম না ঘাসফুলের?

Haringhata Assembly Election Result 2021 Live Update in Bengali: হরিণঘাটা বিধানসভা কেন্দ্র: হরিণঘাটা আসনে দুই ফুলের জোর টক্কর, এগিয়ে বিজেপি, লাইভ আপডেটস
গ্রাফিক্স- টিভি নাইন বাংলা
| Edited By: | Updated on: May 02, 2021 | 5:22 PM
Share

আট দফার নির্বাচন শেষে এবার সকলের চোখ ফলাফলের দিকে। রাজ্যে জয়ের হ্যাট্রিক করতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়। হাল ছাড়েনি বিজেপি। তারাও বাংলায় ক্ষমতা পেতে মরিয়া। হরিণঘাটা বিধানসভা কেন্দ্রে বিজেপি (BJP) প্রার্থী অসীম সরকার। তৃণমূল কংগ্রেস (AITMC) থেকে দাঁড়িয়েছেন নীলিমা নাগ। সিপিএমের প্রার্থী আলকেশ দাস। পশ্চিমবঙ্গে মোট ২৯৪ টি বিধানসভা আসন রয়েছে। যে দল ১৪৮টি আসন পাবে তারাই সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে।

এক নজরে হরিণঘাটার সব আপডেট: 

হরিণঘাটা বিধানসভা আসনে ১২ রাউন্ডেও ১৮৬৭ ভোটে এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী অসীম সরকার।

একাদশ রাউন্ডে হরিণঘাটা বিধানসভা কেন্দ্রে বিজেপি ১০৪০৩ ভোটে এগিয়ে ।

২০১৬ বিধানসভা নির্বাচনে হরিণঘাটা

হরিণঘাটা বিধানসভায় গত নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী নীলিমা নাগ জয়ী হন। তিনি সিপিএমের প্রার্থী অজয় দাশকে ২১৪৩৯ ভোটে হারিয়েছিলেন। নীলিমা নাগ পেয়েছিলেন ৯৪৫৩০ ভোট। অজয় দাশ পেয়েছিলেন ৭৩১৮১ ভোট। তৃতীয় স্থানে ছিল বিজেপি। তাঁদের প্রার্থী ১৬ হাজার ভোট পেয়েছিলেন।

মোট ভোটার সংখ্যা

২০১৬ বিধানসভার নিরিখে এই আসনে মোট ভোটারের সংখ্যা ২১৯৩১০ জন। আগের বিধানসভা নির্বাচনে এখানে মোট ভোট দিয়েছিলেন ১৯১৪৪০ জন। এখানকার ২৫৬টি বুথে ৮৭ শতাংশের বেশি ভোট পড়েছিল।

সর্বশেষ নির্বাচনের পরিসংখ্যান

বর্তমান বিধায়ক: নীলিমা নাগ মোট ভোট: ৯৪৫৩০ মোট ভোটার: ২১৯৩১০ ভোটার ভোটদান: ৮৭.২৯ শতাংশ মোট প্রার্থী: ৭