কলকাতা: শুক্রবার রাজ্যে করোনা আক্রান্ত (Corona infected) হয়েছিলেন ৩ হাজারের বেশি মানুষ। কিন্তু, শনিবার খানিক স্বস্তি দিয়ে আক্রান্তের সংখ্যা বেশ খানিকটা কমে গেল। রাজ্যের স্বাস্থ্য দফতরের (Health Department) তরফে প্রকাশিত করোনা (Coronavirus) বুলেটিনে দেখা যাচ্ছে গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার কবলে পড়েছেন ২৮৩৯ জন। তবে গতকাল যেখানে মৃতের সংখ্যা ছিল ৫। এদিন তা বেড়ে হয়েছে ৬। তবে এদিন দৈনিক আক্রান্তের নিরিখে রাজ্যের সমস্ত জেলার মধ্যে শীর্ষ তালিকায় রয়েছে কলকাতা। কলকাতায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৫৯৩ জন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় রাজ্যের পজেটিভিটি হার রয়েছে ১৮.০৫ শতাংশ।
এক নজরে দেখে নেওয়া যাক রাজ্যের বিভিন্ন জেলার করোনা পরিস্থিতি –
কলকাতা – আক্রান্ত ৫৯৩। শুক্রবার আক্রান্ত ৬৫৩।
উত্তর ২৪ পরগনা – আক্রান্ত ৫৭৭। শুক্রবার আক্রান্ত ৬৯৩।
দক্ষিণ ২৪ পরগনা – আক্রান্ত ১৪৪। শুক্রবার আক্রান্ত ১২৩।
হাওড়া – আক্রান্ত ১১৯। শুক্রবার আক্রান্ত ৮৭।
নদিয়া – আক্রান্ত ৫৯। শুক্রবার আক্রান্ত ১১৯।
পশ্চিম বর্ধমান –আক্রান্ত ১০৪। শুক্রবার আক্রান্ত ১৫৩।
পশ্চিম মেদিনীপুর- আক্রান্ত ৭৯। শুক্রবার আক্রান্ত ১০৯।
দার্জিলিং- আক্রান্ত ৮৩। শুক্রবার আক্রান্ত ৯৭ ।
বীরভূম- আক্রান্ত ২২৯। শুক্রবার আক্রান্ত ২৪৯।
পূর্ব বর্ধমান- আক্রান্ত ১০৪। শুক্রবার আক্রান্ত ১৩৫।
পূর্ব মেদিনীপুর – আক্রান্ত ২৪। শুক্রবার আক্রান্ত ২৮।
জলপাইগুড়ি – আক্রান্ত ১৪০। শুক্রবার আক্রান্ত ৫৮। মুর্শিদাবাদ – আক্রান্ত ৩০। শুক্রবার আক্রান্ত ২৯।
মালদহ – আক্রান্ত ৮৯। শুক্রবার আক্রান্ত ৯১।
উত্তর দিনাজপুর – আক্রান্ত ২৯। শুক্রবার আক্রান্ত ৩৬।
আলিপুরদুয়ার – আক্রান্ত ২৬। শুক্রবার আক্রান্ত ২৬।
বাঁকুড়া – আক্রান্ত ২৬। শুক্রবার আক্রান্ত ২৯ ।
দক্ষিণ দিনাজপুর – আক্রান্ত ৬৯। শুক্রবার আক্রান্ত ৭০।
পুরুলিয়া – আক্রান্ত ৫৫। শুক্রবার আক্রান্ত ৮৭।
ঝাড়গ্রাম – আক্রান্ত ৭। শুক্রবার আক্রান্ত ১৭।
কোচবিহার – আক্রান্ত ৭১। শুক্রবার আক্রান্ত ৩১।
কালিম্পং – আক্রান্ত ৬। শুক্রবার আক্রান্ত ৯।
হুগলি – আক্রান্ত ১২১। শুক্রবার আক্রান্ত ১৩৮।