বিজেতা হিসেবে ২৫ লক্ষ টাকা পেয়েছেন পবনদ্বীপ। পেয়েছেন আনকোরা একটি গাড়িও। সেই গাড়ি নিয়েই বন্ধুদের সঙ্গে রোড ট্রিপের প্ল্যান করেছেন তিনি। সেই বন্ধু তালিকায় জায়গা পেয়েছে অরুণিতাও।
গোটা সিজন জুড়ে অরুণিতা ও পবনদীপের বিশেষ বন্ধুত্ব ছিল চর্চায়। তাঁদের প্রেম নিয়ে চলেছে নানা গুঞ্জন। যদিও দুজনের দাবি তাঁরা শুধুই ভাল বন্ধু। কোথায় যেতে চান তিনি?
পবনদীপ জানিয়েছেন তাঁর ইচ্ছে রয়েছে কেদারনাথ যাওয়ার। যে নতুন গাড়িটি তিনি পেয়েছেন তা নিয়েই বেরিয়ে পড়ার ইচ্ছে রয়েছে রোডট্রিপে। সঙ্গী হবেন অরুণিতা ছাড়াও ইন্ডিয়ান আইডলের বাকি ফাইনালিস্টরাও।
তবে সবার আগে উত্তরাখন্ডে তাঁর বাড়িতে যেতে চান পবনদীপ। পরিবার থেকে বহুদিন আলাদা রয়েছেন তিনি। তাই কিছুটা সময় বাবা-মায়ের সঙ্গে কাটাতে চান তিনি।
কেদারনাথ ভ্রমণ সেরে তাঁর ইচ্ছে রয়েছে মুম্বই ফিরে আসার, সেখানে ফ্ল্যাট কিনে পাকাপাকি ভাবে বসবাস করারও ইচ্ছে রয়েছে পবনদীপের। তিনি চান ওই শো'র বাকি প্রতিযোগীরাও একই বিল্ডিংয়ে ফ্ল্যাট কিনুক।
শো শেষ হয়ে গিয়েছে, কিন্তু যে বন্ধুত্ব তৈরি হয়েছে ওই কয় মাসে , তা হারাতে একেবারেই নারাজ দেশের এই নয়া সেনসেশন। তাঁর ইচ্ছের তালিকা এখানেই শেষ নয়।
যে টাকা তিনি পেয়েছেন তাঁর গ্রামে সেই টাকা দিয়েই বাচ্চাদের জন্য মিউজিকাল বেস খুলতে চান তিনি। উত্তরাখন্ডের অখ্যাত গ্রাম থেকে উঠে আসা পবনদীপের জার্নি সহজ ছিল না। বাকি বাচ্চাদেরও যাতে একই অসুবিধার মধ্যে পড়তে না হয় সেই কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
বলিউডেরও বেশ কিছু অফার রয়েছে পবনদীপের কাছে। হঠাৎ করেই নতুন দিগন্ত খুলে গিয়েছে তাঁর চারিপাশে। সফলতা এসেছে, আকাশ ছোঁয়া শুধু সময়ের অপেক্ষা।