প্যারিস: তাঁর ফুটবল ছক নিয়ে আলোচনার অন্ত নেই। সেই পেপ গুয়ার্দিওলা (Pep Guardiola) আবার পুরনো ছাত্রকে দেখে মুগ্ধ। এতটাই যে, কবুল করে নিয়েছেন, ভয়ঙ্কর মেসিকে (Lionel Messi) আটকানো অসম্ভব ছিল। প্যারিস সাঁজার ঘরের মাঠে ০-২ হেরেছে ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City)। পেপের টিমের বিরুদ্ধেই পিএসজি সফরের প্রথম গোলটা করেছেন মেসি।
গুয়ার্দিওলার কথায়, ‘পিএসজিকে তাদের ঘরের মাঠে আটকে দেওয়ার জন্যই নেমেছিলাম। কিন্তু লিওকে যে ৯০ মিনিট আটকানো কঠিন, খুব ভালো করে জানতাম।’ সঙ্গে জুড়েছেন, ‘লিও খুব একটা ভালো টাচের মধ্যে ছিল না। চোট থেকে সদ্য উঠে এলে তা-ই হয়। সেই কারণে ও ছন্দ খোঁজার চেষ্টা করছিল। এটা খুব ভালো করে জানতাম যে, ও যদি দৌড়নোর সুযোগটা পেয়ে যায়, বলের কাছাকাছি পৌঁছে যেতে পারে, তা হলে ওকে আর আটকানো যায় না।’
কোচ হিসেবে নিজেকে সংযতই রাখেন সব সময়। কিন্তু কিছু কিছু মুহূর্ত থাকে, যা মোরিসিও পোচেত্তিনোকেও ছুঁয়ে যায়। যেমন মেসির গোলটা। পোচেত্তিনো বলেছেন, ‘আমি সাধারণ কোনও গোলের পরই সেলিব্রেট করি না। কিন্তু মেসির গোলটার পর নিজেকে আর আটকাতে পারিনি। সেলিব্রেট করেছিলাম ওই মুহূর্তটা।’
লিয়ঁর বিরুদ্ধে ম্যাচে মেসিকে তুলে নিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন পোচেত্তিনো। পরে জানা যায়, চোটের কারণেই আর্জেন্টেনিয়ানকে তুলে নিতে বাধ্য হয়েছিলেন পিএসজি কোচ। সেই পোচেত্তিনো বলেছেন, ‘এতদিন ওকে প্রতিপক্ষ প্লেয়ার হিসেবেই গোল করতে দেখেছি। ওই দৃশ্যেই অভ্যস্ত আমি। কিন্তু মেসি এখন আমার টিমে। আর সেটা কম স্পেশাল ব্যাপার নয়। ওর মতো প্লেয়ার গোল করলে সেলিব্রেট তো করতেই হবে। একটা দারুণ ম্যাচ জেতার জন্য আমি খুব তৃপ্ত।’
২০১৮ সালের চ্যাম্পিয়ন্স লিগে লিয়ঁর বিরুদ্ধে হারের পর টানা ১৮ ম্যাচ অপরাজিত ছিল সিটি। মেসির বিরুদ্ধে ফের গ্রুপ লিগের কোনও ম্যাচে হারতে হল তাদের। সিটির বিরুদ্ধে সাত নম্বর গোল করলেন মেসি। আর গুয়ার্দিওলার বিরুদ্ধেও সংখ্যাটা সাত! গুয়ার্দিওলা বলেছেন, ‘মেসিকে অনেক অভিনন্দন। পিএসজিতে খেলে যদি ও খুশি হয়, তা হলে আমিও খুশি হব।’