World cup final: আসছেন না অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, মোদীর সঙ্গে বিশ্বকাপ ফাইনাল দেখবেন অজিদের উপ-প্রধানমন্ত্রী

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Nov 17, 2023 | 10:08 PM

World cup final security: ওয়ার্ল্ড কাপ ফাইনাল ম্যাচে নিশ্ছিদ্র নিরাপত্তা দিতে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের মাঠ থেকে শুরু করে ক্রিকেট টিম, ভিআইপিদের সুরক্ষার জন্য ৪,৫০০ কর্মী মোতায়েন করা হয়েছে। এছাড়া ভিআইপিদের সুরক্ষায় তাঁদের আনাগোনার জন্য স্টেডিয়াম-সংলগ্ন বেশ কয়েকটি রাস্তা রবিবার সকাল থেকে বন্ধ থাকবে।

World cup final: আসছেন না অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, মোদীর সঙ্গে বিশ্বকাপ ফাইনাল দেখবেন অজিদের উপ-প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বিশ্বকাপ ফাইনাল দেখবেন অস্ট্রেলিয়ার ডেপুটি প্রধানমন্ত্রী রিচার্ড মার্লস।
Image Credit source: TV9 Bangla

Follow Us

আহমেদাবাদ: মাঝে আর মাত্র একদিন। রবিবার গুজরাটের আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুরু হতে চলেছে বিশ্বকাপ ফাইনাল (World cup final)। এক যুগ পর বিশ্বকাপ ফাইনালে উঠেছে টিম ইন্ডিয়া (Team India)। স্বাভাবিকভাবেই ক্রিকেটপ্রেমী থেকে সমগ্র দেশবাসীর উত্তেজনার পারদ তুঙ্গে। অস্ট্রেলিয়ার সঙ্গেই ফাইনাল খেলতে নামছে টিম ইন্ডিয়া। স্বাভাবিকভাবেই ঘরের মাঠের এই ম্যাচ দেখতে যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত থাকবেন, তেমনই অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীও হাজির থাকবেন বলে শোনা গিয়েছিল। তবে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী (Australian PM) অ্যান্থোনি অ্যালবানিজ আসছেন না। তাঁর বদলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে গ্যালারিতে বসে ফাইনাল ম্যাচ দেখতে আসছেন অ্যালবানিজের ডেপুটি তথা অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী (Australian Deputy PM) রিচার্ড মার্লস। শুক্রবার গুজরাট সরকারের তরফে খবরটি নিশ্চিত করে বিবৃতি দেওয়া হয়েছে। রিচার্ড মার্লসের সঙ্গে অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং ওয়ার্ল্ড কাপ ফাইনাল দেখতে মোতেরায় আসতে পারেন বলে জানা যাচ্ছে। তবে কেবল ফাইনাল ম্যাচ দেখা নয়, ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে অস্ট্রেলিয়ার প্রতিনিধিরা দ্বিপাক্ষিক বৈঠকে বসতে পারেন বলেও সূত্রের খবর।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অস্ট্রেলিয়ার ডেপুটি প্রধানমন্ত্রী ছাড়াও মোতেরা স্টেডিয়ামে ওয়ার্ল্ড কাপ ফাইনাল দেখতে হলিউড সঙ্গীতশিল্পী ডুয়া লিপা,আইসিসি ও বিসিসিআইয়ের শীর্ষকর্তা-সহ বিশিষ্ট অতিথিরা উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। তাই তাঁদের সুরক্ষা দিতে এবং ম্যাচের সময় যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে ব্যাপারে তৎপর গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। নরেন্দ্র মোদী স্টেডিয়াম-সহ গোটা শহরের নিরাপত্তা নিয়ে এদিনই রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন তিনি। ওয়ার্ল্ড কাপ ফাইনালে যাতে কোনও বিঘ্ন না ঘটে, পর্যাপ্ত নিরাপত্তা থেকে সমস্ত ব্যবস্থায় যাতে কোনও খামতি না হয়, সে ব্যাপারে প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

সিএমও সূত্রে খবর, ওয়ার্ল্ড কাপ ফাইনাল ম্যাচে নিশ্ছিদ্র নিরাপত্তা দিতে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের মাঠ থেকে শুরু করে ক্রিকেট টিম, ভিআইপিদের সুরক্ষার জন্য ৪,৫০০ কর্মী মোতায়েন করা হয়েছে। এছাড়া ভিআইপিদের সুরক্ষায় তাঁদের আনাগোনার জন্য স্টেডিয়াম-সংলগ্ন বেশ কয়েকটি রাস্তা রবিবার সকাল থেকে বন্ধ থাকবে। তবে দর্শকদের সুবিধার জন্য মেট্রোর সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি।

উল্লেখ্য, ওয়ার্ল্ড কাপ ফাইনাল ম্যাচ ঘিরে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারতীয় বায়ুসেনার তরফে বিশেষ এয়ার শোয়ের ব্যবস্থা করা হয়েছে। ফাইনালের ঠিক ১০ মিনিট আগে বায়ু সেনার সূর্য কিরণ অ্যারোবেটিক টিম রবিবার আকাশে তাদের কামাল দেখাবে।

Next Article