IPL 2021 : শ্রেয়স নন, ক্যাপ্টেন পন্থেই ভরসা দিল্লির

TV9 Bangla Digital | Edited By: raktim ghosh

Sep 04, 2021 | 9:50 AM

করোনার কারণে আইপিএল বন্ধের আগে মনে হয়নি যে, এই মরসুমে ক্যাপ্টেন পাল্টানোর দরকার দিল্লি টিম ম্যানেজমেন্টের। কিন্তু করোনার কারণে আইপিএল বন্ধ হওয়ার পর থেকেই এ নিয়ে আলোচনা শুর হয়ে যায়

IPL 2021 : শ্রেয়স নন, ক্যাপ্টেন পন্থেই ভরসা দিল্লির
ঋষভেই ভরসা দিল্লির

Follow Us

নয়াদিল্লি: আইপিএলের (IPL 14) বাকি ম্যাচে দিল্লির (Delhi Capitals) ক্যাপ্টেন কে? চোট পাওয়া শ্রেয়স আয়ারের (SHREYAS IYAR) বদলে ঋষভ পন্থকে (RISHABH PANT) শুরুতে ক্যাপ্টেন করা হয়েছিল। কিন্তু শ্রেয়স ফিট হয়ে টিমের সঙ্গে যোগ দিতেই স্ক্রিপ্ট পাল্টাতে শুরু করে। কর্তারা ক্যাপ্টেন ইস্যুতে দু’ভাগে ভাগ হয়ে যান। এক দল শ্রেয়কে ফের ক্যাপ্টেন করার পক্ষে রায় দেন। এক দল বলেন, পন্থেই রাখা হোক আস্থা। যা পরিস্থিতি, তাতে শ্রেয়স নন, পন্থকেই আমিরশাহিতে দিল্লির বাকি ম্যাচে ক্যাপ্টেন হিসেবে দেখা যাবে।

করোনার কারণে আইপিএল বন্ধের আগে মনে হয়নি যে, এই মরসুমে ক্যাপ্টেন পাল্টানোর দরকার দিল্লি টিম ম্যানেজমেন্টের। কিন্তু করোনার কারণে আইপিএল বন্ধ হওয়ার পর থেকেই এ নিয়ে আলোচনা শুর হয়ে যায়। ক্যাপ্টেন ইস্যুতে কর্তারা দু’ভাগে ভাগ হয়ে গেলেও পরিস্থিতি অবশ্য শ্রেয়সের পক্ষে নেই। নেটে নেমে পড়লেও তাঁর চোটের হাল কী, তা অবশ্য জানা নেই। সেই সঙ্গে দীর্ঘদিন কোনও ম্যাচ খেলেননি তিনি। তাই ফর্ম কেমন শ্রেয়সের, তা নিয়েও প্রশ্ন রয়েছে। যদি ফর্মে না থাকেন, তাঁকে ক্যাপ্টেন করা হলে মুশকিলে পড়তে হবে দিল্লিকে। এই যুক্তিই পক্ষে যাচ্ছে পন্থের।

দিল্লির এক কর্তা বলছেন, ‘শ্রেয়স আয়ার ইতিমধ্যেই ফিটনেস কোচের সঙ্গে আমিরশাহিতে ট্রেনিং করছে। ক্যাপ্টেন ইস্যুর নিষ্পত্তি এখনও হয়নি। শ্রেয়স নাকি পন্থ, কাকে ক্যাপ্টেন করা হবে, তা নিয়ে সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট।’

একটি সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, টিমের দুই মালিক কিরণ কুমার গ্রন্থী ও পার্থ জিন্দাল কিন্তু পন্থকেই ক্যাপ্টেন হিসেবে দেখতে চাইছেন। অন্তত এই মরসুমে আইপিএলের বাকি ম্যাচে। পরের মরসুমে কী হবে, তা অবশ্য এখনই বলা যাবে না। তবে এ নিয়ে কোনও পক্ষই এখন মুখ খুলতে চাইছেন না।

Next Article