Draupadi Murmu: ‘প্রণব মুখার্জী ব্রাহ্মণ রাষ্ট্রপতি হওয়ায় ব্রাহ্মণদের কী উপকার হয়েছে?’ দ্রৌপদী বিতর্ক আরও উস্কে দিল তৃণমূল

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Jul 14, 2022 | 11:02 PM

Draupadi Murmu: “এরা আদিবাসী বিরোধী দল। আদিবাসীদের বিরোধিতা করেই এটা করছে।”, সৌমিকের মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া সুকান্ত মজুমদারের।

Draupadi Murmu: ‘প্রণব মুখার্জী ব্রাহ্মণ রাষ্ট্রপতি হওয়ায় ব্রাহ্মণদের কী উপকার হয়েছে?’ দ্রৌপদী বিতর্ক আরও উস্কে দিল তৃণমূল

Follow Us

আরামবাগ: সামনেই রাষ্ট্রপতি নির্বাচন(Presidential Election 2022)। কিন্তু তার আগে বিজেপির রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুকে (Draupadi Murmu) নিয়ে বাড়ছে বিতর্ক। মঙ্গলবার কংগ্রেস নেতা(Congress Leader) অজয় কুমার বলেন, “দ্রৌপদী মুর্মু কোনওভাবে আদিবাসী সমাজের প্রতীক নয়। যশবন্ত সিনহাও একজন ভাল প্রার্থী। দ্রৌপদীও মার্জিত ব্যক্তি, তবে তিনি ভারতে অশুভ  মতাদর্শের প্রতিনিধিত্ব করেন। কোনওভাবেই তাঁকে আদিবাসী সমাদের প্রতীক বানানো উচিত নয়।” তাঁর এ মন্তব্য নিয়েও দানা বাঁধে বিতর্ক। পরবর্তীতে বুধবার আবার তৃণমূলের মুখপাত্র সৌমিক চক্রবর্তী বাঁকুড়ার সোনামুখীতে বলেন “প্রণব মুখার্জি ছিলেন ব্রাহ্মণ রাষ্ট্রপতি, তাতে ব্রাহ্মণদের কী উপকার হয়েছে? বর্তমানে রাষ্ট্রপতি একজন দলিত, তাতে দলিতদের কী উপকার হচ্ছে? আগামিদিনে আদিবাসী রাষ্ট্রপতি হলেও আদিবাসীদের কোনও লাভ হবে না।”

সৌমিকের এ মন্তব্য নিয়েও উত্তাল হয়েছিল জেলার রাজনৈতিক মহল। পাল্টা প্রতিক্রিয়া দিতে আসরে নেমে পড়েন পদ্ম নেতারাও। সৌমিকের বক্তব্যর পরিপ্রেক্ষিতে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “এরা আদিবাসী বিরোধী দল। আদিবাসীদের বিরোধিতা করেই এটা করছে। মমতা বন্দ্যোপাধ্যায় উচ্চবর্ণের লোক তো, তাই তার দলের লোকেরা এইসব বলছে।” সুকান্তর এ মন্তব্য নিয়ে পাল্টা চাপানউতর তৈরি হয়ে গিয়েছে প্রশাসনিক মহলে। 

প্রসঙ্গত, আগামী ১৮ জুলাই হতে চলেছে দেশের রাষ্ট্রপতি নির্বাচন। দেশের সাংসদ এবং বিভিন্ন রাজ্যে বিধায়কদের ভোটেই মসনদে বসবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ থেকে লড়াইয়ে রয়েছেন দৌপদী মুর্মু। অন্যদিকে বিরোধী শিবির থেকে লড়াইয়ে রয়েছেন যশবন্ত সিনহা। তবে ধারেভারে যশবন্তের থেকে আগে থেকেই বেশ খানিকটা এগিয়ে দ্রৌপদী। এখন অপেক্ষা ফল প্রকাশের। 

Next Article