AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Long Life: আজীবন সিঙ্গল থেকেই সেঞ্চুরি পার! ভালোবাসার মাসে দীর্ঘায়ুর রহস্য ফাঁস ১০৫ বছরের ক্যাথলিনের

Lifestyle News: যদি বলা যায়, ১০৫ বছরের এক মহিলার দৃষ্টিকোণ আলাদা! ভিন্নমত থাকতেই পারে। আজীবন একা থাকা! আদৌ কি সম্ভব? একা কেউই বাঁচতে পারে না। পরিবার, বন্ধুবান্ধব যেমন প্রয়োজন তেমনই বিশেষ একজন, যে ভালোবাসায় ভরিয়ে দেবে।

Long Life: আজীবন সিঙ্গল থেকেই সেঞ্চুরি পার! ভালোবাসার মাসে দীর্ঘায়ুর রহস্য ফাঁস ১০৫ বছরের ক্যাথলিনের
Image Credit: X
| Updated on: Feb 07, 2025 | 6:32 PM
Share

ভালোবাসার মাস…। ফেব্রুয়ারিকে নানা অর্থেই এমনটা বলা হয়ে থাকে। অনেকেই ভালোবাসার খোঁজে। কেউ বা ভালোবাসার মানুষ খুঁজেও পেয়েছেন। ভালো থাকার জন্য জীবনের বড় অংশ বলেই মনে করেন অনেকে। বা বলা ভালো বেশিরভাগ মানুষই। যদি বলা যায়, ১০৫ বছরের এক মহিলার দৃষ্টিকোণ আলাদা! ভিন্নমত থাকতেই পারে। আজীবন একা থাকা! আদৌ কি সম্ভব? একা কেউই বাঁচতে পারে না। পরিবার, বন্ধুবান্ধব যেমন প্রয়োজন তেমনই বিশেষ একজন, যে ভালোবাসায় ভরিয়ে দেবে। যাঁকে ভালোবেসে জীবনকে সুন্দর করে গড়ে তোলা যাবে। কিন্তু ক্যাথলিনের দৃষ্টিকোণ আলাদা।

সদ্য ১০৫তম জন্মদিন পালন করলেন যুক্তরাজ্যের ক্যাথলিন হেনিংস। স্বাভাবিক ভাবেই তাঁর দীর্ঘায়ু নিয়ে অনেকের মধ্যেই কৌতুহল। হাসিখুশি ক্যাথরিন সেই কৌতুহল দূরও করলেন। তাঁর দীর্ঘায়ুর দুটি রহস্য ফাঁস করেছেন নিজেই। কী জানিয়েছেন ক্যাথলিন?

দিনে একটি বিশেষ পানীয়! বেশি মাত্রায় অ্যালকোহল কিংবা কোনও হেলথ ড্রিঙ্কস নয়, আয়ার্ল্যান্ডের একটি বিশেষ বিয়ার। যাতে অ্যালকোহলের পরিমাণ সামান্য। তাঁর যখন ১৮ বছর, অভিভাবকরাই এই পানীয় তুলে দিয়েছিলেন। সেই থেকে তাঁর নিয়মিত সঙ্গী হয়ে উঠেছে। কিন্তু ক্যাথলিনের আরও একটি রহস্য রয়েছে। বলা ভালো দৃষ্টিকোণ চমকে দেওয়ার মতোই।

সিঙ্গল থাকুন, আয়ু বাড়ান! ক্যাথলিনের মন্ত্র এটিই। অনেকেই বছরের পর বছর ভালোবাসার সঙ্গী খুঁজে যান। আর ক্যাথলিন আজীবন সিঙ্গলই। এটিকেই জীবনের মন্ত্র বানিয়ে নিয়েছেন। বরং কেরিয়ারে মন দিয়েছেন। তিনি অ্যাকাউন্ট্যান্ট ছিলেন। কাজ শেষে বাড়িতেই সময় কাটাতেন। কখনও থিয়েটার দেখতে যেতেন। কোনও বিশেষ সম্পর্ক নয়, নিজের মতোই জীবন কাটাতেন। এর জন্য বেছে নিয়েছিলেন বিভিন্ন শিল্পও। পাশাপাশি প্রচুর নতুন নতুন জায়গায় ঘুরে বেড়িয়েছেন। এরপরও কি ভালোবাসার মানুষ না পাওয়ার আক্ষেপ থাকতে পারে?