শুধু পুজোর চারদিন কেমন সাজবেন, তার পরিকল্পনা চলতে থাকে মাসখানেক ধরে। আর এখন চলছে পুজোর শপিং। মনের মতো জামাকাপড়, শাড়ি কিনছেন। কিন্তু সেটা আপনাকে মানাবেন কি না, ঠিকমতো স্টাইল করতে পারবেন কি না, এত কিছু ভেবেছেন কি? তাছাড়া পকেটের কথা ভেবেও কেনাকাটা করতে হয়। পকেট বাঁচিয়ে শপিং না করলে পুজোর দিনগুলোতে সমস্যায় পড়তে পারেন। পুজোর কেনাকাটা করার সময় কোন বিষয়গুলো মাথায় রাখবেন, রইল টিপস।
লিস্ট বানিয়ে শপিং করতে যান
২টো কুর্তি ও ১টা জিন্স হয়েছে। আরও কয়েকটা জামাকাপড় কিনবেন। কী-কী কিনবেন সেটার একটা তালিকা বানিয়ে নিন। পুজোয় শুধু যে জামাকাপড় কেনা হয়, এমনও নয়। ঘর সাজানোর জিনিস ও প্রয়োজনীয় জিনিসও কিনতে হয়। সব কিছুর আগে থেকে একটা লিস্ট বানিয়ে শপিং করতে গেলে কেনাকাটা সহজ হবে। পাশাপাশি কোনও জিনিসই বাদ পড়বে না কিংবা কিনতে ভুলে যাবেন না।
ভবিষ্যতের কথা ভেবে শপিং করুন
এমন জিনিস কিনুন, তা আপনার কাজে আসবে। ভবিষ্যতে সেই জামা পরবেন কিংবা কোনও জিনিস ব্যবহার করবেন। ব্যবহার করবেন না, শুধু ভাল লাগল বলেই কিনে ফেলবেন, এমন ভুল করবেন না। এতে খরচও বাড়বে এবং ঘরে জায়গা দখল করে থাকবে।
আবেগের ভেসে শপিং নয়
পরিকল্পনা ছাড়া কেনাকাটা করতে গেলে একটু বেশিই শপিং হয়ে যায়। কখনও বাজেটে ফিট হয় না, আবার কখনও বাড়ি ফিরে মনে হয় এটা অপ্রয়োজনীয় ছিল। জিনিস বাছাইয়ের সময় তাড়াহুড়ো করবেন না। ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিন।
প্রাইস ট্যাগ চেক করুন
শপিং মলে অঢেল জামাকাপড়। তার মধ্যে পছন্দের জামা বেছে নেওয়া এবং সেটা আপনাকে মানাচ্ছে কি না, তা যাচাই করা জরুরি। কিন্তু এরপরও আরেকটি বিষয় জরুরি। তা হল দাম। জামার দাম যদি আপনার বাজেটের বাইরে হয়, তাহলে সেটা নেওয়ার আগে দু’বার ভাবুন। অনলাইনে শপিং করার ক্ষেত্রেও এসব বিষয়গুলো মাথায় রাখা জরুরি।