বৃষ্টি যেন পিছু ছাড়ার নাম নিচ্ছে না। পুজো শুরু হতে আর মেরে-কেটে দশ দিন বাকি। আর মৌসুম ভবন জানাচ্ছে, মহালয়া থেকে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির মধ্যেই কি কাটবে দুর্গোৎসব, এই চিন্তা প্রায় সব বাঙালির। প্যান্ডেল হপিংয়ে যান কিংবা ঘরেই থাকুন, বাড়িকে সুন্দর করে সাজিয়ে তুলতে হবেই এই সময়। কিন্তু টানা বৃষ্টিতে বাড়িঘর স্যাঁতস্যাঁত হয়ে থাকছে। ভ্যাপসা গন্ধ বেরোচ্ছে। ঘরের কোনও কোনও অংশের দেওয়ালে ড্যাম দেখা দিচ্ছে। এই অবস্থায় পুজোর সময় বাড়িতে দুর্গন্ধ মুক্ত রাখবেন কী করে?
১) ঘরের দুর্গন্ধ দূর করতে অনেকেই রুম ফ্রেশনার ব্যবহার করেন। এতে ঘরে সতেজতাও ফিরে আসে। কিন্তু সেটা তাৎক্ষণিক। ঘরের দুর্গন্ধ ও পোকামাকড় দূর করতে রোজ সন্ধেবেলা ঘরে ধুনো জ্বালান। ধুনোর গন্ধ মনকে শান্ত করে এবং ঘর থেকে নেতিবাচক শক্তিকেও দূর করে।
২) বর্ষাকালে ঘরে পোকামাকড়ের উপদ্রব বাড়ে। যদিও শরৎকাল কিন্তু ক্রমাগত বৃষ্টি হয়ে চলেছে। এই সময় কাজে আসতে পারে নিম পাতা। বাজার থেকে নিম তেল কিনে আনুন। জলের সঙ্গে নিম তেল মিশিয়ে তা গোটা বাড়িতে স্প্রে করুন। ঘরের কোণে স্প্রে করতে কিন্তু ভুলবেন না।
৩) দিনের পর দিন বৃষ্টি হলে আর্দ্রতার পরিমাণ বেড়ে যায়। তখনই আলমারিতে রাখা জামাকাপড়ে ছত্রাক সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। অনেকেই কীটনাশক দিয়ে রাখেন। কিন্তু তাতেও বোঁটকা গন্ধ ছাড়তে থাকে। এক্ষেত্রে একটি সুতির কাপড়ে শুকনো লঙ্কা ও নিম পাতা বেঁধে আলমারিতে রেখে দিন। নতুন হোক বা পুরনো, জামায় ছত্রাক সংক্রমণের আশঙ্কা থাকবে না।
৪) ঘরের মেঝে ও দেওয়ালে ড্যাম্প ধরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই সমস্যা থেকে মুক্তি পেতে মেঝে শুকনো করে মুছুন। জলে জীবাণুনাশকও ব্যবহার করতে পারেন। এছাড়া জানলা-দরজা খুলে রাখুন। হাওয়া চলাচল করলে ঘরের স্যাঁতস্যাঁতে ভাব কেটে যাবে।