Egg Shell: ডিমের খোসা কিন্তু ফেলনা নয়, এভাবে কাজে লাগালে ঘর ছেড়ে পালাবে টিকটিকিও
Kitchen Tips: অমলেট থেকে কালিয়া, সেদ্ধ থেকে পোস্ত—ডিমের তৈরি পদের অন্ত নেই। কিন্তু সমস্যা হল, ডিমের খোসা নিয়ে। ডিমের খোসা যত্রতত্র স্থানে ফেলা যায় না। মাছি ভনভন করতে থাকে। কিন্তু প্রশ্ন হল, ডিমের খোসা ফেলবেনই বা কেন? বিশেষ করে যখন ডিমের খোসা আপনার বাড়ির একগুচ্ছ কাজকে সহজ করে দিতে পারে।

বাড়িতে হঠাৎ করে অতিথি এসে গিয়েছে। কোন পদ রাঁধবেন, বুঝতে পারেন না। তখন ডিমই ভরসা। অমলেট থেকে কালিয়া, সেদ্ধ থেকে পোস্ত—ডিমের তৈরি পদের অন্ত নেই। কিন্তু সমস্যা হল, ডিমের খোসা নিয়ে। ডিমের খোসা যত্রতত্র স্থানে ফেলা যায় না। মাছি ভনভন করতে থাকে। কিন্তু প্রশ্ন হল, ডিমের খোসা ফেলবেনই বা কেন? বিশেষ করে যখন ডিমের খোসা আপনার বাড়ির একগুচ্ছ কাজকে সহজ করে দিতে পারে। ডিমের খোসা কী কী কাজে লাগতে পারে, দেখে নিন এক ঝলকে।
১) একফালি বারান্দাতেই বাগান বানিয়েছেন। সাধের গাছের পরিচর্যায় ডিমের খোসা ব্যবহার করুন। ডিমের খোসা গুঁড়ো করুন। সেগুলো গাছের চারপাশে ছড়িয়ে দিন। এতে গাছে পোকা লাগবে না। আর ফল বা ফসলে গাছের নীচে ডিমের খোসা ছড়ালে ফলন ভাল হবে।
২) কড়াইয়ের পোড়া দাগ তুলতে কাজে আসে ডিমের খোসা। ডিমের খোসাগুলি গুঁড়ো করে নিন। এবার ওই কড়াইতে ডিমের খোসা, নুন ও জল দিয়ে ফুটিয়ে নিন। জল ফুটে উঠলে জলটা ফেলে দিন এবং কড়াই মেজে নিন। এতে পোড়া দাগ সহজেই উঠে যাবে।
৩) ত্বকের পরিচর্যায় কাজে আসে ডিমের খোসা। ডিম দিয়ে যেমন ত্বকের দেখভাল করেন, তেমনই কাজে আসে খোসাও। ডিমের সাদা অংশ নিন। এতে ডিমের খোসার গুঁড়ো মিশিয়ে স্ক্রাব বানিয়ে নিন। এই মুখে মাখুন। শুকিয়ে ফেলে হালকা হাতে স্ক্রাব করে মুখ ধুয়ে ফেলুন। এতে মুখের মৃত কোষ উঠে যাবে এবং ত্বক টানটান হবে।
৪) বাড়ির দেওয়ালে টিকটিকি ঘুরে বেড়ায়? যেখানে টিকটিকির উৎপাত বেশি, সেখানে ডিমের খোসা রেখে দিন। ব্যস কাজ শেষ। এতে টিকটিক বাড়ি ছেড়ে পালাবে।
৫) ঘর সাজাতে কাজে লাগাতে পারেন ডিমের খোসা। ডিমের খোসা ভাল করে ধুয়ে শুকিয়ে নিন। বিভিন্ন রং দিয়ে ডিমের খোসার গায়ে নকশা এঁকে নিন। মনের মতো করে সাজিয়ে রাখুন ডিমের খোসা।
