Waxing: ওয়্যাক্স করানোর পর এই ৫ কাজ করলে আর র‍্যাশ বেরোবে না গায়ে, কোমল থাকবে ত্বক

Post Waxing Skin Care Tips: রোম তোলার সবচেয়ে সহজ ও সুরক্ষিত উপায় হল ওয়াক্সিং। কিন্তু সমস্যা ওয়াক্স করার পরও হয়। ত্বকে লাল র‍্যাশ বেরিয়ে যায়। আবার যদি ওয়াক্স খুব গরম থাকে, চামড়া পুড়েও যেতে পারে। ওয়াক্স করার পর ত্বকের অস্বস্তি এড়াতে ঘরোয়া টোটকার সাহায্য নিতে পারেন।

Waxing: ওয়্যাক্স করানোর পর এই ৫ কাজ করলে আর র‍্যাশ বেরোবে না গায়ে, কোমল থাকবে ত্বক
Follow Us:
| Updated on: Jul 27, 2024 | 4:28 PM

শর্টস পরলে পায়ের রোম তুলতেই হয়। আবার কেউ প্রতি মাসেই হাত-পায়ের রোম তোলেন। আন্ডারআর্মসকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ওয়াক্স করেন। রোম তোলার সবচেয়ে সহজ ও সুরক্ষিত উপায় হল ওয়াক্সিং। কিন্তু সমস্যা ওয়াক্স করার পরও হয়। ত্বকে লাল র‍্যাশ বেরিয়ে যায়। আবার যদি ওয়াক্স খুব গরম থাকে, চামড়া পুড়েও যেতে পারে। ওয়াক্স করার পর ত্বকের অস্বস্তি এড়াতে ঘরোয়া টোটকার সাহায্য নিতে পারেন। স্পর্শকাতর ত্বক হলেও কোনও চাপ হবে না।

১) ওয়াক্সিংয়ের মাধ্যমে রোম তোলার পর ত্বকের অস্বস্তি বাড়ে। ওয়াক্স করার পর হাত-পায়ে পোস্ট ওয়াক্সিং অয়েল মেখে নিতে পারেন। এতে ওয়াক্সের চিটচিটে ভাব থেকেও মুক্তি পাবেন। আর র‍্যাশের সমস্যা ভোগাবে না।

২) ওয়াক্সিংয়ের পর গায়ে ভেষজ অ্যালোভেরা জেল মেখে নিন। অ্যালোভেরা জেল ত্বকের প্রদাহ কমায়। ওয়াক্স করলে ত্বকে জ্বালাভাব বাড়ে, সেটাও কমে যাবে। ফুসকুড়ি, লালচে ভাবও দেখা যাবে না।

৩) স্নান করার আগে ওয়াক্স করবেন না। ওয়াক্স করানোর পর গরম জলে স্নান করবেন না। স্টিম বাথ নেওয়া যাবে না। ঠান্ডা জল কিংবা বরফ সেঁক দিতে পারেন। ত্বকে উপর বরফ লাগালে জ্বালাভাব ও প্রদাহের হাত থেকে মুক্তি পাবেন। ওয়াক্স করতে গিয়ে ত্বকের কোনও অংশ পুড়ে গেলেও এই টোটকা কাজে লাগাতে পারেন।

৪) ওয়াক্স করার পর ঠান্ডা জল দিয়ে হাত-পা মুছে নিন। এরপর ভিটামিন ই-যুক্ত ময়েশ্চারাইজ়ার মেখে নিন। অ্যালোভেরা, ক্যামোমাইল, ক্যালেন্ডুলার মতো উপাদান রয়েছে, এমন ময়েশ্চারাইজ়ার ব্যবহার করুন। এগুলো ত্বকের প্রদাহ কমাবে।

৫) ওয়াক্স করার পর আঁটসাঁট পোশাক পরবেন না। এতে ত্বকের অস্বস্তি বাড়তে পারে। সুতির হালকা পোশাক পরুন। এতে রোম তোলার পর ত্বকে ঘামও জমবে না। রোমকূপের মুখও পরিষ্কার থাকবে।