রোড ট্রিপে যাচ্ছেন? কোন ৯টি জিনিস আপনার সফর সঙ্গী হবে, জেনে নিন

Sohini chakrabarty |

Jan 31, 2021 | 4:40 PM

ভাল গান সবসময়েই দুরন্ত সফর সঙ্গী হয়ে উঠতে পারে। তাই গাড়ির মিউজিক সিস্টেমে অবশ্যই রাখুন পছন্দের গান।

রোড ট্রিপে যাচ্ছেন? কোন ৯টি জিনিস আপনার সফর সঙ্গী হবে, জেনে নিন
একটানা অনেকক্ষণ গাড়ি চালানোর বদলে মাঝে মাঝে বিশ্রাম নিয়ে গাড়ি চালান।

Follow Us

আপনি কি বেড়াতে যেতে ভালবাসেন? আর গাড়ি চালানোর নেশাও রয়েছে? তাহলে করোনা আবহেও আপনার চিন্তার কোনও কারণ নেই। চারচাকা নিয়ে বেরিয়ে পড়ুন সোলো রোড ট্রিপে। কিংবা প্রিয় সঙ্গীকে নিয়ে চলে যান লং ড্রাইভে। অথবা পরিবারের সদস্যদের নিয়েও ঘুরে আসতে পারেন আপনার বাড়ির কাছাকাছি কোথাও থেকে।

কিন্তু এই রোড ট্রিপ, লং ড্রাইভ কিংবা একদিনের ছোট ট্রিপের ক্ষেত্রে বেশ কয়েকটি জিনিস মাথায় রাখতে হবে। নাহলে রাস্তাঘাটে অসুবিধায় পড়তে পারেন।

একনজরে জেনে নিন কোন ৯টি জিনিস খেয়াল রাখবেন-

১। খাবার-দাবার- যেহেতু আগে থেকে পরিকল্পনা করেই বেড়াতে যাবেন সেক্ষেত্রে অবশ্যই সঙ্গে রাখুন শুকনো খাবার। অর্থাৎ কেক-বিস্কুট-চকোলেট-চিপস-কোল্ড ড্রিঙ্কস এসব রাখতে পারেন সঙ্গে। চানাচুর-ঝুড়িভাজা জাতীয় স্ন্যাকসও রাখা যায়। বাড়ি থেকে বানিয়ে নিয়ে যেতে পারেন স্যান্ডউইচ। গাড়ির সিটের মাঝে জায়গা করে এইসব খাবার জিনিস রাখুন। আজকাল অনলাইনে বিভিন্ন ধরণের কেস (খাবার রাখার খোপ করা জায়গা) কিনতে পাওয়া যায়। অথবা বাড়িতে ঝুড়ি জাতীয় বড় ব্যাগ থাকলে সেটাও ব্যবহার করতে পারেন। খাবার জিনিসের সঙ্গে অবশ্যই রাখুন ন্যাপকিন বা টিস্যু। স্যান্ডউইচ নিলে সসের প্যাকেট সঙ্গে নিতে পারেন। এছাড়া কৌটো করে রাখুন নুন-গোলমরিচ। খাবারের মেনুতে ফলও রাখতে পারেন। এখন শীতের মরশুম, অতএব কমলালেবু বাজারে পাওয়া যাবে। কাগজের প্লেট-বাটি, অ্যালুমিনিয়ামের ফয়েলও রাখতে পারেন। এছাড়াও রাখুন প্লাস্টিকের চামচ।

২। ছোট ডাস্টবিন- বেড়াতে বেরোবেন মানেই বাঙালির মুখ চলবে অনবরত। কিন্তু খাবার খেয়ে সেইসব খালি প্যাকেট মোটেই রাস্তাঘাটে ফেলবেন না। বরং গাড়িতেই ব্যবস্থা রাখুন ঢাকনা দেওয়া ছোট ডাস্টবিনের। সেখানেই ফেলুন যাবতীয় অপ্রয়োজনীয় জিনিস।

৩। সিটের পিছনে লাগিয়ে নিন স্পেশ্যাল পকেট। যেখানে অনায়াসেই আপনি রাখতে পারবেন ল্যাপটপ, জলের বোতল, ফোন, ইয়ারফোন, ফোনের চার্জার, ছোট সাইজের স্পিকার ও আরও অনেক কিছু।

৪। গাড়িতে যাতে কোনওরকম দুর্গন্ধ না ছড়ায় সেজন্য রাখতে পারেন এয়ার ফ্রেশনার বা কার ফ্রেশনার।

৫। অনেকক্ষণ গাড়ি চালিয়ে ক্লান্ত হয়ে পড়লে সঙ্গে থাকা অন্য কাউকে (অবশ্যই ড্রাইভিং জানা) গাড়ি চালাতে দিন। আর সেই সময় নেক কুশন (ঘাড়ের কাছে রাখার ছোট কুশন) সিটের মধ্যে লাগিয়ে নিজে একটু জিরিয়ে নিন।

৬। ভাল গান সবসময়েই দুরন্ত সফর সঙ্গী হয়ে উঠতে পারে। তাই গাড়ির মিউজিক সিস্টেমে অবশ্যই রাখুন পছন্দের গান।

৭। চেনা রাস্তা হলেও সঙ্গে থাকুক গুগল ম্যাপ। আর তাতেও ভরসা না হলে একটু বেগতিক ঠেকলে আশেপাশে স্থানীয় কাউকে পেলে অবশ্যই জিজ্ঞেস করে নেবেন।

৮। নিত্য প্রয়োজনীয় ওষুধপত্র অবশ্যই সঙ্গে রাখবেন।

৯। একটানা অনেকক্ষণ গাড়ি চালানোর বদলে মাঝে মাঝে বিশ্রাম নিয়ে গাড়ি চালান। এর ফলে আপনার সফর একেবারেই পরিশ্রম বা ক্লান্তিদায়ক মনে হবে না।

Next Article