utsha hazra |
Apr 01, 2021 | 7:50 PM
মহারাষ্ট্রের সবথেকে জনপ্রিয় স্ট্রিট ফুড হল পাও ভাজি। পাউরুটির সঙ্গে ঝাল ঝাল ভাজি পরিবেশন করা হয়। উপর থেকে যদি একটু কাঁচা পিঁয়াজ আর লেবুর রস ছড়িয়ে দেওয়া যায় তাহলে তো কোনও কথাই নেই। পাও ভাজি খেলে অনেকক্ষণ পেটও ভর্তি থাকে । ৩০ থেকে ৫০ টাকা ব্যয় করলেই পাওয়া যায় এই চটপটা খবার।
খাস্তা কচুরি যদিও ভোপালে ভীষণভাবে জনপ্রিয় কিন্তু কলকাতায় ঢুঁ দিলে কম বেশী পাওয়া যায় খাস্তা কচুরি। মুগ ডালের পুর ভরা ময়দার এই কচুরি বেশ পেট ভরায়। ১০ থেকে ৪০ টাকার মধ্যে এক প্লেট কচুরি পেয়ে যাবেন।
পাপড়ি, সিদ্ধ আলু , টক দই , সঙ্গে সবুজ চাটনি পাপড়ি চাট বানানোর মূল উপকরণ। দেশের বিভিন্ন প্রান্তে পেয়ে যাবেন এই পাপড়ি চাট। ৩০ থেকে ৫০ টাকায় পাওয়া যায় চাট।
কোথাও পানিপুরি কোথাও আবার গোলগাপ্পা আবার কোথাও ফুচকা। নাম যাই হোক না কেন সব জায়গাই তার সমান জনপ্রিয়তা। মাত্র ১০ টাকায় পাওয়া যায় জিভে জল আনা ফুচকা।
পাহাড়ে মোমো বা ডাম্পলিংয়ের জনপ্রিয়তা যদিও বেশী তবে এই মুহূর্তে দেশের প্রায় সব জায়গাতেই পাওয়া যায় মোমো। আর দাম মাত্র ৩০ থেকে ৫০ এর মধ্যে।
বিহারে লিট্টি চোখার জনপ্রিয়তা অন্য মাত্রায়। খেতেও বেশ সুস্বাদু। ছাতু দিয়ে তৈরি লিট্টি পেটও ভরায় আর দামও বেশ কম। ২০ থেকে ৫০ টাকা।
উত্তর ভারতের আলু টিকিয়া নিঃসন্দেহে সারা দেশের স্ট্রিট ফুডগুলোর মধ্যে অন্যতম। নানা রকমের মশলা , সিদ্ধ আলু দিয়ে তৈরি টিকিয়ার দাম মাত্র ২০ থেকে ৫০।
উত্তর থেকে পশ্চিম দেশের সর্বত্রই ভেলপুরি ভীষণভাবে জনপ্রিয়। ঝুরিভাজা, মিষ্টি চাটনি দিয়ে মিশ্রিত ভেলপুরি খেতে যেমন টেস্টি তেমনিই সস্তাও। মাত্র ২০ টাকাতেই পেতে পারেন ভেলপুরি।
উত্তর ভারতে সমোসা, আবার বাংলায় সিঙ্গারা নামে পরিচিত । বিকেলের আড্ডায় চা সহযোগে সিঙ্গারা খেলে তাহলে আর কিছুই চাই না। আর দাম মাত্র ৫টাকা।