জম্মু ও কাশ্মীর যাওয়ার নতুন রুট বন্যজীবনের ভেতর দিয়ে

aryama das |

Apr 01, 2021 | 7:34 PM

অ্যাডভেঞ্চরাস ট্রেকিং উপভোগ করতে আপনার ডেস্টিনেশন হোক জম্মু ও কাশ্মীরের এই রুটগুলি।

জম্মু ও কাশ্মীর যাওয়ার নতুন রুট বন্যজীবনের ভেতর দিয়ে

Follow Us

আপনি কি প্রকৃতির মধ্যে দিয়ে ট্রেক করতে ভালবাসেন? তাহলে জম্মু ও কাশ্মীরের সরকার আপনার জন্য দিচ্ছে একটা সুখবর। বন্যপ্রাণী সংরক্ষিত অঞ্চলের মধ্যে দিয়ে এ বার আপনি ট্রেকিংয়ে যাবেন। কাশ্মীরে আরও সাতটি ট্রেকিং রুট তৈরি হয়েছে, যেগুলো জঙ্গলের মধ্যে দিয়ে পথ দেখাবে কাশ্মীরের উদ্দেশ্যে। পাহাড় ঘেরা উপত্যকা, তার মধ্যে দিয়ে ট্রেক করবেন পর্যটকরা। যেতে যেতে পথের পাশে চড়ে বেড়াবে বাইসন, চমড়িগাই, পাহাড়ি ভেড়া এবং অন্যান্য বন্যপ্রাণী। এই অ্যাডভেঞ্চরাস ট্রেকিং উপভোগ করতে আপনার ডেস্টিনেশন হোক জম্মু ও কাশ্মীরের এই রুটগুলি।

কাশ্মীর সরকার পথের মধ্যেই বিভিন্ন জায়গায় বেশ কিছু বিশ্রামাগার তৈরি করছে। কিছু হোম-স্টেও গড়ে উঠবে এই রুটে। বাস্তুতন্ত্রে ভারসাম্য রেখেই ট্যুরিজম। আপনি যদি ট্রেকিংয়ে আগ্রহী হন, তবে জেনে নিন রুটগুলোর নাম:

১) থাজওয়াস ওয়াইল্ড লাইফ স্যাঙ্কচুয়ারি
২) সুদমহাদেব কনজ়ারভেশন রিসার্ভ
৩) বাহু কনজ়ারভেশন রিসার্ভ


৪) ট্রাল ওয়াইল্ড লাইফ স্যাঙ্কচুয়ারি দাচিগাম ন্যাশনাল ওভেরা আরু ওয়াইল্ড লাইফ স্যাঙ্কচুয়ারি
৫) দেইন ওয়াইল্ড লাইফ স্যাঙ্কচুয়ারি
৬) খ্রেউ ওয়াইল্ড লাইফ স্যাঙ্কচুয়ারি দাচিগাম ন্যাশনাল খনমো ওয়াইল্ড লাইফ স্যাঙ্কচুয়ারি
৭) খ্রেউ ওয়াইল্ড লাইফ স্যাঙ্কচুয়ারি

আরও পড়ুন: কবে থেকে তৃতীয় দফার লকডাউন উঠছে আয়ারল্যান্ডে? জেনে নিন

জম্মু ও কাশ্মীরে আর কিছুদিনের মধ্যেই এই রুটগুলো চালু হবে। তারপরেই আপনি এই রুট দিয়ে কাশ্মীরে যেতে পারবেন।
আপনি অনলাইনে বুকিং করতে পারেন ১ এপ্রিল থেকেই। ২৯টা ফরেস্ট হাউস পড়বে রাস্তায়। ১ জুলাইয়ের মধ্যে ৫৪টা গেস্ট হাউস তৈরির পরিকল্পনা করছে কাশ্মীর সরকার। তাহলে আর দেরি কেন? চটপট করে ফেলুন প্ল্যান।

Next Article