Viral Video: বন থেকে ছুটে এসে হঠাৎ বাইক আরোহীকে আক্রমণ গন্ডারের! দেখুন সেই মর্মান্তিক ভিডিয়ো
Viral Video: ভিডিওতে দেখা যাচ্ছে, হঠাৎই একটি গন্ডার ঝোপ থেকে বেড়িয়ে এসে বাইকে থাকা এক ব্যক্তির দিকে ছুটে যায়।
শহরের রাস্তায় খোলা ঘুরে বেড়াচ্ছে গন্ডার। হঠাৎ এক বাইক আরোহীকে দেখতেই খচে লাল সে। তেড়ে গেল বাইক চালকের দিকে। সমাজমাধ্যমে ভাইরাল এই ভিডিয়ো ঘিরেই তোলপাড় গোটা নেট পাড়া। ভিডিয়োটি ভাইরাল হওয়া মাত্র ত্রাসের সৃষ্টি হয়েছে নেট নাগরিকদের মনে।
ভিডিওতে দেখা যাচ্ছে, হঠাৎই একটি গন্ডার ঝোপ থেকে বেড়িয়ে এসে বাইকে থাকা এক ব্যক্তির দিকে ছুটে যায়। এদিকে, লোকটি ভয়ে জঙ্গলে ছুটে পালিয়ে যায়। লোকটিকে না পেয়ে গন্ডারটি তার বাইকে লাথি মেরে বাইক্টি ফেলে দেয়। রাস্তার লোকজন এই ঘটনা দেখে ভয়ে পালাতে শুরু করে। চারপাশের এই পরিবেশ কোলাহল শুনে ভয় পেয়ে এদিক ওদিক ছুটোছুটি করতে থাকে গন্ডারটি। শেষে রাস্তা ধরে ছুটতে থাকে গন্ডারটি।
View this post on Instagram
ভিডিয়োটি janakbasnet65 হ্যান্ডেলের অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। ‘রাইনো টেরর’ ক্যাপশন দিয়ে ভিডিয়োটি পোস্ট করা হয়। ভাইরাল ভিডিয়োটি ২৬.৭ মিলিয়ন ভিউ এসেছে এবং ৭৯,৭০০০ লাইক পেয়েছে। কমেন্টের বন্যা বয়ে গিয়েছে এই ভিডিয়োয়। একজন মজা করে লিখেছেন, “ক্যামেরাম্যান কখনও মরে না।”, অন্যজন লিখেছেন, “জীবনের চেয়ে ভিডিয়ো গুরুত্বপূর্ণ”।
অন্যদিকে অসমের মরিগাঁও জেলারএকজন বাইকার পবিটোরা বন্যপ্রাণী অভয়ারণ্যের কাছে একটি গন্ডারের আক্রমণের নিহত হয়েছেন। নিহত ব্যক্তি কামরুপ মেট্রোপলিটন জেলার ৩৭ বছরের যুবক সাদ্দাম হুসেন। বাইক চালিয়ে যাওয়ার সময় হঠাৎ অভয়ারণ্য থেকে একটি গন্ডার বেড়িয়ে এসে তাঁকে আক্রমণ করেন। পরে মাথায় গুরুতর চোট নিয়ে মাঠে খুঁজে পাওয়া যায় হোসেনকে। গন্ডার দেখলে তাই নিরাপদ দূরত্বে থাকেন সাফারি অপারেটররা।