Vastu Shastra: বাস্তুশাস্ত্র মতে জানুন বাড়ির কোন দিকে বাথরুম করা উচিত, নইলে পুড়বে কপাল!
Vastu Tips: যদি কোনও ব্যক্তি নিজের বাড়িতে ভুল জায়গায় বাথরুম বানান, তা হলে সেই পরিবারে থাকা ব্যক্তিদের স্বাস্থ্যগত সমস্যা হয়, অর্থহানি বা মানসিক অশান্তিও হতে পারে বলে বিশ্বাস করা হয়।

বাস্তুশাস্ত্রে (Vastu Shastra) ঘরের প্রতিটি রুমের মতো বাথরুমের স্থানটিও খুব গুরুত্বপূর্ণ বলে ধরা হয়। যদি কোনও ব্যক্তি নিজের বাড়িতে ভুল জায়গায় বাথরুম বানান, তা হলে সেই পরিবারে থাকা ব্যক্তিদের স্বাস্থ্যগত সমস্যা হয়, অর্থহানি বা মানসিক অশান্তিও হতে পারে বলে বিশ্বাস করা হয়। তাই বাস্তুশাস্ত্র মেনে যদি বাড়ির বাথরুম বানানো হয়, তা হলে কপাল পুড়বে না। জানুন আপনার বাড়ির বাথরুম কোনদিকে বানালে ঠিক হবে।
বাস্তুশাস্ত্র মতে বাথরুমের সঠিক দিক —
- উত্তর-পশ্চিম (বায়ু কোণ) – এই দিকটি বাথরুম বা টয়লেট করার জন্য সবচেয়ে ভাল দিক।
- পশ্চিম – এই দিকটিকেও বাথরুমের জন্য শুভ বলে ধরা হয়।
- উত্তর ও উত্তর-পশ্চিম দিকেও টয়লেট বা বাথরুম রাখা যায়।
বাড়ির যেসব দিকে বাথরুম করা উচিত নয় —
১) উত্তর-পূর্ব (ঈশান কোণ) – এই দিকে একেবারেই বাথরুম বানাবেন না। এর ফলে সেই ঘরের শান্তি ও সেখানে বসবাসকারী ব্যক্তিদের স্বাস্থ্যের দিকটিও ক্ষতিগ্রস্ত হয় বলে অনেকের বিশ্বাস।
২) দক্ষিণ-পূর্ব (অগ্নি কোণ) – এই দিকটিতে রান্নাঘর বানানো সবচেয়ে ভাল হয়। তবে এখানে বাথরুম হলে তা অশুভ ধরা হয়।
৩) ঘরের মাঝখান – কারও বাড়ির একেবারে মাঝখানে কখনও বাথরুম বানানো উচিত নয়।
৪) দক্ষিণ দিক – বিশেষত দক্ষিণ-পশ্চিম দিকে বাথরুম রাখা অশুভ। এমনটাই বলছে বাস্তুশাস্ত্র।
বাস্তুশাস্ত্রে এমন কয়েকটি আরও বিষয়ের কথা বলা হয়েছে, যা বাড়িতে বাথরুমের ক্ষেত্রে মেনে চললে ভাল। যেমন – টয়লেটের আসনে (কমোড) সবসময় উত্তর বা দক্ষিণমুখী হয়ে বসা এড়িয়ে চলা উচিত। আর পূর্ব বা পশ্চিমমুখী বাথরুম হওয়া ভাল। বাথরুমে জানালা বা এক্সজস্ট ফ্যান থাকা উচিত, যাতে নেগেটিভ এনার্জি বেরিয়ে যায়। বাথরুমের দরজা কাঠের হলে ভাল হয়, এবং দরজা সবসময় বন্ধ রাখা উচিত। বাথরুমের পাশে রান্নাঘর বা পূজোর ঘর ভুল করেও রাখবেন না।
বিঃ দ্রঃ – এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা বাস্তুশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।
