AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Chanakya Niti: জীবনে এই ৪ কাজ করলে কখনও হবে না অর্থকষ্ট, বলে গিয়েছেন আচার্য চাণক্য

অর্থকষ্টে যারা ভোগেন, তারা দিনে দিনে ভেঙে পড়েন। আচার্য চাণক্য (Acharya Chanakya) জানিয়ে গিয়েছেন, জীবনে ৪টি কাজ করলে কখনও অর্থকষ্ট হবে না। চাণক্যর নীতি যাঁরা অনুসরণ করেন, জীবনে কখনও আর্থিক সমস্যার সম্মুখীন হন না।

Chanakya Niti: জীবনে এই ৪ কাজ করলে কখনও হবে না অর্থকষ্ট, বলে গিয়েছেন আচার্য চাণক্য
জীবনে এই ৪ কাজ করলে কখনও হবে না অর্থকষ্ট, বলে গিয়েছেন আচার্য চাণক্যImage Credit: Pinterest
| Updated on: Nov 12, 2025 | 2:07 PM
Share

“আপনি যদি গরীব হয়ে জন্ম নেন তা হলে এটা আপনার দোষ নয়, কিন্তু যদি গরীব থেকেই মারা যান তবে সেটা আপনার দোষ”, বলেছেন মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস। নিষ্ঠাভরে পরিশ্রম করে গেলে সাফল্য ধরা দেয়। এর পাশাপাশি, আচার্য চাণক্য (Acharya Chanakya) জানিয়ে গিয়েছেন, জীবনে ৪টি কাজ করলে কখনও অর্থকষ্ট হবে না। চাণক্যর নীতি যাঁরা অনুসরণ করেন, জীবনে কখনও আর্থিক সমস্যার সম্মুখীন হন না।

সম্পদ এবং সাফল্য অর্জনের জন্য যে সকল কাজ করতে হবে সেগুলি হল:-

সময়ের প্রতি শ্রদ্ধা:

আচার্য চাণক্য বলে গিয়েছেন যে, যারা সময়কে সম্মান করে, কেবল তারাই সাফল্যের অধিকারী। যদি একজন ব্যক্তি সময়মতো প্রতিটি কাজ সম্পন্ন করে, তা হলে সে জীবনে কখনও পিছিয়ে থাকবে না। যে পরিশ্রমী ব্যক্তি সময়কে সম্মান করে, সে কখনও দরিদ্র থাকবে না। তাই, চাণক্য বলেছেন, সময়কে শ্রদ্ধা করতে হবে এবং সঠিক উপায়ে সময়ের ব্যবহার করতে শিখতে হবে।

জ্ঞান অর্জন:

আচার্য চাণক্য জানিয়ে গিয়েছিলেন যে, একজন ব্যক্তির সবচেয়ে বড় সম্পদ তার জ্ঞান। যদি একজন ব্যক্তি জ্ঞান অর্জন করতে থাকেন, তা হলে তিনি প্রতিটি পরিস্থিতিতে নিজেকে সামলাতে শেখে। ব্যবসা হোক বা চাকরি, জ্ঞানসম্পন্ন ব্যক্তি জীবনের প্রতিটি পর্যায়ে এগিয়ে যেতে থাকেন। প্রজ্ঞা এবং বোধগম্য ব্যক্তি যে কোনও কঠিন পরিস্থিতির সঠিক উপায়ে মুখোমুখি হতে পারেন এবং সাফল্য অর্জন করতে পারেন।

সততা এবং কঠোর পরিশ্রম:

চাণক্য নীতি অনুসারে, যদি আপনি কঠোর পরিশ্রম না করেন, তা হলে আপনি জীবনে কখনও প্রকৃত সাফল্য অর্জন করতে পারবেন না। সততা এবং কঠোর পরিশ্রম সাফল্যের চাবিকাঠি। যখন একজন ব্যক্তি নিষ্ঠার সঙ্গে তার কর্তব্য পালন করেন, তখন তিনি কেবল সম্পদই অর্জন করেন না বরং সম্মানও বজায় রাখেন। কিন্তু অলস ব্যক্তিরা দারিদ্র্যের মধ্যে আটকে থাকেন।

অর্থ সাশ্রয়:

আচার্য চাণক্য বলে গিয়েছেন যে, অর্থ সাশ্রয় করতে হবে। এবং তা বুদ্ধিমানের সঙ্গে ব্যবহার করতে হবে। অনেক লোকের কাছে অর্থ থাকলে, সঠিক জায়গায় বিনিয়োগ না করে বেপরোয়াভাবে ব্যয় করেন। এমনটা করলে, সেই ব্যক্তি ধনী হতে পারবেন না। তাই উপার্জিত অর্থ কীভাবে সঠিক উপায়ে বিনিয়োগ করবেন, কতটা ব্যয় করবেন, কতটা সঞ্চয় করবেন সে সম্পর্কে নিজের সঠিক জ্ঞান থাকা উচিত। যাদের অর্থ সম্পর্কিত এই জ্ঞান রয়েছে, তারা কখনও আর্থিক সমস্যার সম্মুখীন হবেন না।

বিঃ দ্রঃ – এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা তাঁদের ব্যক্তিগত মতামত। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।