Beach Vacation: গোয়া নয়, ঘুরে আসুন ভারতের এই সমুদ্রতটগুলি
TV9 Bangla Digital | Edited By: utsha hazra
Dec 03, 2021 | 11:18 AM
ভারতের বিচগুলির মধ্যে সেরা গোয়ার বিচ। গোয়া বিচে এক অদ্ভুত এনার্জি আছে যা যে কোনও পর্যটকপ্রেমীদের আকর্ষণের কারণ। কিন্তু শুধু গোয়া নয়, ভারতে এমন অনেক বিচ রয়েছে যা রীতিমতো তাক লাগাবে।
1 / 6
আপনি বিশ্বাস করুন, কী না করুন এটা মানতেই হবে ভারতের বিচগুলির মধ্যে সেরা গোয়ার বিচ। গোয়া বিচে এক অদ্ভুত এনার্জি আছে যা যে কোনও পর্যটকপ্রেমীদের আকর্ষণের কারণ। কিন্তু শুধু গোয়া নয়, ভারতে এমন অনেক বিচ রয়েছে যা রীতিমতো তাক লাগাবে।
2 / 6
আপনি কি অ্যাডভেঞ্চার প্রেমী? তাহলে এর থেকে আদর্শ বিচ আর কিছু হতে পারে না। বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিজ এই বিচে করতে পারবেন। বিশেষত বন্ধুদের সঙ্গে যদি কোনও ট্রিপ প্ল্যান করেন তাহলে এই বিচের থেকে আর ভাল কোনও জায়গা হতেই পারে না। আপনি গোয়াকে কোনওভাবে মিস করবেন না।
3 / 6
একটা সময় ছিল বাঙালিদের ঘোরার জায়গা ছিল ‘দীপুদা।’ দীপুদা অর্থাৎ দিঘা, পুরী, দার্জিলিং। আর উড়িষ্যায় এমন কিছু কিছু জায়গা রয়েছে যা বেশ চোখ টানে পর্যটকদের। উড়িষ্যায় আছে বেশ কিছু বিচ যা গোয়ার বিচকেও হার মানাবে। আর পুরী কার ভাল না লাগে। জগন্নাথদেবের বাসস্থান বলে কথা। সঙ্গে বিচের পাশে থাকা দারুণ দারুণ দারুণ খাবার।
4 / 6
রাধানগর বিচ, আন্দামানের হ্যাভলক দ্বীপের অংশ রাধানগর বিচ। অনেকের মতে এই বিচ ভারতের সেরা। আন্দামানের প্রাকৃতিক সৌন্দর্য্য এমনিই পর্যটক প্রেমীদের ভাল লাগার কারণ। স্বচ্ছ কাঁচের মতো জল। জলের নীল আকাশের ছায়া। এই সৌন্দর্য্য আর কোথাও গেলেই দেখা যাবে না। এই বিচ থেকে অস্তমিত সূর্যকে দেখার মজাই আলাদা। হানিমুনের জন্য এই বিচটিকে আপনি বেছে নিতেই পারেন।
5 / 6
পর্যটন প্রেমীদের মধ্যে কেরল বিচের জন্যই বিখ্যাত। কেরলের ভারকালা সবচেয়ে স্পেশ্যাল। বিশেষ মানুষের সঙ্গে সন্ধে কাটানোর জন্য এর থেকে ভাল জায়গা আর কিছু হতেই পারে না। মনোরম সন্ধ্য়ায় একটা লম্বা হাঁটা সঙ্গে গরম কফি।
6 / 6
হাতে মাত্র দু’দিন ছুটি। বেরিয়ে আসতে পারেন মন্দারমণি। সারা সপ্তাহের ব্যস্ততা, কাজের চাপ থেকে মুক্তি পাওয়ার জন্য দুদিনের জন্য এর থেকে ভাল গন্তব্য আর কিছু হতে পারে না।