ভ্রমণ পিপাসুদের জন্য মহারাষ্ট্র হল হটস্পট৷ তার অবশ্য যুক্তিযুক্ত কারণও আছে৷ মহারাষ্ট্রে কিছু কিছু জায়গা আছে যা পর্যটকদের খুবই আকর্ষণ করে। মহারাষ্ট্রে তেমনই কিছু দ্বীপ আছে। লকডাউন শেষ হলে বেড়িয়ে আসতে পারেন।
এলিফ্যান্ট আইল্যান্ড
স্থাপত্য,ভাস্কর্যে মোড়া এই এলিফ্যান্ট আইল্যান্ড৷ দেখলে মনে পাঁচের শতকে ফিরে গেছি৷ আম,তেঁতুল, পামে ঘেরা এই আইল্যান্ড। মুম্বইয়ের গেট ওয়ে অব ইন্ডিয়া থেকে একটা ফেরি নিলেই পৌঁছে যাবেন এলিফ্যান্ট আইল্যান্ড।
আরও পড়ুন: ছমাসের বন্দীদশা থেকে বেরিয়ে রাস্তায় আনন্দে আত্মহারা স্পেন
খান্ডেরি আইল্যান্ড
এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখলে চোখ জুড়িয়ে যাবে৷ কানহোজির লাইটহাউজ এখানকার বিখ্যাত। আরব সাগরের ধারে অবস্থিত এটি সবথেকে পুরোনো দ্বীপ। আপনি যদি রোমাঞ্চ ভালবাসেন তাহলে অবশ্যই ঘুরে আসতে পারেন এই দ্বীপে।
পানজু আইল্যান্ড
উত্তর মুম্বইতে অবস্থিত পানজু আইল্যান্ড পর্যটকদের মধ্যে ভীষণ চর্চিত না হলেও কিন্তু বেশ লোভনীয় জায়গা। ভারতের স্বাধীনতায় এই দ্বীপের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে৷ পাখি দেখার জন্য এবং মাছ ধরার জন্য এটি আদর্শ জায়গা। চাইলে ঘুরে আসতেই পারেন।