Skin Care: ব্রণ আর বলিরেখা মুক্ত ত্বক পেতে এভাবেই ব্যবহার করুন কলা

TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক

Jan 15, 2023 | 6:43 PM

Healthy Skin: ত্বকের জেল্লা ফেরাতে লেবু, কফি আর কলা একসঙ্গে মিশিয়ে নিন। কাজ হবেই

1 / 6
শরীরের জন্য খুবই ভাল ফল হল কলা। সারা বছরই আমাদের দেশে সুলভে পাওয়া যায় এই ফল। এই ফলের মধ্যে থাকে প্রচুর পরিমাণ পুষ্টি। শরীরের প্রয়োজনীয় পুষ্টিও পাওয়া যায় কলা থেকে।

শরীরের জন্য খুবই ভাল ফল হল কলা। সারা বছরই আমাদের দেশে সুলভে পাওয়া যায় এই ফল। এই ফলের মধ্যে থাকে প্রচুর পরিমাণ পুষ্টি। শরীরের প্রয়োজনীয় পুষ্টিও পাওয়া যায় কলা থেকে।

2 / 6
আর এই কলা কাজে লাগানো যায় রূপচর্চাতেও। ত্বকের জেল্লা ফেরাতে বিশেষ ভূমিকা রয়েছে কলার। এক চা চামচ কমলার রস, এক চা চামচ মধু ও অর্ধেকটা কলা ভালো করে চটকে মিশিয়ে নিন। এই প্যাক-টি মুখ এবং ঘাড়ে ব্যবহার করুন। ২০ মিনিট পর জল দিয়ে ধুয়ে নিন।

আর এই কলা কাজে লাগানো যায় রূপচর্চাতেও। ত্বকের জেল্লা ফেরাতে বিশেষ ভূমিকা রয়েছে কলার। এক চা চামচ কমলার রস, এক চা চামচ মধু ও অর্ধেকটা কলা ভালো করে চটকে মিশিয়ে নিন। এই প্যাক-টি মুখ এবং ঘাড়ে ব্যবহার করুন। ২০ মিনিট পর জল দিয়ে ধুয়ে নিন।

3 / 6
মুখে কালো দাগ পড়েছে? পাকা কলা, লেবুর রস, মধু একসঙ্গে মিশিয়ে প্যাক বানিয়ে নিন। এবার তা মুখে খুব ভাল করে লাগিয়ে নিন। ১৫ মিনিট রেখে শুকনো করে মুখ ধুয়ে নিলেই চলবে।

মুখে কালো দাগ পড়েছে? পাকা কলা, লেবুর রস, মধু একসঙ্গে মিশিয়ে প্যাক বানিয়ে নিন। এবার তা মুখে খুব ভাল করে লাগিয়ে নিন। ১৫ মিনিট রেখে শুকনো করে মুখ ধুয়ে নিলেই চলবে।

4 / 6
কলা, লেবুর রস আর টকদই একসঙ্গে মিশিয়ে প্যাক বানিয়ে নিন। মুখের বলিরেখা দূর করতে খুব ভাল কাজ করে এই প্যাক। মুখ খুব ভাল করে ধুয়ে নিয়ে তবেই এই প্যাক লাগান। কাজে আসবেই।

কলা, লেবুর রস আর টকদই একসঙ্গে মিশিয়ে প্যাক বানিয়ে নিন। মুখের বলিরেখা দূর করতে খুব ভাল কাজ করে এই প্যাক। মুখ খুব ভাল করে ধুয়ে নিয়ে তবেই এই প্যাক লাগান। কাজে আসবেই।

5 / 6
পাকা কলা, বেকিং সোডা আর হলুদ একসঙ্গে মিশিয়ে নিন। এবার সামান্য গরম জল মিশিয়ে তা বানিয়ে নিন। ব্রণর উপর এই প্যাক লাগালে খুব ভাল ফল পাবেন। ব্রণও যেমন সারবে তেমনই দাগও থাকবে না কোনও।

পাকা কলা, বেকিং সোডা আর হলুদ একসঙ্গে মিশিয়ে নিন। এবার সামান্য গরম জল মিশিয়ে তা বানিয়ে নিন। ব্রণর উপর এই প্যাক লাগালে খুব ভাল ফল পাবেন। ব্রণও যেমন সারবে তেমনই দাগও থাকবে না কোনও।

6 / 6
মুখ অতিরিক্ত তৈলাক্ত? মেকআপ করতে সমস্যা হয়? এক্ষেত্রেও কাজে লাগাতে পারেন কলার এই প্যাক। কলা, মধু আর লেবুর রস একসঙ্গে মিশিয়ে প্যাক বানিয়ে নিন। এবার তা মুখে লাগিয়ে রেখে শুকনো করে নিন। ১০-১৫ মিনিট রেখে ইষদুষ্ণ জলে মুখ ধুয়ে নিলেই কাজ হয়ে যাবে।

মুখ অতিরিক্ত তৈলাক্ত? মেকআপ করতে সমস্যা হয়? এক্ষেত্রেও কাজে লাগাতে পারেন কলার এই প্যাক। কলা, মধু আর লেবুর রস একসঙ্গে মিশিয়ে প্যাক বানিয়ে নিন। এবার তা মুখে লাগিয়ে রেখে শুকনো করে নিন। ১০-১৫ মিনিট রেখে ইষদুষ্ণ জলে মুখ ধুয়ে নিলেই কাজ হয়ে যাবে।

Next Photo Gallery