চুলের পরিচর্চায় যেটাই ব্যবহার করুন না কেন, সহজে পিছু ছাড়ে না খুশকির সমস্যা। খুশকির জন্য স্পেশাল শ্যাম্পু ব্যবহার করেও পরিস্থিতি সামাল দেওয়া যায় না। অনেকে তো আবার পার্লারে গিয়ে খুশকির জন্য চুলে স্পেশাল ট্রিটমেন্ট করিয়ে আসেন। কিন্তু তাতেও যে খুব একটা লাভ হয় তা কিন্তু নয়। তাহলে এখন প্রশ্ন হল সমস্যার সমাধান হবে কীভাবে? এই ক্ষেত্রে নারকেল তেল সবচেয়ে সেরা। নারকেল তেল হল একটি প্রাকৃতিক উপাদান যা চুলের যাবতীয় সমস্যার সমাধান করে। তার মধ্যে রয়েছে খুশকির সমস্যাও।
সাধারণত, চুল ভালভাবে পরিষ্কার না করলে, চুলের যত্ন না নিলে খুশকির সমস্যা দেখা দেয়। এই ক্ষেত্রে নারকেল তেলে খুশকির পাশাপাশি স্ক্যাল্পের সংক্রমণের সমস্যাও দূর করে। কিন্তু এখানেও অনেকে বলেন যে, নারকেল ব্যবহার করেও তাঁদের চুলের সমস্যা যায়নি। এই ক্ষেত্রে আপনাকে সঠিকভাবে নারকেল তেল ব্যবহার করতে হবে। আর প্রসঙ্গ যখন খুশকির তখন নারকেল তেল ব্যবহারের সঠিক পদ্ধতি জানতে হবে।
ডিপ কন্ডিশনিং- চুলকে ভিতর থেকে ময়েশ্চারাইজ করে তোলার ক্ষেত্রে নারকেল তেলের জুড়ি নেই। আর নারকেল তেল দিয়ে ডিপ কন্ডিশনিং করলে শুষ্ক স্ক্যাল্পের সমস্যাও দূর হয়। প্রথমে চুলটা শ্যাম্পু করে নিন। কন্ডিশনার ব্যবহার করবেন না। এরপর আধভেজা চুল কয়েকটা ভাগে ভাগ করে নিন। হাতে নারকেল তেল নিয়ে স্ক্যাল্প ও চুলে লাগান। তারপর শাওয়ার ক্যাপে চুল ঢেকে আধঘণ্টা রেখে দিন। এরপর আবার একবার শ্যাম্পু করে নিন।
হট অয়েল মাসাজ করুন- যেহেতু শুষ্ক স্ক্যাল্পই খুসকির প্রথম আর প্রধান কারণ, তাই হট অয়েল দিয়ে স্ক্যাল্পে মাসাজ করা জরুরি। চুলের দৈর্ঘ্য অনুযায়ী নারকেল তেল গরম করে নিন। গরম তেলে আঙুল ডুবিয়ে স্ক্যাল্পে অন্তত ১০-১৫ মিনিট মাসাজ করুন। আধঘণ্টা রাখার পর শ্যাম্পু ও কন্ডিশনিং করে নিন।
নারকেল তেল আর লেবুর রস ব্যবহার করুন- লেবুর রসের মধ্যে থাকা সাইট্রিক অ্যাসিড চুলের পিএইচ লেভেল বজায় রাখতে সাহায্য করে। পাশাপাশি এটা খুশকির সমস্যাও দূর লরে। দু’ টেবিল চামচ নারকেল তেলের সঙ্গে এক চা চামচ লেবুর রস মিশিয়ে নিন। এবার এটা দিয়ে স্ক্যাল্পে মাসাজ করুন। মিনিট কুড়ি রাখার পর শ্যাম্পু করে নিন।
নারকেল তেল আর রোজমেরি অয়েল ব্যবহার করুন- খুশকির জন্য স্ক্যাল্পে চুলকানি হয়। এই সমস্যা দূর করার জন্য চার টেবিল চামচ নারকেল তেলের সঙ্গে পাঁচ ফোঁটা রোজমেরি এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন। এটা স্ক্যাল্পে ভাল করে মাসাজ করুন। মিনিট ৩০ রাখার পর শ্যাম্পু করে নিন।