Neck Acne: পিঠ ভর্তি ব্রণ? হাতিয়ার লুকিয়ে হাতের কাছেই

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Jul 30, 2023 | 4:50 PM

Neck Acne Care: এক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে অ্যাপেল সাইডার ভিনিগার। একটু জলে এক চামচ অ্যাপেল সাইডার ভিনিগার নিয়ে পিঠে লাগালেই ফল পাবেন।

Neck Acne: পিঠ ভর্তি ব্রণ? হাতিয়ার লুকিয়ে হাতের কাছেই
পিঠে ব্রণ

Follow Us

ব্রণ বা পিম্পলের সমস্যা নতুন নয়। এই জেদি ব্রণর জ্বালাতনে সারাবছর ভুগতে হয় মানুষজনকে। ব্রণর সমস্যা শুধুমাত্র গালে, কপালেই সীমাবদ্ধ নেই, পিঠেও ব্রণর সমস্যা দেখা দেয়। এই ব্রণ কমে গেলও তার দাগ ছেড়ে যায়। ফলে পিঠ কাটা কোনও জামাকাপড় করলে বাজে দেখায়। কেন হয় পিঠে ব্রণ? এর প্রতিকারই বা কী? আসুন জেনে নেওয়া যাক…

পিঠে ব্রণর কারণ-

জিম করে জামাকাপড় না বদললে-
জিম করে জামাকাপড় পরিবর্তন না করলে এই সমস্যা হতে পারে। কারণ জিম করার ফলে ঘাম হয় সেই ঘামের জীবাণু থেকে ব্রণ হয়।

স্ক্রাব না করলে-
মুখে, হাতে স্ক্রাব করলেও অবহেলিত হয় পিঠ। ফলে অনেকসময়ই তা থেকে ত্বকে মৃতকোষ জমে ব্রণর সমস্যা দেখা দেয়।

কী প্রসাধনী ব্যবহার করছেন-
কী প্রসাধনী ব্যবহার করেছেন তার উপরও নির্ভর করে ব্রণ। এমন অনেক শ্যাম্পু রয়েছে যা পিঠের ব্রণর অন্য়তম কারণ।

পিঠের ব্রণর প্রতিকার-

হলুদ-
ত্বকের সমস্যা মেটাতে হলুদের জুড়ি নেই। পিঠের ব্রণর সমস্যাতেও দারুণ কাজ করে ব্রণ। কাঁচা হলুদ বেটে পিঠে লাগালেই দূর হবে সমস্য়া।

অ্যাপেল সাইডার ভিনিগার-
এক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে অ্যাপেল সাইডার ভিনিগার। একটু জলে এক চামচ অ্যাপেল সাইডার ভিনিগার নিয়ে পিঠে লাগালেই ফল পাবেন।

টকদই-
টকদইয়ে রয়েছে প্রোবায়োটিক যা স্বাস্থ্যের জন্য খুব ভাল। এছাড়া ব্রণর সমস্যা মেটাতেও সাহায্য করে। টকদই ফেটিয়ে নিয়ে পিঠে লাগিয়ে নিন সেরে যাবে ব্রণ।

টি ট্রি অয়েল-
এছাড়া ব্যবহার করতে পারেন টি ট্রি অয়েল। নারকেল তেলের সঙ্গে টি ট্রি অয়েল মিশিয়ে মাখলে কাজ হবে।

গ্রিন টি-
গ্রিন টিতে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট। যা ব্রণর সমস্যা দূর করে। তাই গ্রিন টি ভিজিয়ে পিঠে লাগাতে পারেন।

Next Article