Makeup Removing Tips: শুধু ফেসওয়াশ ঘষে মেকআপ তোলেন? ত্বকের খেয়াল রাখতে এড়িয়ে চলুন এই ৫ ভুল

TV9 Bangla Digital | Edited By: megha

Jul 30, 2023 | 9:27 AM

Skin Care Tips: আবার অনেকে চটজলদি মেকআপ তুলতে গিয়ে ত্বকের উপর বেশি চাপ দিয়ে ফেলেন। এই সব অভ্যাসই আপনার ত্বকের ক্ষতি করে। তাই মেকআপ তোলার সময় কোন বিষয়গুলোর খেয়াল রাখা জরুরি, রইল টিপস।

1 / 8
কলেজ-অফিস বেরোনোর আগে চোখে টেনে নেন আইলাইনার, ঠোঁটে লাগিয়ে নেন লিপস্টিক। আবার কেউ গালে বুলিয়ে নেন টিন্ট। কিন্তু বাড়ি ফিরে এই যৎ সামান্য মেকআপ তুলতে অনেকেই ভুলে যান।

কলেজ-অফিস বেরোনোর আগে চোখে টেনে নেন আইলাইনার, ঠোঁটে লাগিয়ে নেন লিপস্টিক। আবার কেউ গালে বুলিয়ে নেন টিন্ট। কিন্তু বাড়ি ফিরে এই যৎ সামান্য মেকআপ তুলতে অনেকেই ভুলে যান।

2 / 8
যে পরিমাণ ধৈর্য ধরে মেকআপ করেন, সেই একই সময় নিয়ে মুখ পরিষ্কার করেন না অনেকেই। ফলে, ত্বকের উপর জমতে থাকে ময়লা, ব্যাকটেরিয়া। 

যে পরিমাণ ধৈর্য ধরে মেকআপ করেন, সেই একই সময় নিয়ে মুখ পরিষ্কার করেন না অনেকেই। ফলে, ত্বকের উপর জমতে থাকে ময়লা, ব্যাকটেরিয়া। 

3 / 8
আবার অনেকে চটজলদি মেকআপ তুলতে গিয়ে ত্বকের উপর বেশি চাপ দিয়ে ফেলেন। এই সব অভ্যাসই আপনার ত্বকের ক্ষতি করে। তাই মেকআপ তোলার সময় কোন বিষয়গুলোর খেয়াল রাখা জরুরি, রইল টিপস।

আবার অনেকে চটজলদি মেকআপ তুলতে গিয়ে ত্বকের উপর বেশি চাপ দিয়ে ফেলেন। এই সব অভ্যাসই আপনার ত্বকের ক্ষতি করে। তাই মেকআপ তোলার সময় কোন বিষয়গুলোর খেয়াল রাখা জরুরি, রইল টিপস।

4 / 8
ফেসওয়াশ দিয়ে মেকআপ তুলবেন না। প্রথমে মেকআপ রিমুভার বা ক্লিনজিং মিল্ক দিয়ে মেকআপ পরিষ্কার করুন। তারপর ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে ধুয়ে নিন। 

ফেসওয়াশ দিয়ে মেকআপ তুলবেন না। প্রথমে মেকআপ রিমুভার বা ক্লিনজিং মিল্ক দিয়ে মেকআপ পরিষ্কার করুন। তারপর ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে ধুয়ে নিন। 

5 / 8
মেকআপ রিমুভার ব্যবহারের পর তুলোর বল বা ওয়েট টিস্যু দিয়ে মুখের উপর খুব বেশি চাপ দেবেন না। আস্তে আস্তে মেকআপ তুলুন। প্রয়োজন ক্লিনজিং বাম, নারকেল তেল বা পেট্রোলিয়াম জেলি ব্যবহার করুন মেকআপ তুলতে।

মেকআপ রিমুভার ব্যবহারের পর তুলোর বল বা ওয়েট টিস্যু দিয়ে মুখের উপর খুব বেশি চাপ দেবেন না। আস্তে আস্তে মেকআপ তুলুন। প্রয়োজন ক্লিনজিং বাম, নারকেল তেল বা পেট্রোলিয়াম জেলি ব্যবহার করুন মেকআপ তুলতে।

6 / 8
চোখের মেকআপ তোলার ক্ষেত্রে বিশেষ সতর্কতা মেনে চলুন। মাস্কারা, আইলাইনার ওয়াটার প্রুফ হলে আগে নারকেল তেল বা পেট্রোলিয়াম জেলি মেখে নিন। তারপর ধীরে ধীরে তার তুলে ফেলুন।

চোখের মেকআপ তোলার ক্ষেত্রে বিশেষ সতর্কতা মেনে চলুন। মাস্কারা, আইলাইনার ওয়াটার প্রুফ হলে আগে নারকেল তেল বা পেট্রোলিয়াম জেলি মেখে নিন। তারপর ধীরে ধীরে তার তুলে ফেলুন।

7 / 8
হালকা মেকআপ তোলার পর আপনি রোজের ফেসওয়াশই ব্যবহার করতে পারেন। কিন্তু ভারী মেকআপের ক্ষেত্রে ডবল ক্লিনজিং পদ্ধতিতে মুখ পরিষ্কার করুন। অর্থাৎ দু'বার ধরে ফেসওয়াশ বা ক্লিনজার ব্যবহার করে মুখ ধুয়ে নিন। 

হালকা মেকআপ তোলার পর আপনি রোজের ফেসওয়াশই ব্যবহার করতে পারেন। কিন্তু ভারী মেকআপের ক্ষেত্রে ডবল ক্লিনজিং পদ্ধতিতে মুখ পরিষ্কার করুন। অর্থাৎ দু'বার ধরে ফেসওয়াশ বা ক্লিনজার ব্যবহার করে মুখ ধুয়ে নিন। 

8 / 8
মেকআপ তোলার পর, ফেসওয়াশ করলেই কাজ শেষ হবে না। এরপর ত্বকের যত্ন নিতে মুখে অবশ্যই ময়েশ্চারাইজার মেখে নেবেন। নাহলে ত্বকের বারোটা বেজে যাবে। মেকআপ তোলার পর ত্বকের আর্দ্রতা হারিয়ে যায়। তাই ময়েশ্চারাইজার করা জরুরি। 

মেকআপ তোলার পর, ফেসওয়াশ করলেই কাজ শেষ হবে না। এরপর ত্বকের যত্ন নিতে মুখে অবশ্যই ময়েশ্চারাইজার মেখে নেবেন। নাহলে ত্বকের বারোটা বেজে যাবে। মেকআপ তোলার পর ত্বকের আর্দ্রতা হারিয়ে যায়। তাই ময়েশ্চারাইজার করা জরুরি। 

Next Photo Gallery