AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Spectacle Marks Care: নাকের দু’পাশে হওয়া চশমার গাঢ় দাগ হবে উধাও, রইল সমাধান

Skin Marks: নাকের পাশের কালো দাগ তুলতে সাহায্য় করে কাঠবাদামের তেলও। নিয়মিত ঘুমোতে যাওয়ার আগে হাতের তালুতে কয়েক ফোঁটা এই তেল নিয়ে লাগিয়ে নিন।

Spectacle Marks Care: নাকের দু'পাশে হওয়া চশমার গাঢ় দাগ হবে উধাও, রইল সমাধান
নাকের দু'পাশের গাঢ় দাগ
| Edited By: | Updated on: Jul 18, 2023 | 12:42 PM
Share

আজকাল বাচ্চা থেকে বুড়ো কমবেশি প্রায় সকলের চোখেই চশমা। আর দীর্ঘদিন ধরে একই ভাবে চশমা পড়ার কারণ নাকের দু’পাশে গাঢ় হয় কালো দাগ। এই দাগ লুকোতে অনেকে জনসমক্ষে চশমা খুলতে পর্যন্ত ভয় পান। এই কালো দাগ খুব স্বাভাবিক ভাবেই মুখের সৌন্দর্যকে নষ্ট করে। তবে জানেন কি ঘরোয়া উপায়ে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব? জানুন তার জন্য কী করতে হবে…

আলুর রস: ত্বকের যেকোনও রকম কালো ছোপ তুলতে সাহায্য় করে আলুর রস। নাকের দু’পাশের কালো দাগ তুলতেও সাহায্য করে এই আলুর রস। কীভাবে ব্যবহার করবেন? একটা আলু থেঁতো করে নিন এবার তা থেকে রস বের করে নাকের দু’পাশে লাগিয়ে ১০-১৫ মিনিট রাখুন। তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন।

অ্যালোভেরা জেল: এছাড়াও ত্বকের কালো ছোপ তুলতে সাহায্য করে অ্য়ালোভেরা। এর পাশাপাশি ত্বকের জন্যও ভীষণ উপকারি অ্য়ালোভেরা জেল। বেশি কিছু নয়, গাছ থেকে অ্যালোভেরা তুলে তার নির্যাসটা বের করে নিয়ে নাকের দু’পাশে লাগিয়ে নিন। আর বাড়িতে যদি অ্য়ালোভেরা গাছ না থাকে তবে নির্ভর করতে হবে বাজার চলতি অ্য়ালোভেরা জেলের উপর।

মধু: ত্বকের জন্যও মধুর বিকল্প নেই। আর নাকের পাশের গাঢ় দাগ তুলতেও সাহায্য় করে মধু। হাতের তালুতে কয়েক ফোঁটা মধু নিয়ে যেখানে কালো দাগ রয়েছে লাগিয়ে নিলেই কাজ শেষ।

শসার রস: এছাড়া এক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে শসার রসও। খোসা না ছাড়িয়ে এক টুকরো শসাকে পেস্ট করে নিন। এবার এই রস নাকের দু’পাশে লাগিয়ে দেখুন, উপকার পাবেন।

কাঠবাদামের তেল: নাকের পাশের কালো দাগ তুলতে সাহায্য় করে কাঠবাদামের তেলও। নিয়মিত ঘুমোতে যাওয়ার আগে হাতের তালুতে কয়েক ফোঁটা এই তেল নিয়ে লাগিয়ে নিন। সকালে উঠে মুখ ধুয়ে নিন। উপকার পাবেন।