AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Skin Care For Spring: শীত পেরিয়ে বসন্তের আগমনের পালা! বদলে ফেলুন ত্বকের যত্নের রুটিন

ঘন ও ভারী হাইড্রেটিং ক্লিনজার ব্যবহার না করে হালকা ক্লিনজার ব্যবহার করুন। বসন্তের সময় জেল ক্লিনজার ও ফোমিং ওয়াটার ফেসিয়াল ক্লিনজারগুলি ব্যবহার করলে ভাল ফল পাবেন।

Skin Care For Spring: শীত পেরিয়ে বসন্তের আগমনের পালা! বদলে ফেলুন ত্বকের যত্নের রুটিন
তৈলাক্ত ও সংবেদনশীল ত্বকের ট্রানজিশনাল স্কিনকেয়ার রুটিন
| Edited By: | Updated on: Jan 02, 2022 | 11:00 AM
Share

কয়েকমাস ধরে শীতের ঠান্ডা আবহাওয়ায় কষ্ট হলেও, তারপরেই বসন্তের ছোঁয়া লাগে গায়ে। গত কয়েকদিন ধরে শীতকালীন ত্বকের পরিচর্চা ও রুটিন মেনে নানারকম টিপস প্রদান করা হচ্ছিল। এবার শীত থেকে বসন্তে যাওয়ার পালা। আর তার প্রভাব ত্বকের উপর বিশেষ করে প্রভাব পড়ে।

তৈলাক্ত ও সংবেদনশীল ত্বকের ট্রানজিশনাল স্কিনকেয়ার রুটিন

শীতকালে ত্বকের শুষ্কতাকে ভারসাম্য বজায় রাখতে বেশি সিবাম তৈরি করতে অভ্যস্ত হয়ে পড়ে, তাই শীত থেকে বসন্তে পরিবর্তনের সময় তৈলাক্ত ত্বকে ব্রণের প্রবণতা দেখা যায়। আর তাতে তৈলাক্ত ও সংবেদনশীল ত্বকের স্কিনকেয়ার রুটিনে অবশ্যই একটি দৈনিক রুটিন অন্তর্ভুক্ত করা উচিত। যা বেশি কঠিন না হয়ে ত্বককে গভীরভাবে পরিস্কার করতে পারে।

হালকা ক্লিনজার ব্যবহার করুন

প্রচণ্ড ঠান্ডার কারণে শীতের মাসগুলিতে ত্বকের স্বাভাবিক আর্দ্রতা হারিয়ে ফেলে। শীতকালীন ত্বকের যত্নের মধ্যে প্রধান কাজ হল আর্দ্রতা বজায় রাখা। তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ত্বকের ততটা আর্দ্রতার প্রয়োজন হয় না। গরম আবহাওয়ায় ত্বককে আরও প্রাকৃতিক তেল উত্‍পাদন করতে উত্‍সাহিত করে।

ঘন ও ভারী হাইড্রেটিং ক্লিনজার ব্যবহার না করে হালকা ক্লিনজার ব্যবহার করুন। বসন্তের সময় জেল ক্লিনজার ও ফোমিং ওয়াটার ফেসিয়াল ক্লিনজারগুলি ব্যবহার করলে ভাল ফল পাবেন।

হালকা এক্সফোলিয়েটর ব্যবহার করার সিদ্ধান্ত নিন

শীতের পর তাপমাত্রার পারদ বাড়তে শুরু করলে এক্সফোলিয়েটিং রাখা অত্যন্ত জরুরি। শীতের ঠান্ডা বাতাসে ত্বক শুষ্ক ও রুক্ষ হয়ে যায়, আর সেই ত্বকের উপরিভাগে মৃতকোষগুলিকে অপসারণের জন্য এক্সফোলিয়েট করা প্রয়োজন। বসন্ত আসার সঙ্গে সঙ্গে রুক্ষ ত্বকের জন্য় হালকা এক্সফোলিয়েটর দরকার। এমন পণ্য পছন্দ করুন, যাতে গ্লাইকোলিক অ্যাসিড রয়েছে।

জল-ভিত্তিক সিরাম ব্যবহার করুন

শীতকালে ঘন ও তেল-ভিত্তিক সিরাম ত্বকের জন্য বিশেষ উপকারী। ত্বকের গভীরে প্রবেশ করতে ও আর্দ্রতা বজায় রাখতে সহায়তা করে। আবহাওয়া গরম হতে শুরু করে সিরাম ব্যবহার করা বন্দ করবেন না। জল-ভিত্তিক সিরামগুলির জন্য আপনার তেল-ভিত্তিক সিরামগুলির একটু অদলবদল করা উচিত।

হালকা ময়েশ্চারাইজার প্রয়োগ করুন

বাইরে গরম থাকলে ময়েশ্চারাইজার ব্যবহার করা এড়িয়ে যেতে পারেন। গরম আবহাওয়া বেশি ঘাম হওয়ায় ত্বককে ডিহাইড্রেট করতে পারে। ঘন ময়েশ্চারাইজারগুলি ত্বককে খুব তৈলাক্ত করে তুলতে পারে। বসন্ত ও গ্রীষ্মের সময় ব্রেকআউটের কারণ হতে পারে। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে হালকা ময়েশ্চারাইজার ফর্মুলা স্যুইচ করা ভাল।

সানস্ক্রিন ব্যবহার করা আবশ্যিক

শীতকালে সাধারণত বাড়ির ভিতরে থাকার সম্ভাবনা বেশি। অতিরিক্ত এউসিএফ-সহ ত্বকের যত্নের পণ্যগুলি ব্যবহার করে দূরে থাকতে পারেন শীতের পর বসন্ত এলে আবহাওয়া আরও সুন্দর হয়ে যায়। ক্ষতিকাররক ইউভি রশ্মি থেকে আপনার ত্বককে রক্ষা করা আগের থেকে আরও বেশি গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: Haircare resolutions of 2022: বর্ষশুরুতেই ত্বকের পাশাপাশি চুলের যত্নের সিদ্ধান্ত নিন, রইল জরুরি টিপস