মহিলা কাস্টমারের মাথায় মুখের থুতু দিয়েছেন দেশের জনপ্রিয় হেয়ারস্টাইলিস্ট জাভেদ হাবিব। সেই ঘটনার ছবি সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে আগেই। এবার সেই ভিডিয়োর সত্যতা যাচাই করতে এগিয়ে এল ভারতীয় মহিলা কমিশন। ভিডিয়োয় নাকি দেখা গিয়েছে, ওই নামী হেয়ারস্টাইলিস্ট মহিলা কাস্টমারের মাথায় থুতু দিয়েছেন। এমন অভিযোগের পর গোটা দেশ তোলপাড় হয়ে গিয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মুজাফ্ফরনগরের একটি কর্মশালায়। যেখানে হাবিবের মাধ্যমেই সেই কর্মশালাটি আয়োজিত হয়েছিল।
মহিলা কমিসনের চেয়ারপার্সন রেখা শর্মা বলেছেন, এই ঘটনাটি এত্যন্ত দুঃখজনক ঘটনা। এমনটা হয়ে থাকলে ২০০৫ সালের ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টে অন্তর্ভুক্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের জারি করা নির্দেশিকাগুলির লঙ্ঘনের অভিযোগের ভিত্তিতে মামলা হতে পারে। কোভিড অতিমারিতে জনসমুক্ষে থুতু ফেলা একটি শাস্তিযোগ্য অপরাধ।
ভাইরাল ভিডিয়ে সম্পর্কে একটি সংবাদ পোর্টালে বলা হয়েছে, জাতীয় মহিলা কমিশন বৃহস্পতিবার ট্যুইটারে পোস্ট করে চেয়ারপার্সন রেখা শর্মা উত্তর প্রদেশের ডিজিপিতে এই ভিডিয়োর সত্যতা যাচাই করে কঠিন পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানিয়েছেন।
@NCWIndia has taken cognizance of the incident. Chairperson @sharmarekha has written to @dgpup to immediately investigate the veracity of this viral video and take appropriate action. The action taken must be apprised to the Commission at the earliest.https://t.co/3wPS2Lavyt
— NCW (@NCWIndia) January 6, 2022
দিল্লির পুলিশ কমিশনার রাকেশ আস্থানাকেও চিঠি লিখেছেন রেখা শর্মা। তিনি সেখানেও হাবিরের বিরুদ্ধে অভিযোগ তুলে মামলা দায়ের করার অনুরোধ জানিয়েছেন।
দেশের অন্যতম জনপ্রিয় হেয়ার স্টাইলিস্ট জাভেদ হাবিব। ভাইরাল হয়ে যাওয়া ভিডিয়োটিতে দেখা গিয়েছে, কর্মশালায় এক মহিলার মাথায় থুতু দিচ্ছেন তিনিয এমন জভন্য ঘটনার পুরো ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় দ্রুত হারে ছড়িয়ে পড়ে। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় হাবিবের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজ়েনরা। ভিডিয়োতে আরও দেখা গিয়েছে, ওই মহিলা একটি চেয়ারের উপর বসেছিলেন। আর পিছনের দিকে রয়েছেন হাবিব। চুলের যত্ন ও বাধা নিয়ে পরামর্শ দিতে দিতে চুল কাটার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। ভিডিয়োয় হাবিব বলেন, মেরে বাল গান্দে হ্যায়। গান্দে কিঁউ হ্য়ায়? কিঁউকি শ্যাম্পু না লাগায়া হ্যায়। তারপর তিনি সকলকে দেখিয়ে বলেন, ধ্য়ান সে শুনো, আগর পানি কি কামি হ্যায় না…. এই বলে হাবিব মহিলার মাথায় থুতু দিয়ে দেন। তারপর হাবিব বলে উঠেন, আবে থুক মে জান হ্যায়। হাবিবের এমন অ্যাকশনে দর্শকদের উল্লাস ও করতালিতে ভরে যায়। তবে ওই মহিলা কিছুটা অস্বস্তিবোধ করছিল, তা তার মুখ দেখলেই বোঝা যায়।
নেটিজেন ও জাতীয় মহিলা কমিশনের বেশ কিছু প্রতিক্রিয়া ও সমালোচনার পর সোশ্যাল মিডিয়ায় জাভেদ হাবিব একটি ভিডিয়ো পোস্ট করেছেন। ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিয়োতে হাবিব ক্ষমা চেয়ে নিজের দোষ স্বীকার করে নিয়েছেন। সেখানে তিনি জানিয়েছেন, এই ধরনের হাস্যকর ভঙ্গিগুলি বিভিন্ন ওয়ার্কশপে মজা করা জন্য করা হয়ে থাকে। অন্য কোনও অভিপ্রায়ে এই ঘটনা ঘটানো হয়নি। তবে এই ঘটনায় যদি কেউ দুঃখ পান বা বিরক্ত বোধ করেন, তাহলে তিনি আন্তরিকভাবে দুঃখিত।
আরও পড়ুন: Simple Beauty Tips: রোজকার এই ৫ সহজ বিউটি টিপস মেনে চললেই ত্বক থাকবে সুস্থ-কোমল-উজ্জ্বল!