Homemade Facial Oil: রোজের ময়েশ্চারাইজারের সঙ্গে মেশান এই উপাদান, শীতকালেও ত্বক থাকবে শিশুর মতো কোমল

Winter Skin Care: শুষ্ক ত্বকে ময়েশ্চারাইজারই যথেষ্ট নয়। শুষ্ক ত্বকে বলিরেখা, ব্রণ এবং অন্যান্য ত্বকের সমস্যা জাঁকিয়ে বসে। শীতকালে এসব সমস্যা ঠেকাতে গেলে ফেসিয়াল অয়েলের সাহায্য নিতে হবে। আর এই ফেসিয়াল অয়েল আপনি বাড়িতে বানাতে পারবেন কয়েক শ'টাকা বাঁচিয়ে।

Homemade Facial Oil: রোজের ময়েশ্চারাইজারের সঙ্গে মেশান এই উপাদান, শীতকালেও ত্বক থাকবে শিশুর মতো কোমল
Follow Us:
| Edited By: | Updated on: Nov 18, 2023 | 11:57 AM

শুষ্ক আবহাওয়ায় ত্বকের অবস্থা বেহাল হয়ে পড়ে। তখন ত্বকের আর্দ্রতা ফেরানোর জন্য ময়েশ্চারাইজারই ভরসা। কিন্তু শুষ্ক ত্বকে ময়েশ্চারাইজারই যথেষ্ট নয়। শুষ্ক ত্বকে বলিরেখা, ব্রণ এবং অন্যান্য ত্বকের সমস্যা জাঁকিয়ে বসে। শীতকালে এসব সমস্যা ঠেকাতে গেলে ফেসিয়াল অয়েলের সাহায্য নিতে হবে। ফেসিয়াল অয়েল ত্বকের উপর একটি সুরক্ষিত আস্তরণ তৈরি করে। এটি ত্বককে নরম করে, মুখ সতেজ দেখায়। পাশাপাশি ফেসিয়াল অয়েল দিয়ে ত্বক মালিশ করলে বার্ধক্যের লক্ষণ এড়ানো যায়। বাজারে একাধিক নামীদামি ব্র্যান্ডের ফেসিয়াল অয়েল পাওয়া যায়। কোনটি আপনার জন্য সেরা সেটা যদি বুঝতে না পারেন, তাহলে বাড়িতে ফেসিয়াল অয়েল বানিয়ে নিতে পারেন। অল্প উপকরণ দিয়ে বানিয়ে নিন ফেসিয়াল অয়েল।

ল্যাভেন্ডার ফেসিয়াল অয়েল: একটি পাত্রে ৩ টেবিল চামচ আমন্ড অয়েল নিন। এর সঙ্গে এক চামচ ভিটামিন ই অয়েল বা ভিটামিন ই ক্যাপসুলের নির্যাস মিশিয়ে দিন। শেষে ১০ ফোঁটা ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল মেশান। উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নিয়ে কাচের শিশিতে ভরে রাখুন। এই তেল আপনি তিন সপ্তাহ পর্যন্ত ব্যবহার করতে পারেন।

ময়েশ্চারাইজিং ফেসিয়াল অয়েল: একটি পাত্রে ১/২ চামচ করে রোজহিপ সিড অয়েল, অর্গান অয়েল এবং ভিটামিন ই অয়েল নিন। এতে আপনার পছন্দের যে কোনও এসেনশিয়াল অয়েল ১০ ফোঁটা মিশিয়ে দিন। উপকরণগুলো উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নিয়ে কাচের শিশিতে ভরে রাখুন। এই ফেসিয়াল অয়েল আপনার ত্বককে ময়েশ্চারাইজ করতে সাহায্য করবে।

ফেসিয়াল অয়েল ব্যবহারের নিয়ম: ফেসিয়াল অয়েল বানানোর পাশাপাশি আপনাকে এটি ব্যবহারের সঠিক উপায়ও জানতে হবে। তবেই শীতকালে আপনি ত্বককে কোমল রাখতে পারবেন। মুখ পরিষ্কারের পর কয়েক ফোঁটা হোমমেড ফেসিয়াল অয়েল নিন। তারপর এটি ত্বকের উপর ১০ মিনিট মালিশ করুন। এই কাজটি রাতে ঘুমোতে যাওয়ার আগে করুন। ফেসিয়াল অয়েল মালিশের পর নাইট ক্রিম মেখে নিন। এভাবে ফেসিয়াল অয়েল ব্যবহার করলে ত্বকে রক্ত সঞ্চালন উন্নত হবে এবং ত্বকের সমস্যা কমবে। পাশাপাশি ত্বকের বার্ধক্যের লক্ষণগুলো আপনার ধারে কাছে ঘেঁষবে না।

সকালবেলাও আপনি ফেসিয়াল অয়েল ব্যবহার করতে পারেন। আপনি রোজ যে ময়েশ্চারাইজার ব্যবহার করেন, তার মধ্যে কয়েক ফোঁটা ফেসিয়াল অয়েল মিশিয়ে দিন। তারপর সেটা মুখে মেখে নিন। এভাবে শীতকালে ফেসিয়াল অয়েল ব্যবহার করলে ত্বকের আর্দ্রতা বজায় থাকবে।