সুন্দর টানটান জেল্লাদার ত্বকে কে না চান! কিন্তু ওমন সুন্দর ত্বক তো আর এমনি পাওয়া যায় না। তার জন্য় প্রয়োজন যত্নের। নিয়মিত রূপটানের (Skin Care) দ্বারাই পাওয়া যেতে পারে সুন্দর, দাগছোপহীন ত্বক। ত্বকের যত্ন নিতে ফেসিয়াল করা উচিত কি নয়? এই বিষয়ে বিস্তর মতবিরোধ রয়েছে। তাই অনেকেই ফেসিয়াল (Facial) করানোর আগে সংশয়ে ভোগেন। এছাড়া অনেকে আবার বুঝে উঠতেই পারেন না কত দিন অন্তর ফেসিয়াল করা উচিত? তাঁদের জন্য় ফেসিয়াল সংক্রান্ত কিছু টিপস।
প্রতি কয়েকদিন পরপর ত্বককে ভাল ভাবে পরিষ্কার করতে হবে এতে কোনো সন্দেহ নেই। এর পাশাপাশি ত্বকের পুষ্টিও খুবই গুরুত্বপূর্ণ। ফেসিয়াল এই দুটি চাহিদাই খুব ভালোভাবে পূরণ করে। এই কারণেই বিশেষজ্ঞরা ফেসিয়াল করার পরামর্শ দেন। সাধারণত মহিলারা মাসে একবার বা দুই মাসে একবার ফেসিয়াল করান। যাইহোক, যদি মাসে দুইবার অর্থাৎ প্রতি ১৫ দিনে একবার ফেসিয়াল করেন তবে তা হতে পারে ত্বকের জন্য় উপকারি।
১৫ দিনে ফেসিয়াল করাবেন কেন?
১৫ দিনে একবার ফেসিয়াল করলে ত্বক পরিষ্কার থাকে। এটি ত্বকের ছিদ্র পরিষ্কার করার পাশাপাশি মরা চামড়া দূর করে। এছাড়াও ব্ল্যাকহেডস থেকে হোয়াইটহেডস দূর করে। ত্বকের ক্ষতি করে এমন এই জিনিসগুলো মাসে দুইবার অপসারণ করলে ত্বক আরও সুস্থ ও উজ্জ্বল থাকে।
বিশেষজ্ঞের মতামত কি?
কত ঘনঘন ফেসিয়াল করা উচিত সে সম্পর্কে কোনও নির্দিষ্ট নিয়ম নেই। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, যদি আপনার ত্বক শুষ্ক হয় তবে মাসে দু’বার ফেসিয়াল করালেই ত্বক হাইড্রেশন পাবে। চিকিৎসকরা আরও বলেন,ত্বক শুষ্ক হলে ত্বকের ছিদ্র দ্রুত আটকে যায় বা হোয়াইটহেডস এবং ব্ল্যাকহেডস দেখা দেয়। তাই ১৫ দিন অন্তর একবার ফেসিয়ালের মাধ্য়মে ত্বক পরিষ্কার ককে নিলে মিটবে এই ধরনের সমস্য়া। তবে যাঁদের ত্বক সংবেদনশীল তাঁদের ফেসিয়াল করার আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।
ফেসিয়াল কীভাবে মুখের কাজ করে?
ফেসিয়াল হল একটি স্কিন কেয়ার ট্রিটমেন্ট। যা এক্সফোলিয়েশনের মাধ্যমে মরা চামড়া দূর করে। ত্বককে আর্দ্র রাখে। শুধু তাই নয় ফেসিয়ালের ফলে রক্ত সঞ্চালন ভাল হয়। ফলে ত্বকে জেল্লা ফেরে।
ঘরোয়া উপায়ে কীভাবে ফেসিয়াল করবেন?
পার্লারে গিয়ে পয়সা খরচ না করে বাড়িতে কীভাবে ফেসিয়াল করবেন জানুন..
ধাপ ১: একটি মৃদু ফেসওয়াশ দিয়ে আপনার মুখ পরিষ্কার করুন।
ধাপ ২: ঘরে তৈরি বা বাজার থেকে কেনা স্ক্রাব দিয়ে কমপক্ষে ৫ মিনিটের জন্য স্ক্রাব করুন।
তৃতীয় ধাপ ৩: মুখে বাষ্প নিন, যাতে এর পরে যে পণ্যগুলি প্রয়োগ করা হয়,সেগুলি ভালভাবে শোষিত হতে পারে।
ধাপ ৪: ১০ মিনিটের জন্য ময়েশ্চারাইজার দিয়ে আপনার মুখ ম্যাসাজ করুন। কী স্ট্রোক প্রয়োগ করবেন তা জানার জন্য় ইন্টারনেটের সাহায্য নিতে পারেন।
ধাপ ৫: মুখ পরিষ্কার করার পর ঘরে তৈরি বা বাজার থেকে আনা ফেসপ্যাক লাগান। এটি ১৫ মিনিটের জন্য রাখুন।
ধাপ ৬: হালকা গরম জল দিয়ে মুখ পরিষ্কার করুন এবং তারপর ক্রিম লাগান।
ধাপ ৭: এরপর আপনি চাইলে বাদাম তেল বা ত্বকের উপযোগী কোনো এসেনশিয়াল অয়েলও লাগাতে পারেন। তাতে ত্বকের জেল্লা আরও বাড়বে।