ঋতু পরিবর্তনের জেরে সকলেই ভুগছেন। ঘরে ঘরে সর্দি, কাশি, জ্বর, পেট খারাপ এসব লেগেই রয়েছে। কখনও মেঘ, কখনও রোদ আবার কখনও ঠাণ্ডা লাগছে তো কখনও গরম- আবহাওয়ার খামখেয়ালিপনায় সকলেই অস্থির। চুলে শ্যাম্পু করলেও তাড়াতাড়ি চুল তেলচিটে হয়ে যাচ্ছে, মুখে সানস্ক্রিন মেখে বেরোলেও মুখ কালো হয়ে যাচ্ছে। সেই সঙ্গে র্যাশ তো রয়েইছে। গরমে এমনিই মুখের জেল্লা কমে যায়। অতিরিক্ত ঘাম হয় বলে মুখ ক্লান্ত দেখায়। এর উপর মেকআপ বসলে ত্বকের আরও বেশি ক্ষতি হয়। বসন্তে বাড়ে অ্যালার্জির সমস্যা। গত বছরের তুলনায় এবছর পক্সের প্রকোপও বেশি। আর তাই কাজে লাগান ঘরোয়া এই টোটকা।
প্রেমের মরশুমে এখন বাজারে গোলাপের দাম একটু চড়া। তবে এই গোলাপই কিন্তু বসন্তে ত্বকের সমস্যার মুশকিল আসান। সেই কোন যুগ থেকে ত্বকের পরিচর্যায় গোলাপ জল ব্যবহার করা হচ্ছে। হাজারো প্রসাধনী সামগ্রী বাজারে এলেও গোলাপের জনপ্রিয়তায় কোনও ভাটা পড়েনি। গোলাপের পাপড়ি থেকে যেমন গোলাপ জল তৈরি করা যায় তেমনই গোলাপের পাপড়ি দিয়ে বানিয়ে নেওয়া যায় ফেসপ্যাক। গোলাপের মধ্যে আছে ভিটামিন সি, আছে আয়রন, ক্যালশিয়াম। এছাড়াও গোলাপের মধ্যে আছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান। গোলাপের মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট আছে প্রচুর পরিমাণে যে কারণে তা ত্বকের এত কাজে লাগে। বাড়িতেই বানিয়ে নিন গোলাপের এই ফেসপ্যাক। কাজে আসবেই।
এক চামচ গোলাপের পাপড়ি বাটার মধ্যে এক চামচ লেবুর রস, এক চামচ দুধের সর, হলুদ আর চন্দন পাউডার মিশিয়ে নিন। এই পেস্ট মুখে লাগিয়ে ১৫ মিনিট রাখুন। শুকিয়ে গেলে ঠাণ্ডা জলে ধুয়ে ফেলুন।
চন্দন বাটা, লেবুর রস আর গোলাপের পাপড়ি একসঙ্গে মিশিয়েও ত্বকে ব্যবহার করতে পারেন। এতে ত্বকের উজ্জ্বলতা বাড়ে। সেই সঙ্গে মুখও পরিষ্কার থাকে।
কমলালেবুর খোসা গুঁড়ো, গোলাপের পাপড়ি আর মধু একসঙ্গে ভাল করে মিশিয়ে নিন। এবার তা মুখে লাগিয়ে রাখুন ১৫ মিনিট। এরপর হালকা গরম জলে মুখ ধুয়ে নিন। এবার ময়েশ্চারাইজার মাখতেও কিন্তু ভুলবেন না। স্কিনকে এক্সফলিয়েট করতে খুব ভাল কাজ করে এই ফেসপ্যাক।