চুলের সব সমস্যা মিটবে এই হার্বাল শ্যাম্পুতেই! বাড়িতেই বানিয়ে ফেলুন চটজলদি

aryama das |

Apr 11, 2021 | 3:45 PM

চুল ঝরে যাওয়া, খুশকির সমস্যা থেকে মুক্তি পেতে বাজার চলতি প্রোডাক্ট ব্যবহার করে কোনও সুরাহা মিলছে না তো! তাহলে বাড়িতেই বানিয়ে নিন হার্বাল শ্যাম্পু...

চুলের সব সমস্যা মিটবে এই হার্বাল শ্যাম্পুতেই! বাড়িতেই বানিয়ে ফেলুন চটজলদি
বাড়িতেই বানিয়ে ফেলুন হার্বাল শ্যাম্পু

Follow Us

চুল নিয়ে সমস্যার অন্ত নেই। চুল নিয়ে অভিযোগের তালিকা বিশাল। গরমে ঘামে, দূষণে, স্ট্রেসের প্রভাবে চুল ঝরে যাওয়া, রুক্ষ্ম হয়ে যাওয়া, চুলের আগা ভেঙে যাওয়া, খুসকির সমস্যা, পাতলা হয়ে যাওয়ার মতো হরেক রকমের সমস্যা দেখা যায়। যেমন সমস্যা তেমনি সমাধানও রয়েছে। আর সেই সমাধানের রফা খুঁজতে বাজারচলতি শ্যাম্পুতেই ভরসা করি আমরা। তারপরেও আমাদের সমস্যার শেষ হয় না। এই রাসায়নিক মেশানো শ্যাম্পুতেই ক্ষতি হচ্ছে চুল। তাই এবার আর নামী-দামী প্রোডাক্টে নয়, বাড়িতে বানানো হার্বাল শ্যাম্পুতেই ভরসা রাখুন। কীভাবে বানাবেন এই হার্বাল শ্যাম্পু, দেখে নিন এখানে…

সব ধরণের চুলের জন্যই এই অ্যালোভেরার তৈরি প্রাকৃতিক শ্যাম্পু ব্যবহার করা যায়।

প্রাকৃতিক শ্যাম্পু তৈরি করতে কী কী লাগবে…

১/৪ কাপ ডিস্টিলড ওয়াটার (ভাল করে ফুটিয়ে জল ঠান্ডা করে নিলেই হবে), ১/৪ কাপ ক্যাসিটেল সাবান, ১/২ চা চামচ ভেজিটেবিল ওয়েল ( অলিভ ওয়েলও দিতে পারেন), ১ টেবিল স্পুন অ্যালোভেরা জেল, ২ পোঁটা আপনার পছন্দের এসেন্সিয়ল অয়েল (ল্যাভেন্ডার অয়েলও দিতে পারেন), একটি ফাঁকা ও পরিস্কার শ্যাম্পুর বোতল।

কীভাবে করবেন…

কাঁচের বোলে সব উপকরণগুলি নিয়ে ভাল করে মিশিয়ে নিন। এরপর শ্যাম্পুর বোতলে নিয়ে ঝাঁকিয়ে নিন। সপ্তাহে দু-তিনবার এই হার্বাল শ্যাম্পু দিয়ে চুল পরিস্কার করুন। রুক্ষ্ম চুল, ওয়েলি চুলের জন্য এই শ্যাম্পু বেশ ভাল। চুলের নানান সমস্যা থেকেও মুক্তি মিলবে চটজলদি।

Next Article