Cinnamon for Face: ব্রণর দাগ কোনওভাবেই মেলাচ্ছে না? হেঁশেলের দারুচিনিকে পরখ করে দেখুন

Skin Care Tips: বেশিরভাগ মানুষ মনে করেন, ত্বকের উপর দারুচিনি লাগালে জ্বালাভাব, লালচে ভাব দেখা দিতে পারে। তাই এই মশলা ত্বকের ব্যবহারের আগে হাতের উপর পরীক্ষা করে দেখুন।

Cinnamon for Face: ব্রণর দাগ কোনওভাবেই মেলাচ্ছে না? হেঁশেলের দারুচিনিকে পরখ করে দেখুন
Image Credit source: Getty Images
Follow Us:
| Edited By: | Updated on: Jan 02, 2023 | 1:08 PM

খাবারে স্বাদ জোগানোর পাশাপাশি স্বাস্থ্যেরও খেয়াল রাখে দারুচিনি। কিন্তু যখনই রূপচর্চার প্রসঙ্গ আসে, সেখানে কি একই উপযোগী এই দারুচিনি? আয়ুর্বেদ শাস্ত্রে, এমন অনেক ভারতীয় মশলার উল্লেখ পাওয়া যায়, যা রূপচর্চায় ব্যবহার করা যায়। এর মধ্যে রয়েছে হলুদও। তবে, ত্বকের উপর দারুচিনি ব্যবহার করা নিয়ে অনেকের মনেই নানা প্রশ্ন রয়েছে। বেশিরভাগ মানুষ মনে করেন, ত্বকের উপর দারুচিনি লাগালে জ্বালাভাব, লালচে ভাব দেখা দিতে পারে। তাই এই মশলা ত্বকের ব্যবহারের আগে হাতের উপর পরীক্ষা করে দেখুন। যদি কোনও সমস্যা না থাকে তাহলে মুখেও দারুচিনি মাখতে পারেন।

দারুচিনির গুণাগুণ-

দারুচিনির মধ্যে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিব্যাক্টেরিয়াল ও অ্যান্টিইনফ্লেমেটরি উপাদান রয়েছে। এটি চর্মরোগের বিরুদ্ধে ত্বককে ভাল রাখতে সাহায্য করে। ব্রণর সমস্যা প্রতিরোধ করে এবং ব্রণর দাগছোপও দূর করে দেয় দারুচিনি। এমনকী বয়সের ছাপও মুখে পড়তে দেয় না দারুচিনি।

যে উপায়ে ত্বকের উপর দারুচিনি ব্যবহার করবেন-

১) ব্রণ দূর করতে আপনি দারুচিনির ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। এক টেবিল চামচ দারুচিনি গুঁড়োর সঙ্গে এক টেবিল চামচ মধু মিশিয়ে নিয়ে ত্বকের উপর লাগান। ১০ মিনিট রাখার পর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন। ব্রণর দাগছোপ দূর করতে দারুচিনির সঙ্গে সমপরিমাণ হলুদ ও দই মিশিয়ে নিয়ে মুখে মাখতে পারেন।

২) ত্বকের বার্ধক্য প্রতিরোধ করতেও দারুচিনিকে ব্যবহার করতে পারেন। অ্যালোভেরা জেলের সঙ্গে দারুচিনির গুঁড়ো মিশিয়ে নিন। এই মিশ্রণটি ত্বকের উপর লাগিয়ে হালকা হাতে মালিশ করুন। তারপর ভিজে তোয়ালে দিয়ে মুখ মুছে নিন। দারুচিনির মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ত্বককে ফ্রি র‍্যাডিকেলের হাত থেকে রক্ষা করতে সাহায্য করে।

৩) ত্বকে পিগমেন্টেশনের সমস্যা থাকলে আপনি টক দইয়ের সঙ্গে দারুচিনির গুঁড়ো মিশিয়ে মাখতে পারেন। এটি ত্বকের যাবতীয় দাগছোপও দূর করে দেবে।

৪) ত্বককে টানটান করতে তুলতে ডিমের সাদা অংশের সঙ্গে দারুচিনির গুঁড়ো মিশিয়ে নিয়ে ত্বকে লাগান। এটি ফেসপ্যাকটি আপনাকে উজ্জ্বল ও টানটান ত্বক এনে দেবে।

৫) শীতে ঠোঁটের যত্নেও আপনি দারুচিনি ব্যবহার করতে পারেন। পেট্রোলিয়াম জেলের সঙ্গে এক চিমটি দারুচিনির গুঁড়ো মিশিয়ে নিন। এটি ঠোঁটের উপর লাগিয়ে হালকা হাতে স্ক্রাব করুন। মিনিট পাঁচেক পর ধুয়ে ফেলুন।