Acne Treatment: ব্রণর সমস্যায় নাজেহাল? ত্বকের ওপর প্রয়োগ করুন গ্রিন টি!

TV9 Bangla Digital | Edited By: megha

Oct 04, 2021 | 12:39 PM

গ্রিন টিয়ের মধ্যে অ্যান্টি ইনফ্লেমেটরি ও অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান রয়েছে, যা ত্বকের সংক্রমণের পাশাপাশি ত্বকে উৎপন্ন হওয়া অতিরিক্ত সেবামও হ্রাস করতে সাহায্য করে। কিন্তু এই গ্রিন টিকে কীভাবে আপনার ত্বকের যত্নে সামিল করবেন ভাবছেন!

Acne Treatment: ব্রণর সমস্যায় নাজেহাল? ত্বকের ওপর প্রয়োগ করুন গ্রিন টি!
প্রতীকী ছবি

Follow Us

শরীরের ক্ষেত্রে যেমন ইতিবাচক প্রভাব ফেলে গ্রিন টি সেরকমই ত্বকের ক্ষেত্রেও সহায়ক এটি। গ্রিন টি-এর মধ্যে থাকা উপাদান গুলি ব্রণর ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করে। গ্রিন টিয়ের মধ্যে অ্যান্টি ইনফ্লেমেটরি ও অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান রয়েছে, যা ত্বকের সংক্রমণের পাশাপাশি ত্বকে উৎপন্ন হওয়া অতিরিক্ত সেবামও হ্রাস করতে সাহায্য করে। কিন্তু এই গ্রিন টিকে কীভাবে আপনার ত্বকের যত্নে সামিল করবেন ভাবছেন! আমরা নিয়ে এসেছি দারুণ উপায়।

১) মধু ও গ্রিন টি মাস্ক

মধুর মধ্যে অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান রয়েছে যা ব্রণর ক্ষেত্রে সহায়ক। এই ফেস মাস্ক তৈরি করার জন্য প্রয়োজন ১টি গ্রিন টি ব্যাগ, ১ চামচ বিশুদ্ধ মধু, গরম জল, ফেসিয়াল ক্লিনজার। প্রথমে গ্রিন টির ব্যাগটাকে গরম জলের মধ্যে ৩ মিনিট রেখে দিন। তাহলে ওই গরম জল ঠাণ্ডা হয়ে গেলে ব্যাগ কেটে তাতে পাতা গুলো ফেলে দিন। তারপর তাতে মধু মিশিয়ে দিন। এবার ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করে নিন এবং তারপর মধু ও গ্রিন টির মিশ্রণটি ত্বকের ওপর প্রয়োগ করুন। ২০ মিনিট পর ঠাণ্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন।

২) গ্রিন টি ফেস মিস্ট

গ্রিন টি ফেস মিস্ট তৈরি করার জন্য প্রয়োজন গরম জল আর গ্রিন টি। গরম জলে গ্রিন টি দিয়ে ফুটিয়ে নিন। জল ঠাণ্ডা হয়ে গেলে একটি স্প্রে বোতলে ভরে ত্বকের ওপর প্রয়োগ করুন। এতে কমে যাবে আপনার ব্রণর সমস্যা এবং ত্বকও সতেজ থাকবে এবং ত্বকের ক্লান্তি দূর করে দেবে এই ফেস মিস্ট। ত্বকের ওপর ফেস মিস্ট ব্যবহার করার পর ময়েশ্চারাইজার প্রয়োগ করে নেবেন।

প্রতীকী ছবি

৩) অ্যাপেল সাইডার ভিনিগার ও গ্রিন টি টোনার

অ্যাপেল সাইডার ভিনিগার ত্বকের পিএইচ ব্যালেন্স বজায় রাখতে সাহায্য করে। তার সঙ্গে গ্রিন টি দূর করে আপনার ব্রণর সমস্যা। এই টোনার তৈরি করার জন্য আপনার প্রয়োজন ১/৪ কাপ অ্যাপেল সাইডার ভিনিগার এবং ৩/৪ কাপ গ্রিন টি। গ্রিন টির সঙ্গে অ্যাপেল সাইডার ভিনিগার মিশিয়ে তাকে ফ্রিজে রেখে দিন। এবার ত্বক পরিষ্কার করে নিয়মিত ওই টোনার ত্বকের ওপর তুলোর বল দিয়ে প্রয়োগ করুন। শুকিয়ে গেলে তারওপর ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।

৪) ট্রি টি অয়েল ও গ্রিন টি

ব্রণর ক্ষেত্রে সহায়ক ট্রি টি অয়েল এবং গ্রিন টি উভয়ই। গ্রিন টির সঙ্গে ২ থেকে ৩ ফোঁটা ট্রি টি এসেন্সিয়াল অয়েল মিশিয়ে প্রভাবিত জায়গায় বা ব্রণর ওপর প্রয়োগ করলেই দূর হয়ে যাবে আপনার ত্বকের সমস্যা।

আরও পড়ুন: ব্রণ খুঁটে ফেলার অভ্যেস রয়েছে? এক মিনিটের মধ্যে জ্বালাভাব কমান এই সহজ উপায়ে!

আরও পড়ুন: ত্বক ও চুলের সৌন্দর্য্য বজায় রাখতে চান? ব্যবহার করুন কারি পাতা

Next Article