Lavender Essential Oil: মাত্র ৭ দিনে বন্ধ হবে চুল পড়া, পরখ করে দেখুন ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল

TV9 Bangla Digital | Edited By: megha

Dec 25, 2022 | 6:59 AM

Hair Fall Problem: এখন চুলে স্টাইল করতে নানা ধরনের টুলস ও রাসায়নিক পণ্য ব্যবহার করা হয়। এতে চুল মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। এগুলো চুল পড়ার জন্য দায়ী।

Lavender Essential Oil: মাত্র ৭ দিনে বন্ধ হবে চুল পড়া, পরখ করে দেখুন ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল
Image Credit source: Getty Images

Follow Us

শীত পড়তেই শুকনো ভাব দেখা দেয় চুলেও। বছরের এই সময়টা চুলের বাড়তি আর্দ্রতা প্রয়োজন হয়। নামী-দামি শ্যাম্পু ও কন্ডিশনারের পাশাপাশি আর্দ্রতা বজায় রাখার জন্য ঘরোয়া টোটকা খুঁজে নিন। এক্ষেত্রে তেল ব্যবহার করাই সবচেয়ে ভাল। কিন্তু বাজারে এখন হরেক রকমের তেল পাওয়া যায়। চুলের আর্দ্রতা বজায় রাখার জন্য এসেনশিয়াল অয়েল বেছে নিতে পারেন। সাধারণত অ্যারোমাথেরাপিতে এসেনশিয়াল অয়েল বেশি ব্যবহার করা হয়। তবে এখন নিত্যদিনের প্রয়োজনীয় জিনিস হয়ে উঠেছে এসেনশিয়াল অয়েল। কিন্তু যখন প্রশ্ন ওঠে এসেনশিয়াল অয়েল ব্যবহার করার, তখন আপনি ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল বেছে নিতে পারেন।

ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল চুলকে ঘন ও মজবুত করতে সাহায্য করে। তাছাড়া এখন চুলে স্টাইল করতে নানা ধরনের টুলস ও রাসায়নিক পণ্য ব্যবহার করা হয়। এতে চুল মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। এক্ষেত্রে ল্যাভেন্ডার অয়েল দারুণ উপযোগী। চুলে কীভাবে ল্যাভেন্ডার অয়েল ব্যবহার করবেন, দেখে নিন…

তেল মালিশ-

শীতে চুলের শুষ্কভাব দূর করতে নারকেল তেল কিংবা অলিভ অয়েল আপনি নিশ্চয়ই ব্যবহার করেন? সেই নারকেল তেল কিংবা অলিভ অয়েলে কয়েক ফোঁটা ল্যাভেন্ডার অয়েল মিশিয়ে নিন। এবার ওই তেল দিয়ে স্ক্যাল্পে মালিশ করুন। এতে স্ক্যাল্পের রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং চুলের গোড়া মজবুত হয়। পাশাপাশি এতে মানসিক চাপ দূর হয়। এই উপায়ে আপনি চুল পড়াও রোধ করতে পারবেন।

হেয়ার সিরাম-

শ্যাম্পুর পর হেয়ার সিরাম হিসেবে আপনি ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল ব্যবহার করতে পারেন। বাড়িতে ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল দিয়ে সিরাম বানিয়ে নিন। সমপরিমাণ জোজোবা অয়েল, গ্রেপসিড অয়েল, ক্যাস্টর অয়েল, রোজমেরি এসেনশিয়াল অয়েল, থাইম এসেনশিয়াল অয়েল ও ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন। এই মিশ্রণটি ছোট স্প্রে বোতলে ভরে নিন। শ্যাম্পু করার পর অল্প পরিমাণে এই তেল নিয়ে চুলে লাগিয়ে নিন। হেয়ার সিরাপ স্ক্যাল্পে লাগাবেন না।

ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল ব্যবহারের যে সব সতর্কতা মেনে চলবেন-

চুলে সরাসরি ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল ব্যবহার করবেন না। শুধু ল্যাভেন্ডার নয়, কোনও এসেনশিয়ালই সরাসরি ত্বক কিংবা চুলে ব্যবহার করবেন না। নারকেল তেল বা অলিভ অয়েলের সঙ্গে মিশিয়ে নিয়ে ব্যবহার করুন। ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল ব্যবহারের পর যদি স্ক্যাল্পে চুলকানি, জ্বালা, র‍্যাশের সমস্যা দেখা দেয়, তাহলে এটি ব্যবহার করা থেকে বিরত থাকুন।

Next Article