Herbal Shampoo at Home: রুক্ষ ও শুষ্ক চুলের সমস্যা! পুজোর আগে রেশমের মত চুল পেতে ঘরেই বানান হার্বাল শ্যাম্পু

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Aug 02, 2022 | 9:10 AM

Hair Care Routine: ঘরোয়া উপায়েই তৈরি করতে পারেন হার্বাল শ্যাম্পু। কীভাবে করবেন, কোন পদ্ধতিতে শ্যাম্পু প্রয়োগ করবেন, সবটাই এখানে জেনে নিন...

Herbal Shampoo at Home: রুক্ষ ও শুষ্ক চুলের সমস্যা! পুজোর আগে রেশমের মত চুল পেতে ঘরেই বানান হার্বাল শ্যাম্পু

Follow Us

চুলের স্টাইলিং পণ্য হতে শুরু করে চুলে রঙ করা, পুষ্টির অভাব, দূষণ ও চুলের যত্নের বাজে অভ্যাস, এইসবই চুলের শুষ্ক (Dry Hair) ও প্রাণহীন হওয়ার কারণ। এক্ষেত্রে অতিরিক্ত পুষ্টির জোগান দেওয়া অত্যন্ত প্রয়োজন। এর জন্য অবশ্যই অনেক হেয়ার প্রোডাক্টের ব্যবহার করেছেন হয়তো। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। বর্তমানে সকলেই চুলের কোনও না কোনও সমস্যার সম্মুখীন হন। কারোর খুশকির সমস্যা (Dandroff Problems) তা কারোর চুল ঝরে পড়ার সমস্যা (HairFall)। এইগুলির মধ্যেও একটি সাধারণ চুলে সমস্যা যা অধিকাংশ মানুষকে বিরক্ত করে থাকে। শুষ্ক চুলের সমস্য়া।তবে এই সমস্যার জন্য নামী-দামী পণ্য ব্যবহার করার দরকার নেই। বাড়িতেই প্রাকৃতিকভাবে চুলের ভাল যত্ন নেওয়া সম্ভব। ঘরোয়া উপায়েই তৈরি করতে পারেন হার্বাল শ্যাম্পু। কীভাবে করবেন, কোন পদ্ধতিতে শ্যাম্পু প্রয়োগ করবেন, সবটাই এখানে জেনে নিন…

অ্যালোভেরা শ্যাম্পু

শুষ্ক ও ঝরঝরে চুল নিয়ে সমস্যা থাকলে অ্যালোভেরার শ্যাম্পু ব্যবহার করতে পারেন। তাতে চুলের শুধু পুষ্টিই জোগান দেয় না, চুলকে আরও নিয়ন্ত্রণযোগও করে তোলে।

অ্যালোভেরা শ্যাম্পু তৈরি করবেন কীভাবে?

উপকরণ

১/৪ কাপ অ্যালোভেরা জেল, ১/৪ কাপ তরল সাবান, ১/৪ বিশুদ্ধ জল, ১ চা চামচ ভেষজ গ্লিসারিন, আধ চা চামচ ভিটামিন ই তেল, ৭-৮ ফোঁটা ল্যাভেন্ডার তেল, শ্যাম্পুর বোতল

পদ্ধতি

প্রথমে একটি মেজারিং বা পরিমাপ মাপার কাপের সাহায্যে অ্যালোভেরা জেল, বিশুদ্ধ জল, ভেষজ গ্লিসারিন ও ভিটামিন তেল যোগ করুন। এবার সেগুলি ভাল করে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণে পরিমাণ মত করল সাবান যোগ করুন। আবার ব্লেন্ড করুন।

খেয়াল রাখবেন, মিশ্রণটি যেন খুব তমসৃণ হয়। এবার এই মিশ্রণে ধীরে ধীরে ল্যাভেন্ডার তেল যোগ করুন। আবার ব্লেন্ড করুন। শ্যাম্পুর মিশ্রণ তৈরি হয়ে গেলে তা এয়ারটাইট শ্যাম্পুর বোতলে ঢেলে রাখুন। ঘরের তৈরি হার্বাল শ্যাম্পু ব্যবহার করার জন্য প্রস্তুত।

ডিম ও মধু দিয়ে শ্যাম্পু

উপকরণ- ২টি ডিম, ২টেবিল চামচ লেবুর রস, ১ চা চামচ মধু, ৩-৪ ফোঁটা অলিভ অয়েল।

পদ্ধতি

প্রথমে একটি পাত্রের মধ্যে ২টি ডিমের সঙ্গে ২ টেবিল স্পুন লেবুর রস মিশিয়ে ভল করে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণে ১ টেবিল স্পুন মধু ও ৩-৪ফোঁটা অলিভ অয়েল যোগ করতে পারে। এবার এই পেস্টটি চুলে প্রয়োগ করে গোড়া থেকে আগা পর্যন্ত ম্যাসাজ করুন। বেশ কিছুক্ষণ অপেক্ষা করুন। শুকিয়ে গেলে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। ডিমের গন্ধ যদি পছন্দ না করেন, তাহলে জলের মধ্যে গোলাপ জল মিশিয়ে নিতে পারেন।

Next Article